কলকাতা, 8 সেপ্টেম্বর: "একদিকে দিল্লিতে ক্ষমতাসীন মোদির বুলডোজার আর অন্য দিকে রাজ্যে মমতার গুণ্ডাবাহিনীর বুলডোজার । এই দুইয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই ।" শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ধর্মতলার সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা করাত ৷ এদিন সংগঠনের মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বৃন্দা কারাত বলেন, " গোটা দেশে একমাত্র এই পশ্চিমবঙ্গেই দ্বিমুখী লড়াই করতে হয় আপনাদের । আপনাদের আন্দোলন গোটা দেশের মহিলা আন্দোলনের কাছে উদাহরণ ।"
সিপিএমের সিদ্ধান্ত অনুসারে চলতি সেপ্টেম্বরে তাদের বিভিন্ন গনসংগঠনের ডাকে রাজ্যে তিনটি বিরাট সমাবেশ আয়োজিত হওয়ার কথা । যার প্রথমটি শুক্রবার মহিলা সমিতির ডাকে হয় ধর্মতলার রানি রাসমনি রোডে । এদিনের সমাবেশ মঞ্চ থেকে সংগঠনের মহিলা নেতৃত্ব কেন্দ্র ও রাজ্যের দুই শাসকের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানিয়ে ময়দানে লড়াইয়ের বার্তা দেন । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী পি শ্রীমতী, সাধারণ সম্পাদক মারিয়াম ধাওয়াল, নেত্রী বৃন্দা কারাত, কনীনিকা ঘোষ বসু, দেবলীনা হেমব্রম । সভা পরিচালনা করেন জাহানারা খান । এদিন সভায় হাজির ছিলেন একাধিক শহিদ পরিবারের সদস্য । তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মহিলা নেতৃত্ব । দেন পাশে থাকার আশ্বাস ৷
এদিন বৃন্দা কারাত রাজ্যে সদ্য সম্পন্ন হাওয়া পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে জানান, মার খাওয়ার পরেও স্লোগান উঠেছে এটাই প্রতিরোধ । শহিদ পরিবারের সদস্যরা এসে আগামী আন্দোলনে থাকার শপথ নিচ্ছেন । এটাই প্রতিরোধ । বাংলার এই লড়াই গোটা দেশর কাছে উদাহরণ । রাজ্য জুড়ে চলতে থাকা দুয়ারে সরকার কর্মসূচির তীব্র প্রতিবাদ করেন বৃন্দা কারাত । তাঁর কথায়,"দুয়ারে সরকারের পোস্টার দেখলাম । আসলে এটা দুয়ারে গুণ্ডা, দুয়ারে লুট, দুয়ারে দুর্নীতি । এই দুয়ার থেকেই এই সরকারের ছায়া শেষ করার শপথ নিতে হবে আমাদের ।"
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়িতে 4309 ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ অভিষেকের
তাঁর কথায়, চাকরি দিতে ব্যর্থ, সরকারি সুযোগ সুবিধা দিতে ব্যর্থ আর তা ঢাকতে জাত, সম্প্রদায়, বর্ন নিয়ে পরিচয় সত্ত্বা নিতে পরিকল্পিত ইস্যু তৈরি করছে কেন্দ্র । দেশের নাম বদল থেকে এমন নানা ইস্যু যা মানুষের মূল চাহিদা থেকে নজর ঘোরাতে চাইছে সরকার ৷ বৃন্দা জানান, এই দেশ বিজেপি, আরএসএস-এর হিন্দুত্বের রাজনীতি মানবে না । একই সঙ্গে রাজ্যেও মহিলা নির্যাতন, ধর্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করেন তিনি ৷