ETV Bharat / state

শমীক ভট্টাচার্যের মনোনয়নের ব়্য়ালিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Mar 26, 2021, 5:21 PM IST

Updated : Mar 26, 2021, 8:28 PM IST

আজ দুপুরে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ৷ সঙ্গে ছিলেন তাঁর দলের কর্মী সমর্থকরা ৷ অভিযোগ সল্টলেক দিয়ে যাওয়ার সময় এ জে ও বি জে ব্লকের সংযোগস্থলে তাঁদের উপর হামলা চালানো হয় ৷

bjp
শমীক ভট্টাচার্য

সল্টলেক, 26 মার্চ : বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটে সল্টলেকের এ জে ও বি জে ব্লকের সংযোগস্থলে৷ ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷

শমীক ভট্টাচার্যের বক্তব্য়

আজ দুপুরে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ৷ সঙ্গে ছিলেন তাঁর দলের কর্মী সমর্থকরা ৷ অভিযোগ সল্টলেক দিয়ে যাওয়ার সময় এ জে ও বি জে ব্লকের সংযোগস্থলে তাঁদের উপর হামলা চালানো হয় ৷ একটি সুইফট ডিজ়ায়ার ও দুটি ম্য়াটাডোরের উপর হামলা চালানো হয় ৷ ঘটনায় 5 জন গুরুতর আহত হন ৷

আরও পড়ুন-‘4টি পাকিস্তান’ মন্তব্যের জন্য আলম শেখকে শো-কজ় কমিশনের

শমীক ভট্টাচার্য এবিষয়ে আঙুল তোলেন পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশের কোনও নিয়ন্ত্রণ না থাকার জন্য়ই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁর ৷ "আসল পরিবর্তনের" পক্ষে সওয়াল করে তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষ এখন পরিবর্তন চাইছে ৷ তাই 200 -র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি ৷ "

সল্টলেক, 26 মার্চ : বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটে সল্টলেকের এ জে ও বি জে ব্লকের সংযোগস্থলে৷ ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷

শমীক ভট্টাচার্যের বক্তব্য়

আজ দুপুরে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ৷ সঙ্গে ছিলেন তাঁর দলের কর্মী সমর্থকরা ৷ অভিযোগ সল্টলেক দিয়ে যাওয়ার সময় এ জে ও বি জে ব্লকের সংযোগস্থলে তাঁদের উপর হামলা চালানো হয় ৷ একটি সুইফট ডিজ়ায়ার ও দুটি ম্য়াটাডোরের উপর হামলা চালানো হয় ৷ ঘটনায় 5 জন গুরুতর আহত হন ৷

আরও পড়ুন-‘4টি পাকিস্তান’ মন্তব্যের জন্য আলম শেখকে শো-কজ় কমিশনের

শমীক ভট্টাচার্য এবিষয়ে আঙুল তোলেন পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশের কোনও নিয়ন্ত্রণ না থাকার জন্য়ই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁর ৷ "আসল পরিবর্তনের" পক্ষে সওয়াল করে তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষ এখন পরিবর্তন চাইছে ৷ তাই 200 -র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি ৷ "

Last Updated : Mar 26, 2021, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.