ETV Bharat / state

Administrative Rejig: মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী - প্রশাসনিক রদবদল

Mamata Banerjee's Administrative Rejig: মন্ত্রিসভায় রদবদলের পর এ বার প্রশাসনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেখে নিন, কোন পদে কারা এলেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 5:21 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বিদেশ সফরে যাওয়ার আগে মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার প্রশাসনিক স্তরে একগুচ্ছ বদলের সিদ্ধান্ত নিলেন তিনি । মঙ্গলবার এই প্রশাসনিক রদবদলে একাধিক জেলার জেলাশাসক থেকে পুলিশ সুপার সবই বদল করলেন তিনি ।

সোমবারই প্রশাসনিক স্তরে রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই রদবদলের ছবি প্রকাশ্যে এল । এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, তাতে 11 জেলার জেলাশাসককে বদল করা হয়েছে । একইসঙ্গে, কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর-সহ একাধিক জেলার সুপারকেও বদল করা হয়েছে । এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তাতে কালিম্পংয়ের জেলাশাসক হয়েছেন বালাসুব্রহ্মণ্যম টি । এতদিন এই জেলার জেলাশাসক ছিলেন আর বিমলা । এ দিন তাঁকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারের জেলাশাসক পদে । অন্যদিকে, আলিপুরদুয়ারের বর্তমান জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বদলি হয়েছেন উত্তর দিনাজপুরে ।

আরও পড়ুন: বিমানবন্দরে দুর্গামূর্তি সাজিয়ে বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

এ দিন কোচবিহারের নতুন জেলাশাসক হয়েছেন অরবিন্দ কুমার মীনা । এতদিন তিনি ছিলেন উত্তর দিনাজপুরের দায়িত্বে । এতদিন উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে থাকা প্রীতি গোয়েল, এ বার দার্জিলিংয়ের জেলাশাসক হলেন । সঙ্গে এই জেলার অপর অতিরিক্ত জেলাশাসক শ্যামা পারভিন হলেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক ।

একইসঙ্গে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক হলেন এতদিন দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্বে থাকা শ্রী পুন্নমবালাম । এছাড়াও একইসঙ্গে এ দিন একাধিক জেলার এসডিও-কেও বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বদল হয়েছে সাবডিভিশনাল পুলিশ অফিসার পদেও । মোটের উপর পঞ্চায়েত নির্বাচনের পরে এ বার সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের রদবদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, পাঁচ বছর পর আজ বিদেশ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: বিদেশ সফরে যাওয়ার আগে মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার প্রশাসনিক স্তরে একগুচ্ছ বদলের সিদ্ধান্ত নিলেন তিনি । মঙ্গলবার এই প্রশাসনিক রদবদলে একাধিক জেলার জেলাশাসক থেকে পুলিশ সুপার সবই বদল করলেন তিনি ।

সোমবারই প্রশাসনিক স্তরে রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই রদবদলের ছবি প্রকাশ্যে এল । এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, তাতে 11 জেলার জেলাশাসককে বদল করা হয়েছে । একইসঙ্গে, কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর-সহ একাধিক জেলার সুপারকেও বদল করা হয়েছে । এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তাতে কালিম্পংয়ের জেলাশাসক হয়েছেন বালাসুব্রহ্মণ্যম টি । এতদিন এই জেলার জেলাশাসক ছিলেন আর বিমলা । এ দিন তাঁকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারের জেলাশাসক পদে । অন্যদিকে, আলিপুরদুয়ারের বর্তমান জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বদলি হয়েছেন উত্তর দিনাজপুরে ।

আরও পড়ুন: বিমানবন্দরে দুর্গামূর্তি সাজিয়ে বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

এ দিন কোচবিহারের নতুন জেলাশাসক হয়েছেন অরবিন্দ কুমার মীনা । এতদিন তিনি ছিলেন উত্তর দিনাজপুরের দায়িত্বে । এতদিন উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে থাকা প্রীতি গোয়েল, এ বার দার্জিলিংয়ের জেলাশাসক হলেন । সঙ্গে এই জেলার অপর অতিরিক্ত জেলাশাসক শ্যামা পারভিন হলেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক ।

একইসঙ্গে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক হলেন এতদিন দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্বে থাকা শ্রী পুন্নমবালাম । এছাড়াও একইসঙ্গে এ দিন একাধিক জেলার এসডিও-কেও বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বদল হয়েছে সাবডিভিশনাল পুলিশ অফিসার পদেও । মোটের উপর পঞ্চায়েত নির্বাচনের পরে এ বার সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের রদবদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, পাঁচ বছর পর আজ বিদেশ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.