ETV Bharat / state

ঠান্ডার সঙ্গে দেখা নেই ক্রেতাদেরও, ওয়েলিংটনে শীতের পোশাক ব্যবসায় ভাটা - ওয়েলিংটনে মরশুমী শীত পোশাক ব্যবসায় ভাঁটা

Winter Cloth Market in Kolkata: ঠান্ডার দেখা না-মেলায় শীতের পোশাকের ব্যবসায় পড়়েছে ভাঁটা ৷ ওয়েলিংটনে পসরা সাজিয়ে হতাশ মুখে বসে মরশুমী শীত পোশাক ব্যবসায়ীরা ৷ চাতকপাখির মতো তাঁরা এখন ঠান্ডা পড়ার দিকে তাকিয়ে ৷

Kolkata Wellington Market
ওয়েলিংটনের শীতের পোশাকের বাজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 3:18 PM IST

ওয়েলিংটনে শীতের পোশাক ব্যবসায় ভাটা

কলকাতা, 5 ডিসেম্বর: ডিসেম্বর মাস পড়ে গেলেও মহানগরে দেখা নেই শীতের । বরং এখন দিনরাত পাখা চালাতে হচ্ছে পুরোদমে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় একদিকে ঘেমে নেয়ে একসা হচ্ছে মহানগরবাসী ৷ অন্যদিকে বেজায় বিপাকে পড়েছেন ওয়েলিংটনের মরশুমী শীত পোশাক ব্যবসায়ীরা। বৃষ্টির জন্য যেমন চাতকপাখি আকুল অপেক্ষায় থাকে ৷ ঠিক তেমনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার অপেক্ষায় ভিন রাজ্য থেকে আসা এইসব শীতের পোশাকের ব্যবসায়ীরা ।

ওয়ালিংটন এলাকার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের বাইরের ফুটপাথ ধরে প্রতি বছর ভিনরাজ্যের ব্যবসায়ীরা ঠান্ডায় নানা পোশাক নিয়ে পসরা সাজিয়ে বসেন। এ বছরও তার অন্যথা হয়নি ৷ কেউ এসেছেন হিমাচল প্রদেশ থেকে, কেউ বিহার, কেউ লুধিয়ানা, কেউ পঞ্জাব, কেউ দিল্লি বা ভুটান,নেপাল থেকে । বাচ্চা থেকে বড় সকলের ঠান্ডায় ব্যবহৃত পোশাকের সম্ভার আছে এই মরশুমী বাজারে। আছে শাল, সোয়েটার, টুপি, মাফলার, পঞ্চু, উলের ব্লাউজ, কাশ্মীরি কোট থেকে জ্যাকেট । ভিন রাজ্য থেকে স্থানীয় মানুষজন, সবমিলিয়ে এই বাজারে দোকান সংখ্যা প্রায় 130-150টি । প্রতি বছর শীত পড়ার মুখে শুরু হয় এই শীতের পোশাকের বাজার। আর তা চলে মাস তিনেক ধরে ।

Kolkata Wellington Market
পসরা সাজিয়ে হতাশ মুখে বসে শীত পোশাক ব্যবসায়ীরা

এবারের ডিসেম্বর মাস এযাবৎ কালের সবচেয়ে উষ্ণতম ৷ এমনটাই বলছে আবহাওয়া দফতর । তাদের আশংকা এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা এখনও পর্যন্ত তেমনটা নেই । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে । তাই আমেজ পেলেও কলকাতাবাসী ভাগ্যে শীত উপভোগ করা নাও হতে পারে । সব আছে তবে এ বছর দেখা নেই শীতের ৷ আর তার জেরে দেখা মিলছে না ক্রেতাদের, দাবি দোকানদারদের । তাঁদের কথায়, কেউ 10 বছর, আবার কেউ 15 বছর ধরে ব্যবসা করছেন কলকাতায় এসে ।

Kolkata Wellington Market
ঠান্ডার সঙ্গেই দেখা নেই ক্রেতাদের

মহম্মদ এনাতুল্লা ও মহম্মদ রাহিলরা বলেন, "প্রতিবার নভেম্বর মাসেই চলে আসি আমরা । জানুয়ারি পর্যন্ত এই বাজার চলে । কোনওবার খুব ভালো কোনওবার মোটামুটি ব্যবসা হয় । কিন্তু এবার যেন আবহাওয়ার খামখেয়ালি মনোভাব সব রেকর্ড ভেঙে দিয়েছে । এখনও পর্যন্ত কোনওদিন একটা কী দুটো জিনিস বিক্রি হচ্ছে । অনেকের বউনি পর্যন্ত হচ্ছে না নিয়মিত । ঠান্ডা কবে পড়বে, সেই দিকেই তাকিয়ে আমরা ।"

Kolkata Wellington Market
ক্রেতাদের অভাবে ঘুমিয়েই কাটছে ব্যবসায়ীদের দিন

আরও পড়ুন:

  1. শীতের আগমনী জানান দিচ্ছে শহরের তিব্বতিয়ান মার্কেট
  2. বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ! দুর্যোগ ঘনালেও বঙ্গে প্রভাব কম, শীত-প্রবেশে বাধা
  3. ডিসেম্বরে থমকে শীত, ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গে বৃষ্টি!

ওয়েলিংটনে শীতের পোশাক ব্যবসায় ভাটা

কলকাতা, 5 ডিসেম্বর: ডিসেম্বর মাস পড়ে গেলেও মহানগরে দেখা নেই শীতের । বরং এখন দিনরাত পাখা চালাতে হচ্ছে পুরোদমে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় একদিকে ঘেমে নেয়ে একসা হচ্ছে মহানগরবাসী ৷ অন্যদিকে বেজায় বিপাকে পড়েছেন ওয়েলিংটনের মরশুমী শীত পোশাক ব্যবসায়ীরা। বৃষ্টির জন্য যেমন চাতকপাখি আকুল অপেক্ষায় থাকে ৷ ঠিক তেমনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার অপেক্ষায় ভিন রাজ্য থেকে আসা এইসব শীতের পোশাকের ব্যবসায়ীরা ।

ওয়ালিংটন এলাকার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের বাইরের ফুটপাথ ধরে প্রতি বছর ভিনরাজ্যের ব্যবসায়ীরা ঠান্ডায় নানা পোশাক নিয়ে পসরা সাজিয়ে বসেন। এ বছরও তার অন্যথা হয়নি ৷ কেউ এসেছেন হিমাচল প্রদেশ থেকে, কেউ বিহার, কেউ লুধিয়ানা, কেউ পঞ্জাব, কেউ দিল্লি বা ভুটান,নেপাল থেকে । বাচ্চা থেকে বড় সকলের ঠান্ডায় ব্যবহৃত পোশাকের সম্ভার আছে এই মরশুমী বাজারে। আছে শাল, সোয়েটার, টুপি, মাফলার, পঞ্চু, উলের ব্লাউজ, কাশ্মীরি কোট থেকে জ্যাকেট । ভিন রাজ্য থেকে স্থানীয় মানুষজন, সবমিলিয়ে এই বাজারে দোকান সংখ্যা প্রায় 130-150টি । প্রতি বছর শীত পড়ার মুখে শুরু হয় এই শীতের পোশাকের বাজার। আর তা চলে মাস তিনেক ধরে ।

Kolkata Wellington Market
পসরা সাজিয়ে হতাশ মুখে বসে শীত পোশাক ব্যবসায়ীরা

এবারের ডিসেম্বর মাস এযাবৎ কালের সবচেয়ে উষ্ণতম ৷ এমনটাই বলছে আবহাওয়া দফতর । তাদের আশংকা এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা এখনও পর্যন্ত তেমনটা নেই । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে । তাই আমেজ পেলেও কলকাতাবাসী ভাগ্যে শীত উপভোগ করা নাও হতে পারে । সব আছে তবে এ বছর দেখা নেই শীতের ৷ আর তার জেরে দেখা মিলছে না ক্রেতাদের, দাবি দোকানদারদের । তাঁদের কথায়, কেউ 10 বছর, আবার কেউ 15 বছর ধরে ব্যবসা করছেন কলকাতায় এসে ।

Kolkata Wellington Market
ঠান্ডার সঙ্গেই দেখা নেই ক্রেতাদের

মহম্মদ এনাতুল্লা ও মহম্মদ রাহিলরা বলেন, "প্রতিবার নভেম্বর মাসেই চলে আসি আমরা । জানুয়ারি পর্যন্ত এই বাজার চলে । কোনওবার খুব ভালো কোনওবার মোটামুটি ব্যবসা হয় । কিন্তু এবার যেন আবহাওয়ার খামখেয়ালি মনোভাব সব রেকর্ড ভেঙে দিয়েছে । এখনও পর্যন্ত কোনওদিন একটা কী দুটো জিনিস বিক্রি হচ্ছে । অনেকের বউনি পর্যন্ত হচ্ছে না নিয়মিত । ঠান্ডা কবে পড়বে, সেই দিকেই তাকিয়ে আমরা ।"

Kolkata Wellington Market
ক্রেতাদের অভাবে ঘুমিয়েই কাটছে ব্যবসায়ীদের দিন

আরও পড়ুন:

  1. শীতের আগমনী জানান দিচ্ছে শহরের তিব্বতিয়ান মার্কেট
  2. বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ! দুর্যোগ ঘনালেও বঙ্গে প্রভাব কম, শীত-প্রবেশে বাধা
  3. ডিসেম্বরে থমকে শীত, ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গে বৃষ্টি!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.