কলকাতা, 8 এপ্রিল : নির্বাচন চলার সময় যদি শহরে কোনও বেআইনি নির্মাণ হয়, তাহলে তার দায়ভার বর্তাবে ইঞ্জিনিয়রদের উপর। মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ররা। পৌরনিগমের বামপন্থী সংগঠনের সদস্য যে ইঞ্জিনিয়ররা, তাঁরা আজ বিক্ষোভ দেখান।
কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, "লোকসভা নির্বাচনের জন্য মেয়র ও মেয়র পারিষদরা ব্যস্ত রয়েছেন। তাই এই সময় যদি শহরে কোনও বেআইনি নির্মাণ হয়, তাহলে তার দায়ভার বর্তাবে পৌরনিগমের ইঞ্জিনিয়রদের উপর। অবৈধ নির্মাণের উপর 144 ধারা লাগু করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করা হবে।" মেয়রের এই বক্তব্যের পর পৌরকমিশনার খালিল আহমেদ এই সংক্রান্ত নোটিশ জারি করেন।
এই বিষয়ে এম সি অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস কুমার সিনহা বলেন, "বেআইনি নির্মাণের উপর নজরদারির দায়িত্ব পুলিশের উপর। পৌরনিগমের ইঞ্জিনিয়ররা কেন এজন্য দায়ি হবেন? এই অমানবিক সার্কুলার অবিলম্বে তুলে নিতে হবে। একজন SI -কে ১৬টি ওয়ার্ড দেখতে হয়। যার আয়তন একটা ব্লকের থেকেও বেশি। তাঁদের পক্ষে কোথায় বেআইনি কাজ হচ্ছে তা দেখা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "আজ বিক্ষোভ দেখানো হয়েছে। তারপর যদি কোনও কাজ না হয় তাহলে আগামী শুক্রবার ফের বিক্ষোভ সমাবেশ হবে। পাশাপাশি পৌর কমিশনার খালিল আহমেদকে ডেপুটেশন দেওয়া হবে। এই নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।"