কলকাতা, 28 এপ্রিল: "গণতন্ত্রকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
আজ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ের প্রচারে ভবানীপুর এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মিছিল করে CPI(M) । মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বামপরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তাঁদের সঙ্গে ভবানীপুর, যদুবাবুর বাজার, বেলতলা রোড, চক্রবেরিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে আজ প্রচার সারেন নন্দিনী মুখোপাধ্যায়। অন্যদিকে, আজ বেহালা পূর্বের DYFI এবং SFI সর্মথকরা নন্দিনী মুখোপাধ্যায়ের সমর্থনে বাইক মিছিল করে।
"সাম্প্রদায়িক শক্তি BJP-কে পরাস্ত করুন ।" "ঘুষ খেয়েছে তৃণমূল, ভেঙে পড়েছে উড়ালপুল। " "যাদের মাথায় দিদির হাত, তারাই খাচ্ছে জেলের ভাত । এই তৃণমূল আর না । আর না।" বুকে ও পিঠে এই রকমই পোস্টার লাগিয়ে দলীয় পতাকা উড়িয়ে আজ সকালে কলকাতায় মিছিল করলেন কয়েকশো বাম কর্মী-সমর্থক। তাদের মাথায় ছিল লাল টুপি , মাথার উপরে লাল ছাতা আর হাতে ছিল লাল বেলুনের ঝাঁক । আজ নন্দিনী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী ও বিমান বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ভবানীপুর বিধানসভা এলাকায় প্রচার করেন। সকাল সাড়ে 8টা নাগাদ তাঁরা ভবানীপুর বিধানসভা এলাকার দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাবের সামনে জমায়েত হন। এরপর ভবানীপুরের 71 এবং 73 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতাসহ বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তাঁরা।
বিমানবাবু বলেন, "গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে 42 টি লোকসভা আসনে বাম প্রার্থীদের জয়ী করুন। শাসকদল ভয় পেয়েছে বলেই বাম প্রার্থীদের আক্রমণ করছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে লোকসভা নির্বাচনের ফল বামফ্রন্টের পক্ষেই যাবে ।"
অন্যদিকে, নন্দিনী মুখোপাধ্যায় বলেন, "সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরতে বামফ্রন্ট প্রার্থীদের আরও বেশি শক্তিশালী করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।"