ETV Bharat / sports

সুপার সানডে'তে ম্যান সিটির সামনে আর্সেনাল, কখন-কোথায় দেখবেন ম্য়াচ? - EPL 2024 25 LIVE STREAMING - EPL 2024 25 LIVE STREAMING

MANCHESTER CITY vs ARSENAL: রবিবার ইংলিশ প্রিমিয়র লিগে আর্লিং হ্য়ালান্ড বনাম বুকায়ো সাকা দ্বৈরথ ৷ আরও ভালো করে বললে সুপার সানডে'তে মুখোমুখি গতবারের চ্য়াম্পিয়ন ম্য়ান সিটি বনাম রানার্স আর্সেনাল ৷ কোথায় ম্য়াচ দেখবেন, জেনে নিন ৷

MANCHESTER CITY vs ARSENAL
ম্যান সিটি বনাম আর্সেনাল ম্য়াচ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 7:40 PM IST

Updated : Sep 21, 2024, 8:30 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ইংলিশ প্রিমিয়র লিগে আগামিকাল সুপার সানডে ৷ মেগা ম্য়াচে মুখোমুখি লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি বনাম গতবারের রানার্স আর্সেনাল ৷ আর্লিং হ্য়ালান্ড বনাম বুকায়ো সাকার দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল অনুরাগীরা ৷ 2024-25 প্রিমিয়র লিগেও ভালো শুরু করেছে দুই ক্লাব ৷ প্রথম চার ম্য়াচের সবক'টিতেই জয় পেয়েছে পেপ গুয়ার্দিয়োলা প্রশিক্ষণাধীন ম্য়ান সিটি ৷ অন্যদিকে তিন ম্য়াচে জয় পেয়েছে আর্সেনাল ৷ সুতরাং, রবিবারের ম্যাচ জিতলে সিটিকে টপকে যাওয়ার সুযোগ মিকেল আর্তেতার দলের ৷

কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় রবিবার রাত 9 টায় শুরু হবে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল দ্বৈরথ ৷ চলতি ম্য়াচউইকের শেষ ম্যাচ হতে চলেছে দুই পিএল জায়ান্টের লড়াই ৷

কোথায় হবে ম্য়াচ: আর্সেনালের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি রবিবার খেলবে নিজেদের ঘরের মাঠে ৷ অর্থাৎ, ম্যাঞ্চেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ৷ ফলত ঘরের মাঠের সুবিধা যে পেপ গুয়ার্দিয়োলার দল যে পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে ফলাফল কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷

ভারতে ম্যাচের টেলিভিশন সম্প্রচার: এদেশে ইংলিশ প্রিমিয়র লিগের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সুপার সানডে'তে ম্যান সিটি-আর্সেনাল দ্বৈরথও সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কেই ৷

ভারতে মেগা ম্যাচের লাইভ স্ট্রিমিং: এদেশে ম্য়ান সিটি বনাম আর্সেনালের লড়াই অনুরাগীরা উপভোগ করতে পারবেন ডিজনি+হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে ৷

নজরে কারা: ম্য়াঞ্চেস্টার সিটির জার্সিতে অবশ্যই নজরে থাকবেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হ্য়ালান্ড ৷ গতবারের মত এবারও শীর্ষ গোলদাতার দৌড়ে থাকবেন তিনি, এমনটা আশা করাই যায় ৷ ইতিমধ্যেই 9 গোল হয়ে গিয়েছে তাঁর ৷ রবিবার দু'অঙ্কের ঘরে পৌঁছতে চাইবেন তিনি ৷ অন্যদিকে আর্সেনালের জার্সিতে নজর থাকবে বুকায়ো সাকার দিকে ৷ প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত সর্বাধিক 4টি অ্যাসিস্ট করেছেন ইংরেজ উইঙ্গার ৷

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ইংলিশ প্রিমিয়র লিগে আগামিকাল সুপার সানডে ৷ মেগা ম্য়াচে মুখোমুখি লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি বনাম গতবারের রানার্স আর্সেনাল ৷ আর্লিং হ্য়ালান্ড বনাম বুকায়ো সাকার দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল অনুরাগীরা ৷ 2024-25 প্রিমিয়র লিগেও ভালো শুরু করেছে দুই ক্লাব ৷ প্রথম চার ম্য়াচের সবক'টিতেই জয় পেয়েছে পেপ গুয়ার্দিয়োলা প্রশিক্ষণাধীন ম্য়ান সিটি ৷ অন্যদিকে তিন ম্য়াচে জয় পেয়েছে আর্সেনাল ৷ সুতরাং, রবিবারের ম্যাচ জিতলে সিটিকে টপকে যাওয়ার সুযোগ মিকেল আর্তেতার দলের ৷

কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় রবিবার রাত 9 টায় শুরু হবে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল দ্বৈরথ ৷ চলতি ম্য়াচউইকের শেষ ম্যাচ হতে চলেছে দুই পিএল জায়ান্টের লড়াই ৷

কোথায় হবে ম্য়াচ: আর্সেনালের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি রবিবার খেলবে নিজেদের ঘরের মাঠে ৷ অর্থাৎ, ম্যাঞ্চেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ৷ ফলত ঘরের মাঠের সুবিধা যে পেপ গুয়ার্দিয়োলার দল যে পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে ফলাফল কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷

ভারতে ম্যাচের টেলিভিশন সম্প্রচার: এদেশে ইংলিশ প্রিমিয়র লিগের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সুপার সানডে'তে ম্যান সিটি-আর্সেনাল দ্বৈরথও সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কেই ৷

ভারতে মেগা ম্যাচের লাইভ স্ট্রিমিং: এদেশে ম্য়ান সিটি বনাম আর্সেনালের লড়াই অনুরাগীরা উপভোগ করতে পারবেন ডিজনি+হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে ৷

নজরে কারা: ম্য়াঞ্চেস্টার সিটির জার্সিতে অবশ্যই নজরে থাকবেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হ্য়ালান্ড ৷ গতবারের মত এবারও শীর্ষ গোলদাতার দৌড়ে থাকবেন তিনি, এমনটা আশা করাই যায় ৷ ইতিমধ্যেই 9 গোল হয়ে গিয়েছে তাঁর ৷ রবিবার দু'অঙ্কের ঘরে পৌঁছতে চাইবেন তিনি ৷ অন্যদিকে আর্সেনালের জার্সিতে নজর থাকবে বুকায়ো সাকার দিকে ৷ প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত সর্বাধিক 4টি অ্যাসিস্ট করেছেন ইংরেজ উইঙ্গার ৷

Last Updated : Sep 21, 2024, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.