কলকাতা, 16 জুন : রাজ্যে তাদের কার্যক্রমের ব্যাপারে 23 জুনের মধ্যে শিশু অধিকার সুরক্ষা কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷ যে সমস্ত শিশু এই করোনা পরিস্থিতিতে এবং রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পর অনাথ হয়ে পড়েছে তাদের ক্ষতিপূরণের দাবিতে কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
এই প্রসঙ্গেই আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায় রাজ্যে যখন নির্বাচন ছিল না তখন কমিশন রাজ্যের শিশুদের জন্য কী করেছে ? করোনা পরিস্থিতিতে রাজ্যের কোথায় কত শিশুর মৃত্যু হয়েছে তার হিসেবেই বা নেই কেন কমিশনের কাছে ?
আরও পড়ুন : "আমার বাচ্চার বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশবাবু ?" আবিরে রাঙা মিমে বিদ্ধ নুসরত
আদালত আরও জানতে চায় , সুপ্রিম কোর্টের তরফে করোনায় যেসব শিশুরা বাবা ও মায়ের মধ্যে যেকোনও একজনকে হারিয়েছে , সেইসব শিশিুদের দায়িত্ব নেওয়ার জন্য এবং তাদের ক্ষতিপূরণ বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল , কমিশন সেবিষয়ে কী ব্যবস্থা নিল ? এই সমস্ত ব্যাপারে 23 জুনের মধ্য়ে কমিশনের ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দিল কলতাকা হাইকোর্ট ৷