কলকাতা, 10 মে : "বিপ্লব দেবের মাথা খারাপ হয়ে গেছে । ওঁর ডাক্তার দেখানোর দরকার । উনি ভুলভাল বলেন । ভুলভাল বলার ক্ষেত্রে উনি বিখ্যাত লোক । আমি ওঁকে কলকাতার কোনও ভালো মানসিক চিকিত্সকের কাছে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দেব ।" বিপ্লব দেবের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী ।
আজ ময়নার দেউলি মাঠে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে জনসভায় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে তিনি বলেন, "তৃণমূলের ১০০-র বেশি MLA তৈরি হয়ে বসে আছেন । ২৩ তারিখ রেজ়াল্ট বেরোনোর পর দিদির কাছে আর বিধায়করা থাকবেন না । সব মোদির কাছে চলে যাবেন । তখন দেখবেন, আপনাদের শুভেন্দুবাবুও BJP-তে চলে গেছেন । অটলজির সরকারের সময় উনিও BJP-তে যোগ দিতে গেছিলেন । দিদি খবর পেয়ে যান । এই খবর আপনারা জানেন তো ?"
বিপ্লববাবু আরও বলেন, "আজ বাংলার প্রত্যেকটি জায়গায় পরিবর্তনের হাওয়া চলছে । আমি এখানকার নাগরিকদের বলব, বিশেষ করে তৃণমূলের বন্ধুদের বলব, পরিবর্তন হয়ে যাচ্ছে । আপনারাও সিদ্ধার্থবাবুর সঙ্গে চলে আসুন । এখনও সময় আছে । তাতে আপনাদের জন্য ভালো হবে । বাংলার জন্য ভালো হবে । বাংলা তৈরি হয়ে বসে রয়েছে । তৃণমূলের গুন্ডা, পুলিশকর্মীদের বলছি আপনাদের বোকা বানিয়ে শুভেন্দুবাবু BJP-তে চলে যাবেন । সেই রাস্তা উনি আগে থেকেই তৈরি করে রেখেছেন ।" এই মন্তব্যের পর শুভেন্দুবাবুর আইনজীবী বিপ্লব দেবকে আইনি নোটিশ পাঠান ।