কলকাতা, 12 এপ্রিল : 1 বৈশাখ মানে নতুন বছরের শুরু ৷ আর এই নববর্ষের প্রথম দিন নিজেদের এলাকাকে কোরোনামুক্ত করার সংকল্প নিতে বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করতে হবে বলে জানান তিনি ৷
দিলীপ ঘোষ বলেন, "আমরা দুই সপ্তাহের বেশি বাড়িতে বন্দী হয়ে আছি লকডাউনের জন্য ৷ উদ্দেশ্য একটাই ৷ কোরোনারূপী রাক্ষসের থেকে নিজেকে রক্ষা করা ৷ সমাজকে রক্ষা করা ৷ এই কাজের জন্য নববর্ষ ও আম্বেদকর জয়ন্তিকে সমর্পন করব ৷ নিজের পাড়াকে কোরোনামুক্ত করার সংকল্প নেব ৷ গরিব মানুষের সেবা করব ৷ তাঁদের এই বিপদ থেকে সচেতন করব, রক্ষা করব ৷ খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করব ৷"
BJP কর্মীদের উদ্দেশ্য বলেন, "আম্বেদকরের জন্মদিনে গরিব মানুষের সেবায় আমাদের নিয়োজিত করতে হবে ৷ মাস্ক বিলি করতে হবে ৷ তাঁরা যেন নিজের বাড়িতে থেকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সংগ্রাম পালন করে সেটা দেখতে হবে ৷ BJP-র কোটি কোটি কার্যকর্তা আম্বেদকর জয়ন্তী পালন করবে ৷ আমরা এবার নববর্ষ বাড়িতে পালন করব ৷"