ETV Bharat / state

বাজেট 2019 : আমজনতার প্রত্যাশা - NDA

5 জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বাজেটে দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, মূলত সেদিকেই লক্ষ্য গোটা দেশের ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 3, 2019, 8:11 PM IST

Updated : Jul 3, 2019, 8:17 PM IST

কলকাতা, 3 জুলাই : দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 5 জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন । দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে স্বভাবতই দেশজুড়ে আগ্রহ তুঙ্গে । বাজেটে দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, মূলত সেদিকেই লক্ষ্য গোটা দেশের

বাজেট নিয়ে আমজনতার প্রত্যাশা

  • জিনিসপত্রের দাম কমলে ভালো হয়
  • বাস-ট্রেনে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা দিলে ভালো হয়
  • তেলের দাম কেন এত বাড়ছে ? বাজেটে এর কোনও সমাধান সূত্র পাওয়া যাবে ?
  • সাধারণ মানুষের জীবনযাপনের সহায়ক আর্থিক কাঠামো
  • কৃষকদের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ আশা করি
  • কর সংক্রান্ত দিকটি বিশেষ ভাবে নজর দেওয়া দরকার
  • মহিলাদের নিরাপত্তা, ক্ষমতায়নের বিষয়টিতে নজর দেওয়া দরকার
    আমজনতার প্রত্যাশা

কলকাতা, 3 জুলাই : দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 5 জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন । দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে স্বভাবতই দেশজুড়ে আগ্রহ তুঙ্গে । বাজেটে দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, মূলত সেদিকেই লক্ষ্য গোটা দেশের

বাজেট নিয়ে আমজনতার প্রত্যাশা

  • জিনিসপত্রের দাম কমলে ভালো হয়
  • বাস-ট্রেনে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা দিলে ভালো হয়
  • তেলের দাম কেন এত বাড়ছে ? বাজেটে এর কোনও সমাধান সূত্র পাওয়া যাবে ?
  • সাধারণ মানুষের জীবনযাপনের সহায়ক আর্থিক কাঠামো
  • কৃষকদের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ আশা করি
  • কর সংক্রান্ত দিকটি বিশেষ ভাবে নজর দেওয়া দরকার
  • মহিলাদের নিরাপত্তা, ক্ষমতায়নের বিষয়টিতে নজর দেওয়া দরকার
    আমজনতার প্রত্যাশা

Pithoragarh (Uttarakhand), Jul 03 (ANI): Bodies of seven climbers, who were killed after being hit by an avalanche near Nanda Devi in May this year, have been airlifted by Indo Tibetan Border Police (ITBP) to Pithoragarh and have been handed over to District Administration in Uttarakhand. Eight mountaineers - four from Britain, two from United States, and one each from Australia and India went missing on May 31, after the climbers failed to return to their base camp. Body of one climber has not been found.
Last Updated : Jul 3, 2019, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.