কলকাতা, 12 ডিসেম্বর: আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর করা যাবে না ৷ এই মর্মেই বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷ এবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ চ্য়ালেঞ্জ করে পালটা মামলা রুজু করা হল ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি রুজু করেছেন আবু সোহেল নামে এক ব্যক্তি ৷
প্রসঙ্গত, গত 8 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে শুভেন্দু অধিকারী জানান, তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হচ্ছে ৷ শুভেন্দুর দাবি ছিল, হয় এই এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক ৷ আর তা না-হলে সিবিআইকে দিয়ে গোটা ঘটনা তদন্ত করে দেখা হোক ৷ সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি মান্থা তাঁর পর্যবেক্ষণের জানান, শুভেন্দু একজন নির্বাচিত জনপ্রতিনিধি ৷ এভাবে তাঁর বিরুদ্ধে লাগাতার এফআইআর করলে বিরোধী দলনেতার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবেন না তিনি ৷ এরপরই সংশ্লিষ্ট 26টি এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মান্থা ৷ জানান, এই সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে ৷ একইসঙ্গে বিচারপতি বলেন, আদালতের নির্দেশ ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে আর কোনও এফআইআর করা যাবে না ৷
আরও পড়ুন: হাইকোর্টে ফের রক্ষাকবচ পেলেন সৌমেন্দু অধিকারী
সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়েই পালটা মামলা করেন আবু সোহেল ৷ তিনি পেশায় আইনজীবী ৷ তাঁর বক্তব্য, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ ৷ কিন্তু, শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়ার আগে তাঁর বক্তব্য শোনেনি আদালত ৷ তাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পালটা মামলা করেন আবু ৷