ETV Bharat / state

ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ

author img

By

Published : Mar 24, 2021, 11:00 AM IST

একবালপুর এলাকা থেকে গ্রেফতার 2 দুষ্কৃতী ৷ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করল পুলিশ ৷ কী কারণে তাদের কাছে ওই কার্তুজ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Cartridges recovered
উদ্ধার করা কার্তুজ

কলকাতা, 24 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে একবালপুর এলাকা থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে কার্তুজ ৷ ঘটনায় গ্রেফতার দুই ৷ তাদের নাম শেখ গিয়াসউদ্দিন এবং আমির খান ৷ ওই এলাকা থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন- সোশাল মিডিয়ায় অশ্লীল ছবি শেয়ার, ধৃত পাঁচ যুবক

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে প্রথমে আটক করা হয় গিয়াসউদ্দিন ও আমিরকে। তাদের কাছ থেকে একটি পলিথিন ব্য়াগ উদ্ধার করা হয় ৷ সেখান থেকেই 89টি সেভেন এমএম পিস্তলের কার্তুজ এবং নাইন এমএম পিস্তলের 19টি কার্তুজ উদ্ধার করা হয়।

এদিকে শান্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে লালবাজার ৷ বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের একটি তালিকা তৈরি করছেন গুণ্ডা দমন শাখার গোয়োন্দারা ৷ গোয়েন্দা সূত্রে খবর, প্রত্যেক দুষ্কৃতীর রেকর্ড রয়েছে পুলিশের খাতায়। বিধানসভা নির্বাচনের সময় এলাকায় শান্তি বজায় রাখতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার গোয়েন্দাদের মধ্যে বাছাই করা গোয়েন্দাদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করেছে লালবাজার। তারা পুরো বিষয়টি দেখবে৷

বিধানসভা নির্বাচনের আগে সমস্ত স্পর্শকাতর জায়গায় চলছে নাকা তল্লাশি। বাইরে থেকে যাতে কোনও দুষ্কৃতী শহরে ঢুকে আইন-শৃঙ্খলার অবনতি করতে না পারে তার জন্য বদ্ধপরিকর রয়েছে কলকাতা পুলিশ। এত পরিমাণে কার্তুজ নিয়ে ওই দুষ্কৃতীরা কী করতে এসেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

কলকাতা, 24 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে একবালপুর এলাকা থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে কার্তুজ ৷ ঘটনায় গ্রেফতার দুই ৷ তাদের নাম শেখ গিয়াসউদ্দিন এবং আমির খান ৷ ওই এলাকা থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন- সোশাল মিডিয়ায় অশ্লীল ছবি শেয়ার, ধৃত পাঁচ যুবক

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, সন্দেহভাজন ব্যক্তি হিসেবে প্রথমে আটক করা হয় গিয়াসউদ্দিন ও আমিরকে। তাদের কাছ থেকে একটি পলিথিন ব্য়াগ উদ্ধার করা হয় ৷ সেখান থেকেই 89টি সেভেন এমএম পিস্তলের কার্তুজ এবং নাইন এমএম পিস্তলের 19টি কার্তুজ উদ্ধার করা হয়।

এদিকে শান্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে লালবাজার ৷ বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের একটি তালিকা তৈরি করছেন গুণ্ডা দমন শাখার গোয়োন্দারা ৷ গোয়েন্দা সূত্রে খবর, প্রত্যেক দুষ্কৃতীর রেকর্ড রয়েছে পুলিশের খাতায়। বিধানসভা নির্বাচনের সময় এলাকায় শান্তি বজায় রাখতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার গোয়েন্দাদের মধ্যে বাছাই করা গোয়েন্দাদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করেছে লালবাজার। তারা পুরো বিষয়টি দেখবে৷

বিধানসভা নির্বাচনের আগে সমস্ত স্পর্শকাতর জায়গায় চলছে নাকা তল্লাশি। বাইরে থেকে যাতে কোনও দুষ্কৃতী শহরে ঢুকে আইন-শৃঙ্খলার অবনতি করতে না পারে তার জন্য বদ্ধপরিকর রয়েছে কলকাতা পুলিশ। এত পরিমাণে কার্তুজ নিয়ে ওই দুষ্কৃতীরা কী করতে এসেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.