ETV Bharat / state

তিনিই জিতছেন, মনোনয়ন জমা দিয়ে বললেন শোভনদেব - assembly election 2021

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, "আমি পুরনো চাষি ৷ ভালভাবে জানি কীভাবে চাষ করতে হয়, আর কীভাবে ফসল ফলাতে হয় ৷ সবচেয়ে বড় কথা ওই কেন্দ্রের জন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজে আমার নাম প্রস্তাব করেছেন ৷ এটা আমার কাছে গৌরবের !"

sobhandeb
শোভনদেব (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 5, 2021, 8:07 PM IST

কলকাতা, 5 এপ্রিল : আজ আলিপুরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায় ৷ আজ সকালে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি ৷ তিনি ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, "আমি পুরনো চাষি ৷ ভালভাবে জানি কীভাবে চাষ করতে হয়, আর কীভাবে ফসল ফলাতে হয় ৷ সবচেয়ে বড় কথা ওই কেন্দ্রের জন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজে আমার নাম প্রস্তাব করেছেন ৷ এটা আমার কাছে গৌরবের !"

আরও পড়ুন- মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে : ভারতী ঘোষ

নিজের জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি ৷ এ-বিষয়ে তিনি বলেন, "গত 98 সাল থেকে 7 বার আমি জিতেছি, এবারে 8 বার জিতবো ৷ প্রচারে আমি বেশি করে গুরুত্ব দিচ্ছি ৷"

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁর বক্তব্য়, মোদি বারবার বাংলায় এসে অসত্য় কথা বলছে ৷ গ্রামীণ রাস্তা, বাড়ি তৈরিতে পশ্চিমবঙ্গ সরকার প্রথম সারিতে থাকলেও তা নিয়ে মিথ্য়া তথ্য় দেওয়া হচ্ছে ৷

কলকাতা, 5 এপ্রিল : আজ আলিপুরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায় ৷ আজ সকালে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি ৷ তিনি ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, "আমি পুরনো চাষি ৷ ভালভাবে জানি কীভাবে চাষ করতে হয়, আর কীভাবে ফসল ফলাতে হয় ৷ সবচেয়ে বড় কথা ওই কেন্দ্রের জন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজে আমার নাম প্রস্তাব করেছেন ৷ এটা আমার কাছে গৌরবের !"

আরও পড়ুন- মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে : ভারতী ঘোষ

নিজের জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি ৷ এ-বিষয়ে তিনি বলেন, "গত 98 সাল থেকে 7 বার আমি জিতেছি, এবারে 8 বার জিতবো ৷ প্রচারে আমি বেশি করে গুরুত্ব দিচ্ছি ৷"

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁর বক্তব্য়, মোদি বারবার বাংলায় এসে অসত্য় কথা বলছে ৷ গ্রামীণ রাস্তা, বাড়ি তৈরিতে পশ্চিমবঙ্গ সরকার প্রথম সারিতে থাকলেও তা নিয়ে মিথ্য়া তথ্য় দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.