ETV Bharat / state

BJP-র অভিযানে ধুন্ধুমার, জলকামান-টিয়ারগ্যাসে অসুস্থ মুকুলসহ একাধিক

জলকামানের মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা
author img

By

Published : Jun 12, 2019, 11:55 AM IST

Updated : Jun 13, 2019, 8:52 AM IST

2019-06-12 14:34:24

আজকের মতো কর্মসূচি শেষ । ঘোষণা রাজ্য BJP নেতৃত্বের । দলে দলে ফিরে যাচ্ছেন BJP কর্মীরা । 

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, পুলিশ অগণতান্ত্রিকভাবে জলকামান ব্যবহার করেছে । বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে । আমরা চাই সরকার পাঁচবছর চলুক । তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার ভাববে ।  

2019-06-12 14:27:12

জলকামানের মুখে BJP-র কর্মী সমর্থকরা

বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালিয়েছে পুলিশ । জলকামান ব্যবহারের কোনও কারণ ছিল না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:23:12

20 জনেরও বেশি BJP কর্মী অসুস্থ । হাসপাতালে ভরতি করা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে । 

জঘন্য রাজনীতি চলছে । বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । আমরা এসব বরদাস্ত করব না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:17:02

Raju Banerjee
অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়

সেন্ট্রাল অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ BJP-র সাংসদদের । লকেট বোঝাতে আসে পুলিশ । অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ করা হয় পুলিশের তরফে । তবে অবস্থান তোলেনি BJP । 

ড্রোন নিয়ে নজরদারি পুলিশের । 

BJP কর্মীদের স্লোগান, "বল হরি হরি বোল, মমতাকে কাঁধে তোল ।" 
 

2019-06-12 14:08:40

দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মী-সমর্থকদের । রাস্তায় বসে বিক্ষোভ । প্রস্তুত পুলিশও । 

2019-06-12 14:07:29

ফিয়ার্স লেনে প্রথম ব্যারিকেড ভাঙে । মিছিল আটকাতে জলকামানের ব্যবহার ।  

ফিয়ার্স লেনে জলকামান ও মুখে পড়ে অসুস্থ BJP নেতা সায়ন্তন বসু ও রাজু ব্যানার্জি । একাধিক BJP কর্মী-সমর্থক অসুস্থ । 
 

2019-06-12 13:52:55

BJP MP agitation
BJP সাংসদদের অবস্থান

লালবাজার ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । 

 পালটা লাঠিচার্জ শুরু করেছে পুলিশ । 

2019-06-12 13:42:08

BJP-র মিছিলে জলকামান পুলিশের

tear gas
টিয়ার গ্যাস

ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP-র, জলকামান পুলিশের ।

 মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে শেল ফাটালো পুলিশ

2019-06-12 13:13:12

সুবোধ মল্লিক স্কয়্য়ারে এলেন মুকুল রায় ও এস এস আলুওয়ালিয়া । বিভিন্ন জায়গা থেকে মিছিল করে BJP কর্মী-সমর্থকরা আসছেন সুবোধ মল্লিক স্কয়্যারে । 

2019-06-12 13:05:13

3 BJP কর্মী গ্রেপ্তার ।

লালবাজারের সামনে বিক্ষোভ । 3 মহিলা BJP কর্মী গ্রেপ্তার । 

2019-06-12 12:34:45

মোতায়েন পুলিশ

"রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । তার প্রতিবাদে আজকের অভিযান । সন্দেশখালিতে আমাদের কর্মীদের খুন করা হয়েছে । তার প্রতিবাদে আজ আমরা অভিযানে নেমেছি ।  পুলিশ বাধা দিলেও আমাদের কর্মীরা এগিয়ে যাবে । এই অভিযান জনগণের ।" মিছিল থেকে বললেন সায়ন্তন বসু ।  

2019-06-12 12:14:47

কলকাতায় BJP-র মিছিল

লালবাজার, বেটিঙ্ক স্ট্রিট ও লালবাজারে ব্যারিকেড পুলিশের । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার যাওয়ার কথা মিছিলের ।    

2019-06-12 12:10:01

kolkata police
প্রস্তুত পুলিশ

বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদসহ একাধিক জেলা থেকে BJP-র কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দিয়েছেন । 

তিনজায়গায় ব্যারিকেড থাকার কথা । রয়েছে মহিলা পুলিশও । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় রয়েছে জলকামান । ফিয়ার্স লেনে নিরাপত্তা আঁটসাঁট ।  

2019-06-12 12:05:02

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পর্যাপ্ত নিরাপত্তায় প্রায় 3 হাজার পুলিশ মোতায়েন থাকবে । তদারকির দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল CP, জয়েন্ট CP । নজরদারিতে থাকবে কুইক রেসপন্স টিম ও মোবাইল ভ্যান । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা ।

2019-06-12 11:58:25

ইতিমধ্যেই হাওড়া থেকে একটি মিছিল রওনা দিয়েছে লালবাজারের দিকে । রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন BJP-র কর্মী-সমর্থকরা । সন্দেশখালিতে দলীয় কর্মী খুনে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান BJP-র কর্মী-সমর্থকরা । BJP কর্মীরা স্লোগান দেন , "কুমড়োপটাশ পার্থ, শিক্ষা দিতে ব্যর্থ । এই তৃণমূল আর না।" 

2019-06-12 11:33:23

BJP rally
প্রস্তুত পুলিশ

কলকাতা, 12 জুন : সন্দেশখালিতে দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র । রাজ্য BJP-র সদর দপ্তর থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা লালবাজারের দিকে আসছেন । হাওড়া ও দক্ষিণ কলকাতা থেকেও লালবাজারমুখী মিছিল আসছে । মিছিলে রয়েছেন রাজ্য থেকে নির্বাচিত BJP-র সব সাংসদ ও নেতৃত্ব । যদিও অভিযান আটকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ । লালবাজারের অনেক আগেই একাধিক রাস্তায় ব্যারিকেড করা হয়েছে । মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও । লালবাজার সূত্রে খবর, অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে ।  

2019-06-12 14:34:24

আজকের মতো কর্মসূচি শেষ । ঘোষণা রাজ্য BJP নেতৃত্বের । দলে দলে ফিরে যাচ্ছেন BJP কর্মীরা । 

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, পুলিশ অগণতান্ত্রিকভাবে জলকামান ব্যবহার করেছে । বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে । আমরা চাই সরকার পাঁচবছর চলুক । তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার ভাববে ।  

2019-06-12 14:27:12

জলকামানের মুখে BJP-র কর্মী সমর্থকরা

বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস চালিয়েছে পুলিশ । জলকামান ব্যবহারের কোনও কারণ ছিল না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:23:12

20 জনেরও বেশি BJP কর্মী অসুস্থ । হাসপাতালে ভরতি করা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে । 

জঘন্য রাজনীতি চলছে । বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । আমরা এসব বরদাস্ত করব না । বললেন দিলীপ ঘোষ । 

2019-06-12 14:17:02

Raju Banerjee
অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়

সেন্ট্রাল অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ BJP-র সাংসদদের । লকেট বোঝাতে আসে পুলিশ । অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ করা হয় পুলিশের তরফে । তবে অবস্থান তোলেনি BJP । 

ড্রোন নিয়ে নজরদারি পুলিশের । 

BJP কর্মীদের স্লোগান, "বল হরি হরি বোল, মমতাকে কাঁধে তোল ।" 
 

2019-06-12 14:08:40

দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মী-সমর্থকদের । রাস্তায় বসে বিক্ষোভ । প্রস্তুত পুলিশও । 

2019-06-12 14:07:29

ফিয়ার্স লেনে প্রথম ব্যারিকেড ভাঙে । মিছিল আটকাতে জলকামানের ব্যবহার ।  

ফিয়ার্স লেনে জলকামান ও মুখে পড়ে অসুস্থ BJP নেতা সায়ন্তন বসু ও রাজু ব্যানার্জি । একাধিক BJP কর্মী-সমর্থক অসুস্থ । 
 

2019-06-12 13:52:55

BJP MP agitation
BJP সাংসদদের অবস্থান

লালবাজার ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । 

 পালটা লাঠিচার্জ শুরু করেছে পুলিশ । 

2019-06-12 13:42:08

BJP-র মিছিলে জলকামান পুলিশের

tear gas
টিয়ার গ্যাস

ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP-র, জলকামান পুলিশের ।

 মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে শেল ফাটালো পুলিশ

2019-06-12 13:13:12

সুবোধ মল্লিক স্কয়্য়ারে এলেন মুকুল রায় ও এস এস আলুওয়ালিয়া । বিভিন্ন জায়গা থেকে মিছিল করে BJP কর্মী-সমর্থকরা আসছেন সুবোধ মল্লিক স্কয়্যারে । 

2019-06-12 13:05:13

3 BJP কর্মী গ্রেপ্তার ।

লালবাজারের সামনে বিক্ষোভ । 3 মহিলা BJP কর্মী গ্রেপ্তার । 

2019-06-12 12:34:45

মোতায়েন পুলিশ

"রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে । তার প্রতিবাদে আজকের অভিযান । সন্দেশখালিতে আমাদের কর্মীদের খুন করা হয়েছে । তার প্রতিবাদে আজ আমরা অভিযানে নেমেছি ।  পুলিশ বাধা দিলেও আমাদের কর্মীরা এগিয়ে যাবে । এই অভিযান জনগণের ।" মিছিল থেকে বললেন সায়ন্তন বসু ।  

2019-06-12 12:14:47

কলকাতায় BJP-র মিছিল

লালবাজার, বেটিঙ্ক স্ট্রিট ও লালবাজারে ব্যারিকেড পুলিশের । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার যাওয়ার কথা মিছিলের ।    

2019-06-12 12:10:01

kolkata police
প্রস্তুত পুলিশ

বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদসহ একাধিক জেলা থেকে BJP-র কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দিয়েছেন । 

তিনজায়গায় ব্যারিকেড থাকার কথা । রয়েছে মহিলা পুলিশও । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় রয়েছে জলকামান । ফিয়ার্স লেনে নিরাপত্তা আঁটসাঁট ।  

2019-06-12 12:05:02

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পর্যাপ্ত নিরাপত্তায় প্রায় 3 হাজার পুলিশ মোতায়েন থাকবে । তদারকির দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল CP, জয়েন্ট CP । নজরদারিতে থাকবে কুইক রেসপন্স টিম ও মোবাইল ভ্যান । নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা ।

2019-06-12 11:58:25

ইতিমধ্যেই হাওড়া থেকে একটি মিছিল রওনা দিয়েছে লালবাজারের দিকে । রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন BJP-র কর্মী-সমর্থকরা । সন্দেশখালিতে দলীয় কর্মী খুনে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান BJP-র কর্মী-সমর্থকরা । BJP কর্মীরা স্লোগান দেন , "কুমড়োপটাশ পার্থ, শিক্ষা দিতে ব্যর্থ । এই তৃণমূল আর না।" 

2019-06-12 11:33:23

BJP rally
প্রস্তুত পুলিশ

কলকাতা, 12 জুন : সন্দেশখালিতে দলীয় কর্মীদের খুনের প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র । রাজ্য BJP-র সদর দপ্তর থেকে মিছিল করে কর্মী-সমর্থকরা লালবাজারের দিকে আসছেন । হাওড়া ও দক্ষিণ কলকাতা থেকেও লালবাজারমুখী মিছিল আসছে । মিছিলে রয়েছেন রাজ্য থেকে নির্বাচিত BJP-র সব সাংসদ ও নেতৃত্ব । যদিও অভিযান আটকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ । লালবাজারের অনেক আগেই একাধিক রাস্তায় ব্যারিকেড করা হয়েছে । মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও । লালবাজার সূত্রে খবর, অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে ।  

Intro:11-06-19

(Exclusive story)


(সিঙ্গেল ইটিভি বুমে বাইট আছে)


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ NRS কান্ডের জের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির, অবস্থান বিক্ষোভের জন্য চরম ভোগান্তি রুগি ও রুগির পরিবারের সদস্যদের। জুনিয়ার ডাক্তার এমারজেন্সি অচল করে দেওয়ায়। হাসপাতালে বাইরে খোলা আকাশের নিচেই সকাল থেকে প্রচন্ডগরমের মধ্যেই মাটিতে পরে রইল রুগি। কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যারা। রাজ্য সরকারের কাছে দ্রুত এই সমাস্যা সমাধানের আরজি জানালেন রুগির পরিবার।




মিনাখার বাসিন্দা মহম্মদ রেজাউল শেখ অভিযোগ করেন "আমার মেয়ে আসমা খাতুন। অটোর ধাক্কায় পা ভেঙে চুরমার। যন্ত্রনায় ছটক্কাচ্ছে। প্রথমে চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেও। আমার মেয়েকে ভর্তি নেয় নি। তার পর NRS হাসপাতালে আসি। কিন্তু হাসপাতালে এদে দেখি প্রচুর গন্ডোগোল। তার পর আমি আমার মেয়েকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। কিন্তু এই হাসপাতালে এসেও দেখি একই অবস্থা। সকাল ১০ টা ৩০ মিনিটে এসেছি। জুনিয়ার ডাক্তাররা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হাঠায় এখান থেকে নাসিংহোমে চলে যাও। আমরা গরিব মানুষ। ৫০ হাজার টাকা খরচ আমি কোথায় পাবো? ওটা আমরা বলতে পারবো না। খোল আকাশের নিচে গরমের মধ্যেই বাইরে আমি পড়ে আছি আমার মেয়েকে নিয়ে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে দাবী করছি আমার বাচ্চাটার চিকিৎসার একটা দ্রুত ব্যবস্থা করলে খুবই ভালো হয়"


মুর্শিদাবাদ এর বাসিন্দা মানসূরা বিবি বলেন, "মুর্শিদাবাদের এর বেকডাঙ্গার বাসিন্দা শেখ সিরাজুল শেখ। আমি ৩-৪ বার আমার স্বামীকে নিয়ে এমারজেন্সির তে ডাক্তার দেখাতে গিয়েছি। আমাকে দূর দূর বলে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার স্বামীর ইউরিনের সমস্যা। আজ সকাল থেকেই এই গাছের তলায় আমারা এই ভাবেই পড়ে আছি। আমি গরিব মানুষ। কী করবো বলুন। জুনিয়ার ডাক্তারা বলছে। আমাদের সমস্য যতক্ষণ না মিটবে। আমরা রুগি দেখবো না"


শম্পা বসাক নামে রুগির পরিবারের এই সদস্যের অভিযোগ, "অসীম দত্ত। বাড়ি কলকাতার জোড়াবাগানে। গত ১ মাস ধরে মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হচ্ছে। ওয়ার্ডের মধ্যেই বুকের যন্ত্রনায় কাতরাচ্ছেন। কোনও ডাক্তার নেই। জুনিয়ার ডাক্তারা ভিতরে জল পর্যন্ত দেওয়ার কোনও। লোক নেই। আমাদের নাসিংহোমে নিয়ে যাওয়ার কোনও সামর্থ নেই। আমি মানছি একজন জুনিয়ার ডাক্তার গুরুত্বর অসুস্থ। কিন্ত তার জন্য তো সব রুগি মারা যাবে। আমার বাড়িতে একটি ছোট মেয়ে আছে
তাকে পাশের বাড়িতে রেখে আমি হাসপাতালে এসেছি। কিন্তু বাবাকে চিকিৎসা যে কী ভাবে করাবো। সেটাই বুঝতে পারছি না।"Body:কপিConclusion:
Last Updated : Jun 13, 2019, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.