কলকাতা, 30 অক্টোবর: এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিতদের নিয়ে মেগা সভা করতে চলেছে রাজ্য বিজেপি । রবিবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, আগামী মাসের শেষের দিকে ওই সভা হবে ৷ 28 কিংবা 29 নভেম্বর হতে পারে ৷ যদিও দিনটি এখনও চূড়ান্তভাবে সামনে আসেনি ৷ ওই দিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ বা সিইএসসি ভবনের সামনে সমাবেশ করা করা হবে ।
সোমবার এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বঞ্চনা কাকে বলে সেটা আগামী মাসে আমরা দেখাব । বাংলার কত মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য হয়েও তাঁরা আবাস যোজনার টাকা পাননি । কারণ, তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতাকে 30 হাজার টাকা কাটমানি দিতে পারেনি । যে আগামী মাসে সারা রাজ্যের এক লক্ষেরও বেশি বঞ্চিতদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে ।’’
উল্লেখ্য, সম্প্রতি 100 দিনের প্রকল্পের বঞ্চিতদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে দু’দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে । কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা না হওয়ায় এখানে রাজভবনের সামনে 144 ধারা তোয়াক্কা না করেই লাগাতার ধরনা দেয় তৃণমূল । অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে এবং সমস্যা নিয়ে আলোচনার পর সেই বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে তৃণমূল ।
এবার তৃণমূলের পালটা সভা করতে চলেছে গেরুয়া শিবির । গ্রাম বাংলার যে লক্ষ লক্ষ মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ থেকে বঞ্চিত থেকেছে । এই নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। তাই এবার এই ইস্যুকেই হাতিয়ার করে ময়দানে নামছে পদ্মশিবির । যদিও এই সব বঞ্চিত মানুষদের নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি এমন কথা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
প্রসঙ্গত, রবিবার একাধিক বিষয় আলোচনা হয় কোর কমিটির বৈঠকে । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সতীশ ধন্ড, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, আসানসোলের বিধায়িক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সহ-পর্যবেক্ষক অমিত মালব্য, সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা-সহ আরও অনেকে ।
আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির ‘ভাব সম্প্রসারণ’ শুভেন্দু অধিকারীর