ETV Bharat / state

BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা" - বিজেপির নতুন কর্মসূচি

রাজ্যের যে বিজেপি কর্মীরা ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন, তাদের মূলত সম্মান জানাতে বিজেপির নতুন কর্মসূচি শহিদ সম্মান যাত্রা । তিনদিন ব্য়াপী এই কর্মসূচির আয়োজনে থাকছেন জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক ।

বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"
বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"
author img

By

Published : Aug 13, 2021, 9:20 AM IST

Updated : Aug 13, 2021, 10:15 AM IST

কলকাতা, 13 অগস্ট : বিজেপির পরিবর্তন যাত্রা থুড়ি রথযাত্রার কথা মনে আছে ? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি । এবার ওই পরিবর্তন যাত্রার আদলে "শহিদ সম্মান যাত্রা" বের করছে বিজেপি । 17 অগস্ট এর সূচনা । 19 তারিখ শেষ । অর্থাৎ টানা 3 দিন ধরে এই "শহিদ সম্মান যাত্রা" বের হবে । চার কেন্দ্রীয় মন্ত্রী তথা সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এই মিছিলের নেতৃত্ব দেবেন ।


মূলত, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিজেপি কর্মীরা রাজনৈতিক হিংসার বলি হয়েছেন । শহিদ সম্মান যাত্রার মধ্যে দিয়ে তাঁদের প্রত্যেকের বাড়িতে যাবেন এই চার মন্ত্রী । সেই সমস্ত শহিদ পরিবারগুলির সঙ্গে দেখা করা ছাড়াও প্রতিটি পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই বিষয়ে গতকাল সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, "রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির 200-র বেশি কার্যকর্তা মারা গিয়েছে । তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সম্মান জানাতে চাই । কোভিড বিধি মেনে, পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি করা হবে ।"

আরও পড়ুন, Mamata Banerjee : মমতার প্রকল্প নিয়ে আগ্রহ অন্য রাজ্যে


বিজেপি সূত্রে খবর, 17 অগস্ট শ্রীরামপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে প্রথম পর্যায়ে এই যাত্রা হবে । নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । দ্বিতীয় ধাপে অর্থাৎ 18 অগস্ট বারাসত, ব্যারাকপুর, নদিয়া দক্ষিণে এই যাত্রা হবে । নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর । 19 অগস্ট তৃতীয় ধাপে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার । কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা নেতৃত্ব দেবেন । চতুর্থ ধাপে, কোচবিহার, মালদহ, শিলিগুড়ি,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে নেতৃত্ব দেবেন নিশীথ প্রামাণিক ।

মূলত, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পরিবর্তন যাত্রা তথা রথযাত্রা-র সূচনা করেছিল । তবে তাদের এই উদ্যোগ আদেও কতটা প্রভাব ফেলেছিল, তা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই আমরা জানতে পেরেছি । ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা রাজনৈতিক হিংসার বলি হয়েছে । অনেক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছে । এই অভিযোগ তুলে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি । ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি । এবার আরও একবার এই ইস্যুকে সামনে রেখে তাদের নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা" ।

কলকাতা, 13 অগস্ট : বিজেপির পরিবর্তন যাত্রা থুড়ি রথযাত্রার কথা মনে আছে ? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি । এবার ওই পরিবর্তন যাত্রার আদলে "শহিদ সম্মান যাত্রা" বের করছে বিজেপি । 17 অগস্ট এর সূচনা । 19 তারিখ শেষ । অর্থাৎ টানা 3 দিন ধরে এই "শহিদ সম্মান যাত্রা" বের হবে । চার কেন্দ্রীয় মন্ত্রী তথা সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এই মিছিলের নেতৃত্ব দেবেন ।


মূলত, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিজেপি কর্মীরা রাজনৈতিক হিংসার বলি হয়েছেন । শহিদ সম্মান যাত্রার মধ্যে দিয়ে তাঁদের প্রত্যেকের বাড়িতে যাবেন এই চার মন্ত্রী । সেই সমস্ত শহিদ পরিবারগুলির সঙ্গে দেখা করা ছাড়াও প্রতিটি পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই বিষয়ে গতকাল সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, "রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির 200-র বেশি কার্যকর্তা মারা গিয়েছে । তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সম্মান জানাতে চাই । কোভিড বিধি মেনে, পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি করা হবে ।"

আরও পড়ুন, Mamata Banerjee : মমতার প্রকল্প নিয়ে আগ্রহ অন্য রাজ্যে


বিজেপি সূত্রে খবর, 17 অগস্ট শ্রীরামপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে প্রথম পর্যায়ে এই যাত্রা হবে । নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । দ্বিতীয় ধাপে অর্থাৎ 18 অগস্ট বারাসত, ব্যারাকপুর, নদিয়া দক্ষিণে এই যাত্রা হবে । নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর । 19 অগস্ট তৃতীয় ধাপে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার । কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা নেতৃত্ব দেবেন । চতুর্থ ধাপে, কোচবিহার, মালদহ, শিলিগুড়ি,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে নেতৃত্ব দেবেন নিশীথ প্রামাণিক ।

মূলত, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পরিবর্তন যাত্রা তথা রথযাত্রা-র সূচনা করেছিল । তবে তাদের এই উদ্যোগ আদেও কতটা প্রভাব ফেলেছিল, তা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই আমরা জানতে পেরেছি । ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা রাজনৈতিক হিংসার বলি হয়েছে । অনেক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছে । এই অভিযোগ তুলে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি । ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি । এবার আরও একবার এই ইস্যুকে সামনে রেখে তাদের নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা" ।

Last Updated : Aug 13, 2021, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.