ETV Bharat / state

মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে CBI - মুকুলের বাড়িতে সিবিআই

জিজ্ঞাসাবাদের 24 ঘণ্টার মধ্যেই মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে CBI । টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 29, 2019, 12:25 PM IST

Updated : Sep 29, 2019, 5:54 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : মঙ্গলবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন CBI-এর দুঁদে গোয়েন্দারা । আর 24 ঘণ্টার মধ্যেই তাঁর ফ্ল্যাটে CBI হানা । আজ সকালে ধৃত IPS এস এম এইচ মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে যান CBI কর্তারা । সূত্রের খবর, টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণের জন্যই এই পদক্ষেপ তাঁদের । CBI-র তরফে জানানো হয়েছে, যদিও এলগিন রোডের ফ্ল্যাটে নেই মুকুল রায় ।

মুকুলের বাড়িতে CBI । ভিডিয়োয় দেখুন ।

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়ার সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা অতীব চর্চিত বিষয় । CBI-র সূত্রে খবর, এলগিন রোডে মুকুল রায়ের এই ফ্ল্যাটে প্রায়ই দেখা যেত মির্জ়াকে । সেই সূত্রেই ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে CBI । সূত্রের খবর, মুকুল রায়ের ফ্ল্যাটে ভিডিয়োগ্রাফি করেন CBI কর্তারা ৷ ইতিমধ্যেই মুকুল রায়কে ডেকে পাঠিয়ে নারদ কাণ্ডের বিষয়ে তাঁর ভূমিকা যাচাই করেছেন তদন্তকারীরা ৷ বেশ কিছু তথ্য পেয়েছেন ইতিমধ্যেই , খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : মঙ্গলবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন CBI-এর দুঁদে গোয়েন্দারা । আর 24 ঘণ্টার মধ্যেই তাঁর ফ্ল্যাটে CBI হানা । আজ সকালে ধৃত IPS এস এম এইচ মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে যান CBI কর্তারা । সূত্রের খবর, টাকা নেওয়ার ঘটনার পুনর্নির্মাণের জন্যই এই পদক্ষেপ তাঁদের । CBI-র তরফে জানানো হয়েছে, যদিও এলগিন রোডের ফ্ল্যাটে নেই মুকুল রায় ।

মুকুলের বাড়িতে CBI । ভিডিয়োয় দেখুন ।

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়ার সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা অতীব চর্চিত বিষয় । CBI-র সূত্রে খবর, এলগিন রোডে মুকুল রায়ের এই ফ্ল্যাটে প্রায়ই দেখা যেত মির্জ়াকে । সেই সূত্রেই ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে CBI । সূত্রের খবর, মুকুল রায়ের ফ্ল্যাটে ভিডিয়োগ্রাফি করেন CBI কর্তারা ৷ ইতিমধ্যেই মুকুল রায়কে ডেকে পাঠিয়ে নারদ কাণ্ডের বিষয়ে তাঁর ভূমিকা যাচাই করেছেন তদন্তকারীরা ৷ বেশ কিছু তথ্য পেয়েছেন ইতিমধ্যেই , খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে ৷

Intro:কলকাতা, 29 সেপ্টেম্বর: মুকুল রায়ের ফ্লাটে সিবিআই। এলগিন রোডে মুকুল রায়ের ফ্ল্যাটে SMH মির্জা ম্যাথুর দেওয়া টাকা তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন। সেই ঘটনার পুনর্নির্মাণ করতেই মির্জাকে নিয়ে মুকুলের ফ্ল্যাটে সিবিআইয়ের 10 আধিকারিক গিয়েছেন বলে খবর।Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Sep 29, 2019, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.