ETV Bharat / state

ভোটারদের আস্থা অর্জনে শহরে রুট মার্চ জওয়ানদের - loksabha election

লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে আজ কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জওয়ানদের রুট মার্চ
author img

By

Published : Mar 16, 2019, 10:10 PM IST

কলকাতা, ১৬ মার্চ : লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে আজ কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের আত্মবিশ্বাস ও আস্থা অর্জনেই এই রুট মার্চ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার হেস্টিংস মোড়, বৌবাজার, চিৎপুর, মানিকতলা, উল্টোডাঙ্গা থানাগুলির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করে জওয়ানরা। বউবাজার থানার অ্যাডিশনাল OC-র নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ, নির্মলচন্দ্র স্ট্রিট, দেবেন্দ্র মল্লিক স্ট্রিট সহ ১৪টি জায়গায় রুট মার্চ চলে।

পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে কলকাতার সব ক'টি থানা এলাকায় রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা লেদার কমপ্লেক্স থানা, আমহার্স্ট স্ট্রিট, বড়তলা, বৌবাজার, আলিপুর, চেতলা, উলটোডাঙ্গা, মানিকতলা থানা এলাকায় রুট মার্চ হবে।

কলকাতা, ১৬ মার্চ : লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে আজ কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের আত্মবিশ্বাস ও আস্থা অর্জনেই এই রুট মার্চ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার হেস্টিংস মোড়, বৌবাজার, চিৎপুর, মানিকতলা, উল্টোডাঙ্গা থানাগুলির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করে জওয়ানরা। বউবাজার থানার অ্যাডিশনাল OC-র নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ, নির্মলচন্দ্র স্ট্রিট, দেবেন্দ্র মল্লিক স্ট্রিট সহ ১৪টি জায়গায় রুট মার্চ চলে।

পুলিশ সূত্রে খবর, আগামীকাল থেকে কলকাতার সব ক'টি থানা এলাকায় রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা লেদার কমপ্লেক্স থানা, আমহার্স্ট স্ট্রিট, বড়তলা, বৌবাজার, আলিপুর, চেতলা, উলটোডাঙ্গা, মানিকতলা থানা এলাকায় রুট মার্চ হবে।

Intro:16-03-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ লোকসভা নির্বাচণে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পূর্ন করতে কলকাতা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজ রুট মার্চ করল।
মূলত, ভোটারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে পৌচ্ছাতে পারে। ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস ও আস্থা অর্জনেই এই রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের।


নির্বাচণ কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার হেষ্টিংস মোড়, বৌবাজার চিৎপুর, মানিকতলা, উল্টোডাঙ্গা থানা গুলির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করে। বউবাজার থানার অ্যাডিশনাল ওসির নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ ,নির্মল চন্দ্র স্ট্রীট,দেবেন্দ্র মল্লিক স্ট্রীট সহ ১৪টি জায়গায় রুট মার্চ চলে।



পুলিশ সূত্রে খবর, কাল ১৭ মার্চ থেকে কলকাতার সব কটি থানা এলাকায় রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।




আগামী কাল ১৭ মার্চ কলকাতা লেদার কম্পলেক্স থানা, আহামস্ট্রীট, বড়তলা, বৌবাজার, আলিপুর, চেতলা, উল্টডাঙ্গা, মানিকতলা থানা এলাকায় রুট মার্চ করবে।




Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.