ETV Bharat / state

দেশবিরোধী কাজে জড়িত অভিযোগে তৃণমূলের নেত্রীর স্বামী গ্রেফতার, উদ্ধার বহুমূল্য রেডিয়ো অ্যাকটিভ পদার্থ - TRINAMOOL LEADER HUSBAND ARRESTED

মঙ্গলবার রাতে ফ্রান্সিস এক্কা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সেনা ও পুলিশ ৷ ধৃতের স্ত্রী তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ৷

Trinamool Leader Husband Arrested
দেশবিরোধী কাজে জড়িত অভিযোগে তৃণমূলের নেত্রীর স্বামী গ্রেফতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 3:39 PM IST

Updated : Nov 28, 2024, 4:26 PM IST

দার্জিলিং, 28 নভেম্বর: দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী ৷ মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস ও দার্জিলিং জেলা পুলিশ । উদ্ধার হয়েছে রেডিয়ো অ্যাকটিভ পদার্থও ৷

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফ্রান্সিস এক্কা । তাঁর বাড়ি দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় । পেশায় ওই ব্যক্তি আবার কার্শিয়াং বনবিভাগের চুক্তিভিত্তিক কর্মী । ফ্রান্সিসের স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা ।

Trinamool Leader Husband Arrested
ফ্রান্সিস এক্কা (নিজস্ব ছবি)

মঙ্গলবার মাঝরাতে সুকনা ত্রিশক্তি কর্পস, মিলিটারি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ও দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে । অভিযোগ, ফ্রান্সিস এক্কা বেশকিছুদিন ধরে দেশবিরোধী অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন । বিদেশি শক্তির সঙ্গেও যোগসাজসও রয়েছে তাঁর ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সামগ্রী উদ্ধার করেন গোয়েন্দারা । প্রায় ঘণ্টাখানেকের তল্লাশিতে ফ্রান্সিসের বাড়ি থেকে ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডি-র বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে । ডিআরডিও-র নথি ফ্রান্সিস পাচার করছিল বলে অভিযোগ ।

এছাড়া উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামে একটি রেডিয়ো-অ্যাকটিভ পদার্থ । 2015 সালে ওই রাসায়নিক চুরি গিয়েছিল । আন্তর্জাতিক বাজারে এক গ্রাম ক্যালিফোর্নিয়ামের মূল্য প্রায় 17 কোটি টাকা । ফ্রান্সিসের বাড়ি থেকেও উদ্ধার রাসায়নিক পরীক্ষার জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জিতে পাঠানো হয়েছে ।

Trinamool Leader Husband Arrested
ফ্রান্সিস এক্কার বাড়িতে তল্লাশি (নিজস্ব ছবি)

উল্লেখ্য, তিন মাস আগে বিহার থেকে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ । তাঁদের কাছ থেকেও ওই রাসায়নিক উদ্ধার হয়েছিল । বিহারে ধৃত তিন পাচারকারীর সঙ্গে ফ্রান্সিসের কোনও যোগ রয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ ৷ বৃহস্পতিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা । এবার তাঁকে জেরা করে ক্যালিফোর্নিয়ামের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে বলে খবর ৷

পুলিশ এই বিষয়ে সেভাবে মুখ খুলতে চাইছে না । তবে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "সেনাবাহিনীর তথ্য ধরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । বাড়ি সিল করা হয়েছে । কিছু গুরুত্বপূর্ণ নথি ও রাসায়নিক পদার্থ উদ্ধার হয়েছে । সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে । সেনাবাহিনীও সেটা খতিয়ে দেখছে ।" কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, "কিছু নথি ও সামগ্রী পরীক্ষার জন্য সেনা নিয়েছে । বাড়িটি পুলিশ সিল করেছে । সেখানে পিকেট বসানো হয়েছে ।"

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমৃতা এক্কা ও তাঁর স্বামী বেলগাছি চা-বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন । গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি আসনে শাসকদলের হয়ে টিকিটে জয়ী হন অমৃতা । জয়ী হওয়ার পর পঞ্চায়েত সমিতির অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ হন । নির্বাচনে জয়ের পরই চা-বাগানের কাজ ছেড়ে দেন তাঁরা । সম্প্রতি আচমকা প্রতিপত্তি বৃদ্ধি পায় দম্পতির । ক্ষমতা খাটিয়ে বাগানের কোয়ার্টারেই থাকছিলেন তাঁরা ।

দার্জিলিং, 28 নভেম্বর: দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী ৷ মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস ও দার্জিলিং জেলা পুলিশ । উদ্ধার হয়েছে রেডিয়ো অ্যাকটিভ পদার্থও ৷

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ফ্রান্সিস এক্কা । তাঁর বাড়ি দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় । পেশায় ওই ব্যক্তি আবার কার্শিয়াং বনবিভাগের চুক্তিভিত্তিক কর্মী । ফ্রান্সিসের স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা ।

Trinamool Leader Husband Arrested
ফ্রান্সিস এক্কা (নিজস্ব ছবি)

মঙ্গলবার মাঝরাতে সুকনা ত্রিশক্তি কর্পস, মিলিটারি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ও দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে । অভিযোগ, ফ্রান্সিস এক্কা বেশকিছুদিন ধরে দেশবিরোধী অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন । বিদেশি শক্তির সঙ্গেও যোগসাজসও রয়েছে তাঁর ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সামগ্রী উদ্ধার করেন গোয়েন্দারা । প্রায় ঘণ্টাখানেকের তল্লাশিতে ফ্রান্সিসের বাড়ি থেকে ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডি-র বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে । ডিআরডিও-র নথি ফ্রান্সিস পাচার করছিল বলে অভিযোগ ।

এছাড়া উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামে একটি রেডিয়ো-অ্যাকটিভ পদার্থ । 2015 সালে ওই রাসায়নিক চুরি গিয়েছিল । আন্তর্জাতিক বাজারে এক গ্রাম ক্যালিফোর্নিয়ামের মূল্য প্রায় 17 কোটি টাকা । ফ্রান্সিসের বাড়ি থেকেও উদ্ধার রাসায়নিক পরীক্ষার জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জিতে পাঠানো হয়েছে ।

Trinamool Leader Husband Arrested
ফ্রান্সিস এক্কার বাড়িতে তল্লাশি (নিজস্ব ছবি)

উল্লেখ্য, তিন মাস আগে বিহার থেকে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ । তাঁদের কাছ থেকেও ওই রাসায়নিক উদ্ধার হয়েছিল । বিহারে ধৃত তিন পাচারকারীর সঙ্গে ফ্রান্সিসের কোনও যোগ রয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ ৷ বৃহস্পতিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা । এবার তাঁকে জেরা করে ক্যালিফোর্নিয়ামের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে বলে খবর ৷

পুলিশ এই বিষয়ে সেভাবে মুখ খুলতে চাইছে না । তবে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "সেনাবাহিনীর তথ্য ধরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । বাড়ি সিল করা হয়েছে । কিছু গুরুত্বপূর্ণ নথি ও রাসায়নিক পদার্থ উদ্ধার হয়েছে । সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে । সেনাবাহিনীও সেটা খতিয়ে দেখছে ।" কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, "কিছু নথি ও সামগ্রী পরীক্ষার জন্য সেনা নিয়েছে । বাড়িটি পুলিশ সিল করেছে । সেখানে পিকেট বসানো হয়েছে ।"

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমৃতা এক্কা ও তাঁর স্বামী বেলগাছি চা-বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন । গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি আসনে শাসকদলের হয়ে টিকিটে জয়ী হন অমৃতা । জয়ী হওয়ার পর পঞ্চায়েত সমিতির অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ হন । নির্বাচনে জয়ের পরই চা-বাগানের কাজ ছেড়ে দেন তাঁরা । সম্প্রতি আচমকা প্রতিপত্তি বৃদ্ধি পায় দম্পতির । ক্ষমতা খাটিয়ে বাগানের কোয়ার্টারেই থাকছিলেন তাঁরা ।

Last Updated : Nov 28, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.