ETV Bharat / state

শহরে বাস কম, হয়রানি যাত্রীদের - kolkata

আজ ব্রিগেডে BJP-র জনসভা। বেশিরভাগ বাস ব্রিগেডমুখী। রাস্তায় বাস কম থাকায় সমস্যায় পড়লেন যাত্রীরা।

অপেক্ষারত যাত্রীরা
author img

By

Published : Apr 3, 2019, 5:33 PM IST

কলকাতা, 3 এপ্রিল : বাস কম থাকায় সমস্যায় পড়লেন যাত্রীরা। কলকাতার উত্তর শহরতলির বাসগুলি সকাল থেকেই ব্রিগেডের দিকে রওনা দেওয়ায় যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় স্ট্যান্ডে। কিছু সরকারি বাস চললেও তাতে ছিল অপেক্ষাকৃত ভিড়।

আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। সেজন্য বেশিরভাগ বাস আজ ব্রিগেডমুখী হয়। যার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িও ফিরে যান।

কলকাতা, 3 এপ্রিল : বাস কম থাকায় সমস্যায় পড়লেন যাত্রীরা। কলকাতার উত্তর শহরতলির বাসগুলি সকাল থেকেই ব্রিগেডের দিকে রওনা দেওয়ায় যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় স্ট্যান্ডে। কিছু সরকারি বাস চললেও তাতে ছিল অপেক্ষাকৃত ভিড়।

আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। সেজন্য বেশিরভাগ বাস আজ ব্রিগেডমুখী হয়। যার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িও ফিরে যান।

Intro:কলকাতা উত্তর শহরতলির বাস গুলি সকাল থেকে একে একে রওনা দিয়েছে ব্রিগেডের দিকে। ফলে চরম হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ নিত্যযাত্রীদের । বাস না পেয়ে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছে স্ট্যান্ডে। কেউ কেউ আবার অধৈর্য হয়ে গন্তব্যস্থলে না গিয়ে ফিরে গেছেন বাড়িতে‌‌। কিছু সরকারি বাস চললেও তাতে ছিল অপেক্ষাকৃত ভিড়‌। ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কার্যত আর‍ও একটা পরিবহন বনধের সাক্ষী থাকলেন শহরের যাত্রীরা।


Body:সকাল থেকেই শহর জুড়ে পরিবহন সমস্যা ‌। যার জেরে চরম হয়রানির শিকার হলেন স্কুল মুখো কচিকাঁচা থেকে শুরু করে অফিস যাওয়া বাবুরা । বেলার দিকে নাকাল হলেন পথ চলতি সাধারণ মানুষ‌। আজ সপ্তাহের তৃতীয় দিন হওয়ায় সর্বত্রই ব্যস্ততা ছিল তুঙ্গে । কার্যত ব্যস্ত দিনে কাজের দফারফা হলো শহর ও শহরতলীর মানুষদের। পথে নেমে বাসের দেখা পেলেন না তা নয়, যে বাস গুলোর দেখা মিলল তা অবশ্য তাদের জন্য ছিল না। সেগুলি গেরুয়া পতাকা লাগিয়ে একে একে গেল ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে। অধিকাংশ বাসের ভেতর থেকে উড়ে এল দলীয় স্লোগান। ঠাঠা রোদের মধ্যে রাস্তায় তখন কাতারে কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষ। বাসের।অপেক্ষায় সময় গুণছেন তাঁরা। অপেক্ষারত দের মধ্যে কারোর কোলে ছোট্ট শিশু। কেউ বা অতি বৃদ্ধ। অনেকের আবার ভেঙে গেল ধৈর্যের বাঁধ। গন্তব্যস্থলে না গিয়ে ফিরে গেলেন নিজের বাড়িতে। যারা ধৈর্য্য ধরে থাকলেন বাসের অপেক্ষায় , দূর্গতির সীমা ছিল না তাদের ।‌ মাথার ওপরে রোদ নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে গেল গেল গরম পিচে রাস্তায় । বিজেপির ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কার্যত অঘোষিত পরিবহন বনধের সাক্ষী থাকল শহরের এই সব মানুষেরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.