ETV Bharat / state

জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য জমি হস্তান্তর রাজ্যের

জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য বরাদ্দ হয়েছিল পাঁচ একর জমি ৷ সেই জমি হস্তান্তর করল রাজ্য সরকার ৷

author img

By

Published : Aug 30, 2019, 2:41 AM IST

জ্যোতি বসু

কলকাতা, 30 অগাস্ট : অবশেষে কাটল জট ৷ জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করল রাজ্য সরকার ৷ CPI(M) নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে ৷ গতকাল বিধানসভায় একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল HIDCO ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে CPI(M)-র তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷

দ্রুত জট কাটানোর জন্য গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার ৷ চলতি বছরের জুন মাসে CPI(M) নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী ৷ জট কাটানোর বিষয়ে আশ্বস্ত করেন ৷

এরপরই ত্বরান্বিত হয় জট কাটানোর প্রক্রিয়া ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার রবীন দেবের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

কলকাতা, 30 অগাস্ট : অবশেষে কাটল জট ৷ জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করল রাজ্য সরকার ৷ CPI(M) নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে ৷ গতকাল বিধানসভায় একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল HIDCO ৷ কিন্তু, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে CPI(M)-র তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷

দ্রুত জট কাটানোর জন্য গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার ৷ চলতি বছরের জুন মাসে CPI(M) নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী ৷ জট কাটানোর বিষয়ে আশ্বস্ত করেন ৷

এরপরই ত্বরান্বিত হয় জট কাটানোর প্রক্রিয়া ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার রবীন দেবের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

Intro:জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ সেন্টারের জন্য পাঁচ একর জমি দেওয়া হল রাজারহাটে। ২০১০ সালে হিডকো এই জমি দিয়েছিল। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর জমি জটে আটকে গিয়েছিল এই জমি হস্তান্তর। সিপিআইএম এর পক্ষ থেকে শাসক দলের কাছে বারবার অনুরোধ করার পর শেষে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করা হয় জমির বিষয়টি। গতকাল এই জমির কাগজ দেওয়া হয়েছে সিপিআইএম নেতা রবীন দেবের হাতে। নবান্নে আজ এ বিষয়ে জানিয়েছেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।


Body:জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ সেন্টারের জন্য দীর্ঘ ৮ বছর পর ৫ একর জমি দেওয়া হল রাজারহাটে।
আজ নবান্নে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যাতে সবকিছু দ্রুত হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সরকারের তরফ থেকে জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ সেন্টারের জন্য যাবতীয় সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে বিজেপিকে আটকাতে তড়িঘড়ি জমি দেওয়া হল বামেদের। বামেদের সঙ্গে শাসকদল সমঝোতা করতে চাইছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।
গত বিধানসভা অধিবেশনে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন, দ্রুত রাজারহাটের জমিটির সমাধান করে দেওয়ার জন্য। এরপরে মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের ঘরে সিপিআইএম নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে সিদ্ধান্ত হয় মূলত ২০১১ সালে জ্যোতি বসু স্মারক মিউজিয়ামের জন্য এই জমিটি স্থিরকৃত হয়েছিল।


Conclusion:রাজারহাটে এই জমিটি নিয়ে যে সমস্যা ছিল তার সম্পূর্ণ নিজের হাতে সমাধান করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যেহেতু তিনি ভূমিমন্ত্রী তাই দ্রুত কাজটি নিষ্পত্তি হয়েছে বলে সিপিআইএম সূত্রের খবর। এবার শুরু হবে জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ সেন্টারের কাজ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.