হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: তিনবছর ডেটিং করার পর 2022 সালে শিবানী দান্ডেকরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার ৷ অভিনেতার আগের সম্পর্ক টেকেনি ৷ তাই শিবানীর সঙ্গে যাতে সেই সমস্যা না হয়, আগেভাগেই ব্যবস্থা নিয়েছিলেন ৷ সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে উঠে আসে ফারহান-শিবানীর অজানা কাহিনী ৷ তাঁরা স্বীকার করেন, সম্পর্ক মজবুত করতে তাঁরা এনগেজমেন্টের দুদিন পরেই কাপল থেরাপি নিতে গিয়েছিলেন৷
শিবানী বলেন, "আমরা কাপল থেরাপি নেওয়া শুরু করি ৷ আমার মনে হয় এর ছয় মাস আগে বা পরে আমরা এনগেজমেন্ট করি ৷ আমার মনে হয়, সম্পর্ক ভালো রাখার জন্য এই ধরনের থেরাপির সত্যিই প্রয়োজন ৷" সম্পর্ক এমনি এমনি ভালো হয় না, তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় ৷ শিবানী বলেন, "আমরা মঙ্গলবার সোমবার বিয়ে করেছি ৷ আর কাপল থেরাপির ডেট ছিল দুদিন পর অর্থাৎ বুধবার ৷ আমার মনে আছে, দুজনে যখন থেরাপিস্টের কাছে যাই, তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, তোমরা এখানে কেন? মাত্র 24 ঘণ্টা আগে তোমাদের বিয়ে হয়েছে ৷"
এরপর থেরাপির অভিজ্ঞতা কেমন ছিল, তা নিয়েও খোলাখুলি আলোচনা করেন শিবানী ৷ তিনি বলেন, "এটা আসলে জিমে যাওয়ার মতো ছিল ৷ তোমাকে এর উপর ক্রমাগত কাজ করে যেতে হত ৷" তিনি জানান, এমন অনেক সময় হয়েছে যে থেরাপি সেশনে গিয়েও তাঁদের কথা বলার কিছু ছিল না ৷ আবার অনেকবার এমন হয়েছে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কথা সেশনে কথা শেষ হয়নি তাঁদের ৷ শিবানী বলেন, "অনেক সময় হয়েছে বাড়িতে আমরা ঝগড়া করেছি ৷ তারপরেই মনে হয়েছে বুধবার থেরাপিস্টের কাছে যেতে হবে ৷ তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য অপেক্ষা করতাম ৷"
ব্যক্তিগত জীবনকে সরিয়ে কাজের দিকে নজর দিলে দেখা যায়, ফারহান ব্যস্ত আছেন আপকামিং প্রোজেক্ট পিভিসি মেজর শয়তান সিং-এর চরিত্র নিয়ে ৷ ছবির ঘোষণা হতেই শিবানী ফারহানকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এছাড়াও 'ডন 3' পরিচালনা করবেন ফারহান ৷ যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও কিয়ারা আদবানীকে ৷ এছাড়াও হাতে রয়েছে 'জি লে জারা' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷