ETV Bharat / state

Congress Candidate Assaultation Case : নগ্ন করে মারধরের জের, কংগ্রেস প্রার্থী রবি সাহাকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের - রবি সাহাকে নগ্ন করে আক্রমণের ঘটনা

কলকাতা পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার আগের রাতে উত্তর কলকাতার গোয়াবাগানের 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে তাঁর বাড়ির সামনে নগ্ন করে বেধড়ক মারধর করা হয় (Congress Candidate Assaultation Case) ৷ এরপর নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি ৷ আজ সেই মামলার শুনানিতে তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট ৷

Congress Candidate Assaultation Case
কংগ্রেস প্রার্থী রবি সাহাকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Dec 23, 2021, 6:52 PM IST

Updated : Dec 23, 2021, 7:10 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে অবিলম্বে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Congress Candidate Assaultation Case) । পুলিশকে তাঁর অভিযোগের ভিত্তিতে ওয়ান 164 এতে তাঁর বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । এর পাশাপাশি বলা হয়, অভিযোগের বিষয় খতিয়ে দেখে এক সপ্তাহের জন্য রাজ্যের খরচে রবি সাহাকে উপযুক্ত পুলিশি নিরাপত্তা প্রদান করতে হবে । তিন সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে হাইকোর্টকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । 19 জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।

হাইকোর্টের এই নির্দেশের পরই রাজ্যের তরফের আইনজীবী অনির্বাণ রায় তার বিরোধিতা করে বলেন, "এইভাবে বিনা কারণে যদি কাউকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে যে কেউ কলকাতা হাইকোর্টে কাল বা পরশু পুলিশি নিরাপত্তার আবেদন জানাতে পারে ।"

আরও পড়ুন : KMC Election 2021 : নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন আক্রান্ত কংগ্রেস প্রার্থীর

মামলার শুনানিতে রবি সাহার আইনজীবী কৌস্তভ বাগচি বলেন , "কলকাতা পৌরসভার ভোটের ফলাফল প্রকাশের আগের রাতে রবি সাহাকে অকথ্য অত্যাচার করা হয় । নগ্ন করে মাটিতে ফেলে একাধিক ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে । তা সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি । তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন ।"

অন্যদিকে পুলিশের তরফের আইনজীবী রাজা সাহা এই ঘটনার বিরোধিতা করে বলেন ," পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কিছুই পায়নি ৷ এমনকি ওই ব্যক্তির স্ত্রী ও কন্যাও কোনও অভিযোগ করেননি । পাশাপাশি আক্রান্ত কংগ্রেস প্রার্থীর দেওয়া বয়ানের মধ্যেই একাধিক অসঙ্গতি রয়েছে ।"

প্রসঙ্গত, রবিবার রাতে লোহাপট্টি এলাকার একটি দোকানে যাওয়ার সময় হঠাৎই এক দল লোক তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি কাজ করতে থাকে ৷ তারপর মাটিতে ফেলে বিবস্ত্র করে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করলেও পুলিশ তাঁর নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি বলে কংগ্রেস প্রার্থী রবি সাহা অভিযোগ করেন ।

আরও পড়ুন : KMC Election 2021 : বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে অবিলম্বে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Congress Candidate Assaultation Case) । পুলিশকে তাঁর অভিযোগের ভিত্তিতে ওয়ান 164 এতে তাঁর বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মানথা । এর পাশাপাশি বলা হয়, অভিযোগের বিষয় খতিয়ে দেখে এক সপ্তাহের জন্য রাজ্যের খরচে রবি সাহাকে উপযুক্ত পুলিশি নিরাপত্তা প্রদান করতে হবে । তিন সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে হাইকোর্টকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি । 19 জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার ।

হাইকোর্টের এই নির্দেশের পরই রাজ্যের তরফের আইনজীবী অনির্বাণ রায় তার বিরোধিতা করে বলেন, "এইভাবে বিনা কারণে যদি কাউকে নিরাপত্তা দেওয়া হয়, তাহলে যে কেউ কলকাতা হাইকোর্টে কাল বা পরশু পুলিশি নিরাপত্তার আবেদন জানাতে পারে ।"

আরও পড়ুন : KMC Election 2021 : নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন আক্রান্ত কংগ্রেস প্রার্থীর

মামলার শুনানিতে রবি সাহার আইনজীবী কৌস্তভ বাগচি বলেন , "কলকাতা পৌরসভার ভোটের ফলাফল প্রকাশের আগের রাতে রবি সাহাকে অকথ্য অত্যাচার করা হয় । নগ্ন করে মাটিতে ফেলে একাধিক ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে । তা সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি । তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন ।"

অন্যদিকে পুলিশের তরফের আইনজীবী রাজা সাহা এই ঘটনার বিরোধিতা করে বলেন ," পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কিছুই পায়নি ৷ এমনকি ওই ব্যক্তির স্ত্রী ও কন্যাও কোনও অভিযোগ করেননি । পাশাপাশি আক্রান্ত কংগ্রেস প্রার্থীর দেওয়া বয়ানের মধ্যেই একাধিক অসঙ্গতি রয়েছে ।"

প্রসঙ্গত, রবিবার রাতে লোহাপট্টি এলাকার একটি দোকানে যাওয়ার সময় হঠাৎই এক দল লোক তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি কাজ করতে থাকে ৷ তারপর মাটিতে ফেলে বিবস্ত্র করে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করলেও পুলিশ তাঁর নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি বলে কংগ্রেস প্রার্থী রবি সাহা অভিযোগ করেন ।

আরও পড়ুন : KMC Election 2021 : বিবস্ত্র করে রাস্তায় ফেলে মার কংগ্রেস প্রার্থীকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Last Updated : Dec 23, 2021, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.