চেন্নাই, 28 নভেম্বর: একদিন পরই আছড়ে পড়েতে চলেছে ঘূর্ণিঝড় ফেঙ্গল ৷ শনিবার (30 নভেম্বর) তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূল বরাবর করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে বলে জানা গিয়েছে ৷ সেই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় 50-60 কিলোমিটার ৷ বৃহস্পতিবার সকালে এমনটাই জানিয়েছে আইএমডি ৷
এদিন সকালের এক্স পোস্টে আইএমডি জানিয়েছে যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ত্রিণকোমালি থেকে গত 6 ঘণ্টায় 2 কিলোমিটার বেগে উত্তর দিকে সরছে ৷ আইএমডি জানিয়েছে, 28 নভেম্বর সন্ধ্যা থেকে 29 নভেম্বর 2024 সকাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ 65-75 কিমি বেগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া গভীর নিম্নচাপটির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।
Deep Depression over Southwest Bay of Bengal moved northwards with a speed of 2 kmph during past 06 hours located near latitude 9.1°N and longitude 82.1°E, about 110 km east-northeast of Trincomalee.
— India Meteorological Department (@Indiametdept) November 28, 2024
To cross north Tamil Nadu-Puducherry coasts between Karaikal and Mahabalipuram… pic.twitter.com/lk979hciJZ
স্কুল-কলেজ বন্ধ
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে পুদুচেরি প্রশাসন আজ (বৃহস্পতিবার) কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । শিক্ষামন্ত্রী অরুমুগাম নমাসিভায়ম জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
তামিলনাড়ুতে বৃষ্টি অব্যাহত, ফসলের ক্ষতির আশঙ্কা
সংবাদসংস্থা পিটিআই থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, তামিলনাড়ুতে বুধবারও অবিরাম বৃষ্টিপাত হয়েছে ৷ যার জেরে কাবেরী ব-দ্বীপ অঞ্চলের ধানজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । সেখানকার বেশ কয়েকটি জায়গায় ফসল আংশিক এবং সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে ৷ কৃষকদের মোটামুটি অনুমান অনুসারে, কমপক্ষে 2 হাজার একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
আইএমডি পরামর্শ অনুযায়ী তামিলনাড়ুর গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ৷ পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷