কলকাতা, 10 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷ তাঁর বিরুদ্ধে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করল ডিভিশন বেঞ্চ । মানিক ভট্টাচার্যর সম্পত্তি বাজেয়াপ্ত করা ও 5 লক্ষ টাকা আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ সেই নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ । 2017 সালের এক টেট পরীক্ষার্থীর ওএমআর শিট না দেওয়ায় এই জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সেই মামলাতেই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷
প্রসঙ্গত, টেটের ওএমআর সংক্রান্ত বিষয়ে আরটিআই করা সত্ত্বেও তথ্য না দেওয়ায় গত 25 জানুয়ারি মানিক ভট্টাচার্যকে 5 লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সেই জরিমানা না দেওয়ায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি ।
গত 27 ফেব্রুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন ৷ তাঁর নির্দেশ ছিল, মানিক ভট্টাচার্যর দেশে ও বিদেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে । ইডিকে তিনি এই নির্দেশ দিয়েছিলেন ৷ হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে জেলবন্দি মানিক ভট্টাচার্যের কাছে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত হাইকোর্টের আদেশ পৌঁছে দিতেও বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এ দিন সেই সব নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে
উল্লেখ্য, 2017 সালের টেট পরীক্ষার্থী সাহিলা পারভিন তথ্যের অধিকার আইনে তাঁর ওএমআর শিট চেয়ে আবেদন জানান । নির্ধারিত টাকা দিয়ে তিনি এই আবেদন জানান । যদিও তাঁর অভিযোগ যে যথাযথ ওএমআর শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ । তাই তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন মানিক ভট্টাচার্য । বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন তিনি ৷