ETV Bharat / state

দমদমে BJP কার্যালয়ে হামলা, আক্রান্ত ৩ - kolkata

আজ দমদমে BJP-র কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা । BJP-র অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

BJP নেতা চণ্ডীচরণ রায়
author img

By

Published : Apr 19, 2019, 7:55 PM IST

Updated : Apr 19, 2019, 8:09 PM IST

দমদম, 19 এপ্রিল : দমদমে BJP-র নির্বাচনী কার্যালয় ভাঙচুর করল দুষ্কৃতীরা । আজ দুপুরে একদল দুষ্কৃতী পার্টি অফিসে ভাঙচুর চালায় । সেই সময় অফিসে আলোচনা চলছিল । BJP কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। চেয়ার টেবিল ভাঙচুর করে। ঘটনায় 3 জন জখম হন । গুরুতর আহত হয়েছেন উত্তর শহরতলির BJP-র জেলা সম্পাদক চণ্ডীচরণ রায় । মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা BJP-র দমদম মণ্ডল সভাপতি বলেন, "তখন পার্টি অফিসে আলোচনা চলছিল। চণ্ডী বাইরে ছিল। ওকে হঠাৎ করে বাঁশ নিয়ে মারতে শুরু করে। যারা এসেছিল তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। চণ্ডীকে বাঁচাতে গিয়ে আরও দু'জন আক্রান্ত হয় । পুলিশকে বারবার বলা সত্ত্বেও আমরা নিরাপত্তা পাচ্ছি না । পুলিশকে তদন্ত করতে ও দুষ্কৃতীদের চিহ্নিত করতে বলেছি । নাহলে আমরা আন্দোলনে নামব ।"

আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে যান দমদমের BJP প্রার্থী শমীক ভট্টাচার্য । তিনি এই ঘটনার নিন্দা করেন । তিনি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এলাকার BJP কর্মীদের দাবি স্থানীয় পৌরপ্রধান হরেন্দ্র সিংহের অনুগামীরা BJP-র কার্যালয় ভাঙচুরের সঙ্গে জড়িত । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলা ও BJP কর্মীদের মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

দমদম, 19 এপ্রিল : দমদমে BJP-র নির্বাচনী কার্যালয় ভাঙচুর করল দুষ্কৃতীরা । আজ দুপুরে একদল দুষ্কৃতী পার্টি অফিসে ভাঙচুর চালায় । সেই সময় অফিসে আলোচনা চলছিল । BJP কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি নিয়ে তাঁদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। চেয়ার টেবিল ভাঙচুর করে। ঘটনায় 3 জন জখম হন । গুরুতর আহত হয়েছেন উত্তর শহরতলির BJP-র জেলা সম্পাদক চণ্ডীচরণ রায় । মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা BJP-র দমদম মণ্ডল সভাপতি বলেন, "তখন পার্টি অফিসে আলোচনা চলছিল। চণ্ডী বাইরে ছিল। ওকে হঠাৎ করে বাঁশ নিয়ে মারতে শুরু করে। যারা এসেছিল তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। চণ্ডীকে বাঁচাতে গিয়ে আরও দু'জন আক্রান্ত হয় । পুলিশকে বারবার বলা সত্ত্বেও আমরা নিরাপত্তা পাচ্ছি না । পুলিশকে তদন্ত করতে ও দুষ্কৃতীদের চিহ্নিত করতে বলেছি । নাহলে আমরা আন্দোলনে নামব ।"

আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে যান দমদমের BJP প্রার্থী শমীক ভট্টাচার্য । তিনি এই ঘটনার নিন্দা করেন । তিনি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এলাকার BJP কর্মীদের দাবি স্থানীয় পৌরপ্রধান হরেন্দ্র সিংহের অনুগামীরা BJP-র কার্যালয় ভাঙচুরের সঙ্গে জড়িত । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলা ও BJP কর্মীদের মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

Intro:


নিউটাউনে অস্ত্র সহ গ্রেফতার তিন দুস্কৃতি

বিধাননগর, ৩০মার্চ: গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনের তিন কন্যা মোড়ে হানা দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুলতান মন্ডল, সাদ্দাম মন্ডল ও বাপি মন্ডল। এদের কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এরা এলাকার কুখ্যাত দুষ্কৃতী। আগেও এদের নামে অপরাধমূলক মামলা রয়েছে।


Body:পুলিশ জানিয়েছে ধৃত তিন দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে এরা ডাকাতি ও ছিনতাই এর উদ্যেশে জড়ো হয়েছিল। ধৃতরা নিউটাউন ও রাজারহাট থানা এলাকার বাসিন্দা। নির্বাচনের আগে অপরাধী কমাতে কমিশন থেকে নির্দেশ এসেছে। তাই এলাকায় নজরদারি বাড়িয়েছে নিউ টাউন থানার নজরদারি বাড়িয়ে এসেছে সাফল্য। Conclusion:পুলিশ সূত্রে খবর নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে এলাকার সমস্ত দাগিদের শনাক্ত করা হচ্ছে।
Last Updated : Apr 19, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.