ETV Bharat / technology

বছর শেষের আগে বাজারে OnePlus-এর নতুন মডেল - ONEPLUS ACE 5

শীঘ্রই বাজারে আসছে 'Oneplus Ace 5' সিরিজ ৷ ডিসেম্বরে ক্রেতাদের জন্য এই মডেলটি লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছে সংস্থা ৷

OnePlus Ace 5
OnePlus Ace 5 ফার্স্ট লুক (OnePlus)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 4:00 PM IST

হায়দরাবাদ: বড়দিনের আগে বাজারে আসছে OnePlus-এর নতুন স্মার্টফোন 'Ace 5' সিরিজ ৷ 'Oneplus Ace 5' এবং 'Oneplus Ace 5 Pro' মডেল এই সিরিজে যুক্ত হয়েছে । 'OnePlus Ace 3' সিরিজের পর একেবার 'Ace 5' আনবে। এই নতুন মডেলটি এর আগের সংস্করণের তুলনায় সবদিক থেকে আপগ্রেডেড ৷ এই ফোনটি ভারতের বাজারে 'Oneplus 13R' নামে লঞ্চ হবে ।

স্ন্যাপড্রাগন 8, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা! বাজার কাঁপাতে তৈরি Redmi K80

ভারতীয় বাজারে লঞ্চের আগে 'Oneplus Ace 5'-এর স্পেসিফিকেশন অনলাইনে প্রকাশ্যে হয়েছে । এই সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে ক্রেতাদের জন্য বাজারজাত করা হবে ৷ নির্দিষ্ট দিন জানা না গেলেও ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে সিরিজের দু’টি মডেল লঞ্চ করা হতে পারে ৷ সংস্থাটি ইতিমধ্যেই দু’টি মডেলের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছে ৷

অবিশ্বাস্য! বাজারে এল রেডমির ওয়াটারপ্রুফ স্মার্টফোন

'OnePlus Ace 5' সিরিজের বৈশিষ্ট্য: এই সিরিজের 'OnePlus Ace 5' মডেল Qualcomm Snapdragon 8 Gen 3 SoC-র সঙ্গে লঞ্চ হতে পারে। 'Ace 5 Pro'-তে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে । কিন্তু এর মধ্যে 'Ace 5 Pro' ভারতের বাজারে আসবে না। তবে 'Oneplus Ace 5' মোবাইলটিকে 'Oneplus 13R' হিসাবে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে ।

1.5K রেজোলিউশন ডিসপ্লে: 'OnePlus Ace 5' ফোনটিতে 1.5K রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6000 বা 6500mAh ব্যাটারি ও 100W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে ৷ Ace 5 বা OnePlus 13R-এর মধ্যে OnePlus 13-এর মতো Hasselblad-tuned ক্যামেরা থাকবে না । এছাড়াও, এতে টেলিফটো সেন্সর নেই ।

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

আনুমানিক মূল্য: Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসের আছে ৷ 'Oneplus Ace 5' একটি পাওয়ার হাউস ফোন। এই ফোনটি ভারতে লঞ্চ হলে এর দাম হবে 50 হাজার টাকার কম। সঠিক দাম হবে তা এখনও জানা যায়নি ৷ তবে 'Oneplus Ace 5 Pro' এর থেকে আরও অনন্য ফিচার থাকবে নতুন মডেল । কিন্তু এই ফোনটি শুধুমাত্র চিনের বাজারে পাওয়া যাবে। সংস্থাটি বিশ্ববাজারে অন্য কোথাও এটি প্রকাশ করেনি এখনও পর্যন্ত।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

হায়দরাবাদ: বড়দিনের আগে বাজারে আসছে OnePlus-এর নতুন স্মার্টফোন 'Ace 5' সিরিজ ৷ 'Oneplus Ace 5' এবং 'Oneplus Ace 5 Pro' মডেল এই সিরিজে যুক্ত হয়েছে । 'OnePlus Ace 3' সিরিজের পর একেবার 'Ace 5' আনবে। এই নতুন মডেলটি এর আগের সংস্করণের তুলনায় সবদিক থেকে আপগ্রেডেড ৷ এই ফোনটি ভারতের বাজারে 'Oneplus 13R' নামে লঞ্চ হবে ।

স্ন্যাপড্রাগন 8, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা! বাজার কাঁপাতে তৈরি Redmi K80

ভারতীয় বাজারে লঞ্চের আগে 'Oneplus Ace 5'-এর স্পেসিফিকেশন অনলাইনে প্রকাশ্যে হয়েছে । এই সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে ক্রেতাদের জন্য বাজারজাত করা হবে ৷ নির্দিষ্ট দিন জানা না গেলেও ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে সিরিজের দু’টি মডেল লঞ্চ করা হতে পারে ৷ সংস্থাটি ইতিমধ্যেই দু’টি মডেলের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছে ৷

অবিশ্বাস্য! বাজারে এল রেডমির ওয়াটারপ্রুফ স্মার্টফোন

'OnePlus Ace 5' সিরিজের বৈশিষ্ট্য: এই সিরিজের 'OnePlus Ace 5' মডেল Qualcomm Snapdragon 8 Gen 3 SoC-র সঙ্গে লঞ্চ হতে পারে। 'Ace 5 Pro'-তে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে । কিন্তু এর মধ্যে 'Ace 5 Pro' ভারতের বাজারে আসবে না। তবে 'Oneplus Ace 5' মোবাইলটিকে 'Oneplus 13R' হিসাবে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে ।

1.5K রেজোলিউশন ডিসপ্লে: 'OnePlus Ace 5' ফোনটিতে 1.5K রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6000 বা 6500mAh ব্যাটারি ও 100W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে ৷ Ace 5 বা OnePlus 13R-এর মধ্যে OnePlus 13-এর মতো Hasselblad-tuned ক্যামেরা থাকবে না । এছাড়াও, এতে টেলিফটো সেন্সর নেই ।

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

আনুমানিক মূল্য: Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসের আছে ৷ 'Oneplus Ace 5' একটি পাওয়ার হাউস ফোন। এই ফোনটি ভারতে লঞ্চ হলে এর দাম হবে 50 হাজার টাকার কম। সঠিক দাম হবে তা এখনও জানা যায়নি ৷ তবে 'Oneplus Ace 5 Pro' এর থেকে আরও অনন্য ফিচার থাকবে নতুন মডেল । কিন্তু এই ফোনটি শুধুমাত্র চিনের বাজারে পাওয়া যাবে। সংস্থাটি বিশ্ববাজারে অন্য কোথাও এটি প্রকাশ করেনি এখনও পর্যন্ত।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.