কলকাতা, 11 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day Celebration) কুচকাওয়াজে উপেক্ষিত নেতাজি। মোদি সরকার ক্ষমতায় আসার পর এই দেশনেতার জন্মের 125 বছর পালন করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছিল ৷ এবার স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে প্রজাতন্ত্র দিবসের থিম 'আজাদি কা অমৃত মহোৎসব।' অথচ সেই প্রদর্শন থেকে উপেক্ষিত নেতাজি। আরও ভাল করে বললে হয়, উপেক্ষিত বাংলা।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাংলার জন্য উপেক্ষা কোনও নতুন ঘটনা নয়। একবার, দু'বার নয় গত কয়েক বছরে বারবার বাংলার ট্যাবলোকে উপেক্ষা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। কখনও 'কন্যাশ্রী', কখনও বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে তৈরি ট্যাবলো বাদ পড়েছে কেন্দ্রের বদান্যতায়। বর্তমান গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে এবারও উপেক্ষিত হতে চলেছে বাংলা। একইসঙ্গে উপেক্ষিত হতে চলেছেন নেতাজিও। ইতিমধ্যেই জানুয়ারির প্রথম সপ্তাহ অতিবাহিত। হাতে সময় কম। আগামী 23 জানুয়ারি হতে চলেছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত প্রস্তুতি অনুষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় হল, এখনও পর্যন্ত এই চূড়ান্ত প্রস্তুতিতে ডাক পায়নি রাজ্য সরকার। ট্যাবলো সংক্রান্ত পাঁচটি বৈঠকের পর আর ডাক পায়নি পশ্চিমবঙ্গ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল বাংলার ট্যাবলো।
এই বিষয় নিয়ে নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখনও কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে কোনও বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই অবস্থায় নেতাজি পরিবারের পক্ষ থেকে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করা ঠিক হবে না। তবে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সংঘাত রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংঘাতে নেতাজির নাম জড়ানো কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগতভাবে মনে হয়, নেতাজিকে নিয়ে রাজনীতি করা উচিত না।" যোগাযোগ করার চেষ্টা করা হয় নেতাজি পরিবারের আর এক সদস্য এবং প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুর সঙ্গেও। কিন্তু প্রশ্ন শুনে তিনি এই বিষয়ে চুপ করে যান।
আরও পড়ুন: বিজেপির ‘দোসর’ কংগ্রেসকে ফের তুলোধোনা জাগোবাংলায়
এবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে স্বাভাবিকভাবেই থাকছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাত, হরিয়ানা, গোয়া, কর্ণাটকের মতো রাজ্যগুলি। থাকছে পঞ্জাব, জম্মু-কাশ্মীর, লাদাখ, দিল্লির মতো রাজ্যও। উত্তরপ্রদেশের ট্যাবলোয় সদ্য উদ্বোধন হওয়া 'কাশি' করিডর তুলে ধরা হচ্ছে। একইভাবে উত্তরাখণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হচ্ছে 'কেদারনাথ মন্দির।' সেখানে বাংলার কোনও ট্যাবলো আদৌ থাকবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।