কলকাতা, 20 মার্চ : বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি ৷ ঘাসফুল হোক বা পদ্মশিবির ৷ সব জায়গায় তারকাদের ভিড় ৷ রুদ্রনীল, শ্রাবন্তী, পায়েলের পাশাপাশি এবার বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র । তিনি এবার বরাহনগর থেকে প্রার্থী হয়েছেন ৷ অভিনেত্রী হিসেবে বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি । তবে এই প্রথম রাজনীতির ময়দানে নামতে চলেছেন ৷ যদিও একবছর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ তবে ভোটের ময়দানে এই প্রথম ৷ তাই টেনশনে থাকলেও একইভাবে উচ্ছ্বসিত ৷ জানিয়ে দিয়েছেন, মানুষের পাশে থেকেই কাজ করতে চান তিনি ৷ তাই আগামী একমাসের জন্য বালিগঞ্জের বাড়ি ছেড়ে বরাহনগরের বাসিন্দা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্ণো মিত্র ৷
বরাহনগর একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল ৷ আর এখন সেখানে তৃণমূলের প্রতিপত্তি ৷ এবার পার্ণোর বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তাপস রায় ৷ সেখানে তাপস রায়ের জনপ্রিয়তাও কম নয় ৷ তবে সেইসব বিষয়ে মাথা ঘামাতে চান না পার্ণো ৷ বরং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "বরানগর খুবই চ্যালেঞ্জিং জায়গা ৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখানের বিধায়ক ছিলেন ৷ সেক্ষেত্রে দল যে আমাকে এখান থেকে দাঁড় করানোর যোগ্য মনে করেছেন, তার থেকেই আমি অনেকটা শক্তি পেয়ে যাচ্ছি ৷"
তাপস রায় সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং ? এই প্রসঙ্গে পার্ণোর উত্তর, "আমরা নতুন ৷ রাজনীতিটা আগে সেভাবে কোনওদিন করিনি ৷ অনেকেই বলবেন রাজনীতি বুঝি না ৷ আমি সেক্ষেত্রে মনে করি, আমাদের প্রজন্মের ছেলে-মেয়েরা মানুষের পাশে থেকে কাজ করতে চায় ৷ মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসি ৷ মন দিয়ে, সততার সঙ্গে যদি কাজ করি তাহলে ততটা ভয়ের ব্যাপার নেই ৷"
আরও পড়ুন, খড়গপুরের জনসভায় দিলীপে বুঁদ মোদি
রাজনীতির ময়দানে যখন নেমেই পড়েছেন, তখন তাতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন পার্ণো ৷ কিছুদিনের জন্য সিনেমা থেকে ছুটি নেবেন বলে জানিয়েছেন ৷ কারণ, তিনি বলেন, "আমি যে কাজটা করি 200 শতাংশ দিয়ে করি ৷ মানুষের সঙ্গে থেকে কাজ করে যেতে যাই ৷ বরাহনগর থেকে জিতলে সেখানকার মানুষেরা আমাকে সবসময় পাশে পাবেন ৷ " আজ থেকেই বরাহনগরে প্রচারে নামার কথা রয়েছে পার্ণোর ৷