কলকাতা, 4 অগস্ট: স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ পরের সপ্তাহে ছুটি পেতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যর পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ৷ তাঁকে শুক্রবার তরল জাতীয় পদার্থ খাওয়ানো হয়েছে। যে অবস্থায় তিনি এসেছিলেন এবং ফুসফুসে যে সংক্রমণ ছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সংকটজনক অবস্থা ছিল তাঁর। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন তাঁর ফুসফুসে যে সংক্রমণ ছিল, তা বর্তমানে নিয়ন্ত্রণে ৷ শুক্রবার বেসরকারি হাসপাতালের সিইও রূপালি বসু বলেন," ওনাকে যে ক্যাথিটার লাগানো ছিল তা শুক্রবার খুলে দেওয়া হয়েছে। তবে এখনও রাইসটিউবের মাধ্যমে খাওয়ানো চলছে। আজ তরল খাওয়ানো হয়েছে অল্প। তবে চিবিয়ে খাওয়ানোর যে প্রক্রিয়া সেটার চেষ্টা চলছে।"
অন্যদিকে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডা বলেন, "উনি যে অবস্থায় এসেছিলেন তার থেকে বর্তমানে অনেকটাই ভালো। সোম-মঙ্গলবারে বুঝতে পেরেছিলাম যে সংক্রমণটা রোধ করতে পেরেছি। তবে বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। অ্যান্টিবায়োটিক আমরা সাত দিন প্রায় দেবো, যা এখন চলছে।" তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই তারা ছুটির বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি ৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে বাড়ি যেতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আরও পড়ুন: ' কমেছে রক্তচাপ, গুছিয়ে কথাও বলছেন'; আগের থেকে অনেকটা ভালো বুদ্ধদেব
অন্যদিকে শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন কংগ্রেস নেতা সৌমেন মিত্র-র স্ত্রী শিখা মিত্র। তিনি দেখে এসে বলেন, "বুদ্ধবাবু সিপিএমের ৷ আমরা তাঁদের বিরোধী ছিলাম কংগ্রেসে ৷ কিন্তু যে ভালো তাঁকে ভালো বলতেই হয়। আজকের রাজনীতিতে যে অসভ্যতা চলছে আগে তো ছিল না। আগে বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি হতো। ওনার খুব কষ্ট হচ্ছে বাইপাপ লাগানো আছে বলে। তবে বুঝতে পারলেন আমি এসেছি। আমাকে হাত নেড়েছেন ৷ আমায় দেখে, মাথাও নাড়লেন।"