ETV Bharat / state

"বাচ্চাটা কষ্ট পাচ্ছে, বাঁচান" ; আর্তি বাবার - opd

চিকিৎসা না পেয়ে ছ'মাসের শিশুকে নিয়ে ফিরে গেল দম্পতি ।

শিশুকে নিয়ে দম্পতি
author img

By

Published : Jun 12, 2019, 10:44 PM IST

Updated : Jun 13, 2019, 7:14 AM IST

কলকাতা, 12 জুন : OPD বয়কটের জেরে চিকিৎসা হল না ছয় মাসের শহীদুল্লাহর । চিকিৎসার জন্য তীব্র গরমে মা-বাবার কোলে কোলে ঘুরতে হচ্ছে তাকে । অসহায় আব্বা শেখ নাজিরুল ও মা সামিনা বিবি । বাধ্য হয়ে অসুস্থ শিশুকে নিয়ে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা ।

বীরভূমের বাসিন্দা শেখ নাজিরুল ও তাঁর স্ত্রী সামিনা বিবি । তাঁদের পুত্রসন্তান শহীদুল্লাহ । শহীদুল্লাহর পায়ুপথে জন্ম থেকে সমস্যা । জানুয়ারিতে NRS হাসপাতালে তার অস্ত্রোপচার হয় । আজ চেকআপের জন্য ডাক্তার ডেট দিয়েছিলেন । তাই গতকাল রাতেই হাসপাতালে এসে হাজির হন নাজিরুল ও সামিনা । কিন্তু এসে জানতে পারেন হাসপাতালে কর্মবিরতি চলছে । আর তাতেই দিশাহারা দম্পতি । একে চড়া গরম । তার উপর সন্তানের বয়স মাত্র ছ'মাস । স্বাভাবিকভাবেই সন্তানের সুবিধার কথা ভেবেই বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা ।

নাজিরুল বলেন, "অপারেশন হয়েছে ঠিকই । কিন্তু মাঝেমধ্যেই অপারেশনের জায়গায় যন্ত্রণায় কষ্ট পায় শহীদুল্লাহ । তাই এসেছিলাম । কিন্তু এখানে তো হট্টগোল চলছে । তাই ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই । ছোটো বাচ্চাকে নিয়ে গরমে থাকা যাচ্ছে না । কষ্ট পাচ্ছে ।"

সোমবার রাতে NRS হাসপাতালে এক রোগীর মৃত্যু হয় । রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয়েছে রোগীর । হাতাহাতি শুরু হয় ডাক্তারদের সঙ্গে । এই ঘটনায় জখম হন পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । তারপর থেকেই পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন ডাক্তাররা ।

কলকাতা, 12 জুন : OPD বয়কটের জেরে চিকিৎসা হল না ছয় মাসের শহীদুল্লাহর । চিকিৎসার জন্য তীব্র গরমে মা-বাবার কোলে কোলে ঘুরতে হচ্ছে তাকে । অসহায় আব্বা শেখ নাজিরুল ও মা সামিনা বিবি । বাধ্য হয়ে অসুস্থ শিশুকে নিয়ে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা ।

বীরভূমের বাসিন্দা শেখ নাজিরুল ও তাঁর স্ত্রী সামিনা বিবি । তাঁদের পুত্রসন্তান শহীদুল্লাহ । শহীদুল্লাহর পায়ুপথে জন্ম থেকে সমস্যা । জানুয়ারিতে NRS হাসপাতালে তার অস্ত্রোপচার হয় । আজ চেকআপের জন্য ডাক্তার ডেট দিয়েছিলেন । তাই গতকাল রাতেই হাসপাতালে এসে হাজির হন নাজিরুল ও সামিনা । কিন্তু এসে জানতে পারেন হাসপাতালে কর্মবিরতি চলছে । আর তাতেই দিশাহারা দম্পতি । একে চড়া গরম । তার উপর সন্তানের বয়স মাত্র ছ'মাস । স্বাভাবিকভাবেই সন্তানের সুবিধার কথা ভেবেই বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা ।

নাজিরুল বলেন, "অপারেশন হয়েছে ঠিকই । কিন্তু মাঝেমধ্যেই অপারেশনের জায়গায় যন্ত্রণায় কষ্ট পায় শহীদুল্লাহ । তাই এসেছিলাম । কিন্তু এখানে তো হট্টগোল চলছে । তাই ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই । ছোটো বাচ্চাকে নিয়ে গরমে থাকা যাচ্ছে না । কষ্ট পাচ্ছে ।"

সোমবার রাতে NRS হাসপাতালে এক রোগীর মৃত্যু হয় । রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয়েছে রোগীর । হাতাহাতি শুরু হয় ডাক্তারদের সঙ্গে । এই ঘটনায় জখম হন পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । তারপর থেকেই পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন ডাক্তাররা ।

Last Updated : Jun 13, 2019, 7:14 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.