ETV Bharat / state

এক মাসের জন্য বরাহনগরের বাসিন্দা হতে চলেছেন পার্ণো

author img

By

Published : Mar 20, 2021, 3:46 PM IST

বরাহনগর একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল ৷ আর এখন সেখানে তৃণমূলের প্রতিপত্তি ৷ এবার পার্ণোর বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তাপস রায় ৷ সেখানে তাপস রায়ের জনপ্রিয়তাও কম নয় ৷ তবে সেইসব বিষয়ে মাথা ঘামাতে চান না পার্ণো ৷ বরাহনগরে মানুষের মধ্যে থেকে, মানুষের সমস্যার কথা শুনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ৷

পার্ণো মিত্র
পার্ণো মিত্র

কলকাতা, 20 মার্চ : বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি ৷ ঘাসফুল হোক বা পদ্মশিবির ৷ সব জায়গায় তারকাদের ভিড় ৷ রুদ্রনীল, শ্রাবন্তী, পায়েলের পাশাপাশি এবার বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র । তিনি এবার বরাহনগর থেকে প্রার্থী হয়েছেন ৷ অভিনেত্রী হিসেবে বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি । তবে এই প্রথম রাজনীতির ময়দানে নামতে চলেছেন ৷ যদিও একবছর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ তবে ভোটের ময়দানে এই প্রথম ৷ তাই টেনশনে থাকলেও একইভাবে উচ্ছ্বসিত ৷ জানিয়ে দিয়েছেন, মানুষের পাশে থেকেই কাজ করতে চান তিনি ৷ তাই আগামী একমাসের জন্য বালিগঞ্জের বাড়ি ছেড়ে বরাহনগরের বাসিন্দা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্ণো মিত্র ৷

বরাহনগর একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল ৷ আর এখন সেখানে তৃণমূলের প্রতিপত্তি ৷ এবার পার্ণোর বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তাপস রায় ৷ সেখানে তাপস রায়ের জনপ্রিয়তাও কম নয় ৷ তবে সেইসব বিষয়ে মাথা ঘামাতে চান না পার্ণো ৷ বরং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "বরানগর খুবই চ্যালেঞ্জিং জায়গা ৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখানের বিধায়ক ছিলেন ৷ সেক্ষেত্রে দল যে আমাকে এখান থেকে দাঁড় করানোর যোগ্য মনে করেছেন, তার থেকেই আমি অনেকটা শক্তি পেয়ে যাচ্ছি ৷"

তাপস রায় সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং ? এই প্রসঙ্গে পার্ণোর উত্তর, "আমরা নতুন ৷ রাজনীতিটা আগে সেভাবে কোনওদিন করিনি ৷ অনেকেই বলবেন রাজনীতি বুঝি না ৷ আমি সেক্ষেত্রে মনে করি, আমাদের প্রজন্মের ছেলে-মেয়েরা মানুষের পাশে থেকে কাজ করতে চায় ৷ মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসি ৷ মন দিয়ে, সততার সঙ্গে যদি কাজ করি তাহলে ততটা ভয়ের ব্যাপার নেই ৷"

ভোটের ময়দানে কীভাবে প্রচার সারবেন, বিজেপির প্রার্থী হয়ে কেমন অনুভূতি তাঁর? একান্ত সাক্ষাৎকারে পার্ণো মিত্র

আরও পড়ুন, খড়গপুরের জনসভায় দিলীপে বুঁদ মোদি

রাজনীতির ময়দানে যখন নেমেই পড়েছেন, তখন তাতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন পার্ণো ৷ কিছুদিনের জন্য সিনেমা থেকে ছুটি নেবেন বলে জানিয়েছেন ৷ কারণ, তিনি বলেন, "আমি যে কাজটা করি 200 শতাংশ দিয়ে করি ৷ মানুষের সঙ্গে থেকে কাজ করে যেতে যাই ৷ বরাহনগর থেকে জিতলে সেখানকার মানুষেরা আমাকে সবসময় পাশে পাবেন ৷ " আজ থেকেই বরাহনগরে প্রচারে নামার কথা রয়েছে পার্ণোর ৷

কলকাতা, 20 মার্চ : বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি ৷ ঘাসফুল হোক বা পদ্মশিবির ৷ সব জায়গায় তারকাদের ভিড় ৷ রুদ্রনীল, শ্রাবন্তী, পায়েলের পাশাপাশি এবার বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী রয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র । তিনি এবার বরাহনগর থেকে প্রার্থী হয়েছেন ৷ অভিনেত্রী হিসেবে বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি । তবে এই প্রথম রাজনীতির ময়দানে নামতে চলেছেন ৷ যদিও একবছর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ তবে ভোটের ময়দানে এই প্রথম ৷ তাই টেনশনে থাকলেও একইভাবে উচ্ছ্বসিত ৷ জানিয়ে দিয়েছেন, মানুষের পাশে থেকেই কাজ করতে চান তিনি ৷ তাই আগামী একমাসের জন্য বালিগঞ্জের বাড়ি ছেড়ে বরাহনগরের বাসিন্দা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্ণো মিত্র ৷

বরাহনগর একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল ৷ আর এখন সেখানে তৃণমূলের প্রতিপত্তি ৷ এবার পার্ণোর বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তাপস রায় ৷ সেখানে তাপস রায়ের জনপ্রিয়তাও কম নয় ৷ তবে সেইসব বিষয়ে মাথা ঘামাতে চান না পার্ণো ৷ বরং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "বরানগর খুবই চ্যালেঞ্জিং জায়গা ৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এখানের বিধায়ক ছিলেন ৷ সেক্ষেত্রে দল যে আমাকে এখান থেকে দাঁড় করানোর যোগ্য মনে করেছেন, তার থেকেই আমি অনেকটা শক্তি পেয়ে যাচ্ছি ৷"

তাপস রায় সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং ? এই প্রসঙ্গে পার্ণোর উত্তর, "আমরা নতুন ৷ রাজনীতিটা আগে সেভাবে কোনওদিন করিনি ৷ অনেকেই বলবেন রাজনীতি বুঝি না ৷ আমি সেক্ষেত্রে মনে করি, আমাদের প্রজন্মের ছেলে-মেয়েরা মানুষের পাশে থেকে কাজ করতে চায় ৷ মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসি ৷ মন দিয়ে, সততার সঙ্গে যদি কাজ করি তাহলে ততটা ভয়ের ব্যাপার নেই ৷"

ভোটের ময়দানে কীভাবে প্রচার সারবেন, বিজেপির প্রার্থী হয়ে কেমন অনুভূতি তাঁর? একান্ত সাক্ষাৎকারে পার্ণো মিত্র

আরও পড়ুন, খড়গপুরের জনসভায় দিলীপে বুঁদ মোদি

রাজনীতির ময়দানে যখন নেমেই পড়েছেন, তখন তাতে পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন পার্ণো ৷ কিছুদিনের জন্য সিনেমা থেকে ছুটি নেবেন বলে জানিয়েছেন ৷ কারণ, তিনি বলেন, "আমি যে কাজটা করি 200 শতাংশ দিয়ে করি ৷ মানুষের সঙ্গে থেকে কাজ করে যেতে যাই ৷ বরাহনগর থেকে জিতলে সেখানকার মানুষেরা আমাকে সবসময় পাশে পাবেন ৷ " আজ থেকেই বরাহনগরে প্রচারে নামার কথা রয়েছে পার্ণোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.