কলকাতা ও নয়াদিল্লি, 12 ডিসেম্বর: আগেই সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে দেখা করার জন্য সেই সময় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে আগামী 17 ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ 20 তারিখ সেই সব দাবিদাওয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ ওইদিন বেলা 11টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক সংসদ ভবনে হতে চলেছে ৷ এদিকে এই বৈঠকের আগের দিন অর্থাৎ 19 ডিসেম্বর 'ইন্ডিয়া' জোটের বৈঠক হওয়ার কথা ৷ তরপর বুধবারই সংসদ ভবনে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী ৷
6 ডিসেম্বর তিনি 7 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ৷ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার মানুষের দাবি আদায়ে সরব হয়েছেন ৷ 10 ডিসেম্বর আলিপুরদুয়ার থেকে তিনি বলেন, "বাংলার মানুষের টাকা দিন, না হলে গদি ছাড়ুন ৷" এর আগেও অক্টোবর মাসে একশো দিনের কাজ-সহ আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচি করেছে তৃণমূল নেতৃত্ব ৷ সেবার তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি তখন হুঁশিয়ারি দিয়েছিলেন, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি দিল্লি যাবেন ৷ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন ৷ এই সাক্ষাতে তিনি বাংলার দুঃস্থ মানুষদের জন্য প্রাপ্য বকেয়া মেটানোর কথা জানাবেন স্বয়ং প্রধানমন্ত্রীকে ৷ এই সাক্ষাতেও যদি তা দেওয়ার ব্যবস্থা না হয়, তাহলে মুখ্যমন্ত্রী আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন ৷
সেই কথা অনুযায়ী উত্তরবঙ্গ সফরের মাঝেই তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন ৷ 18, 19 এবং 20 ডিসেম্বর- তিনদিন তিনি দিল্লিতে থাকবেন ৷ ওই 3 দিনের মধ্যে যে কোনও একদিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ৷ সেই অনুযায়ী 20 ডিসেম্বর তাঁকে সময় দিলেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: