কলকাতা, 27 নভেম্বর : রৌদ্রজ্জ্বল ঝকঝকে আকাশ সারাটা দিন । তবুও হেমন্তের শেষ বেলায় শীতের আগমনী বার্তা নেই । ডিসেম্বর শুরু হতে মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি । তাহলে কি ভরা ডিসেম্বরেও জ্যাকেট, টুপি গলিয়ে ঠান্ডায় কাঁপার সুযোগ হবে না ? হালকা শীতের পরশ মেখেই কি বছরের শেষটা কাটবে ? আবহাওয়া অফিস এখনই আশা হারাতে নারাজ (Weather News of West Bengal) ।
ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও বিক্ষিপ্ত বৃষ্টি শীতের আগমনীতে বাধ সাধায় পুরোটাই দিগভ্রষ্ট হয়ে গিয়েছে । যদিও মাঝের কয়েকদিন বাদ দিয়ে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ ফের নিচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । তাই নির্দিষ্ট সময়ে শীত পড়বে বলে আশা তাঁদের ৷
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল । সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । গত দুই তিনদিনে এই পারদ পতন বঙ্গে শীত প্রবেশের অনুকূল ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে । যদিও উপগ্রহ চিত্র বলছে ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে । যার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আবার রাতের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে । শীত যদি তার হারিয়ে ফেলা পথ খুঁজে পায় তাহলে বঙ্গবাসীও ছন্দে ফেরার চেষ্টায় নতুন উদ্যম পায় ।
আরও পড়ুন : Horoscope for 27 November : রাশিফলে রাখুন চোখ, আপনার দিন শুভ হোক