কলকাতা, 27 এপ্রিল : রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে ৷ গতকালই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি করোনা পরিস্থিতির ভয়ঙ্কর আকার নেওয়ার পিছনে নির্বাচন কমিশনকেই দায়ী করেছে । রাজ্যে নির্বাচনের জন্যই করোনার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এদিন নির্বাচন কমিশন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে মে মাসের দু'তারিখ ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না ।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়ায় তৃমমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘বিজয় মিছিল হলে সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে । 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের দলের কর্মীদের বিজয় মিছিল করতে মানা করেছিলেন । এবার করোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন নিজেই সেই সিদ্ধান্ত নিয়েছে । নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিতে নীতিগতভাবে কোনও সমস্যা নেই তৃণমূলের । তবে নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই । তার কারণ যেটা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেটা করেনি ।’’
তাঁর মতে, নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কাজে আসবে । তবে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ করা উচিত ছিল তা নেয়নি তাই গতকাল মাদ্রাজ হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে । এমনটাই অভিযোগ করেছেন সৌগত রায় ।
রাশবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার নির্বাচন কমিশনের নির্দেশের প্রতিক্রিয়ায় বলেন, ‘‘যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই কোথাও বিজয় মিছিল করা উচিত নয় । অনেক দেরিতে হলেও নির্বাচন কমিশনের হুঁশ ফিরেছে । তার কারণ নির্বাচন কমিশন বুঝে গেছে বিজেপি আর কোথাও বিজয় মিছিল করতে পারবে না । তাই ওরা বিজয় উৎসব পালন করতে মানা করেছে । নির্বাচন কমিশন মানুষের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নেয়নি । বিজেপির মুখ রক্ষা করতেই এই সিদ্ধান্ত ।’’
আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
দেবাশিস কুমার আরও জানান, তৃণমূলের পক্ষ থেকে এত দফায় নির্বাচন না করে কম দফায় নির্বাচন করার জন্য আবেদন করা হয়েছিল ৷ কিন্তু সে কথা শোনেনি নির্বাচন কমিশন । তাই আজ এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী ।