ETV Bharat / state

গণনাকেন্দ্রেই BJP এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - crpf

গালিগালাজ করার প্রতিবাদে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্টিং এজেন্টদের বিরুদ্ধে । ঘটনাটি বেলুড়ের ।

BJP মহিলা কাউন্টিং এজেন্টদের মারধর
author img

By

Published : May 23, 2019, 4:25 PM IST

Updated : May 23, 2019, 6:43 PM IST

কলকাতা, 23 মে : BJP মহিলা কাউন্টিং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে । ঘটনাটি বেলুড়ের । হাওড়া লোকসভার গণনা হচ্ছে বেলুড়ে । অভিযোগ, গণনার সময় তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা BJP-র মহিলা কাউন্টিং এজেন্টদের ওপর চড়াও হয় । BJP-র মহিলা কাউন্টিং এজেন্টরা ঘটনার প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা । অবশেষে CRPF ও পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র এজেন্ট অর্পিতা গোস্বামী বলেন, "তৃণমূলের মহিলাকর্মীরা আমাদের প্রথম থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল । তাও আমরা চুপ করে ছিলাম । এর কিছুক্ষণ পর ওরা নিজেদের চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে মারতে থাকে । আমার ঘাড়ে, মাথায় আঘাত করেছে । এর ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি । অবশেষে CRPF ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে ।"

এই বিষয়ে হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব বলেন, "এজেন্টদের নিরাপত্তা নেই । ভিতরে যেখানে এজেন্টরা বসে সেখানে তাদের মারা হচ্ছে । আমি এখন গণনার ফল নিয়ে মাথা ঘামাচ্ছি না । এই ঘটনায় আমি থানায় অভিযোগ জানাব । তৃণমূল নিজেদের মতো করে কাউন্টিং করবে বলে এমন ঘটনা ঘটাচ্ছে ।"

কলকাতা, 23 মে : BJP মহিলা কাউন্টিং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে । ঘটনাটি বেলুড়ের । হাওড়া লোকসভার গণনা হচ্ছে বেলুড়ে । অভিযোগ, গণনার সময় তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা BJP-র মহিলা কাউন্টিং এজেন্টদের ওপর চড়াও হয় । BJP-র মহিলা কাউন্টিং এজেন্টরা ঘটনার প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা । অবশেষে CRPF ও পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র এজেন্ট অর্পিতা গোস্বামী বলেন, "তৃণমূলের মহিলাকর্মীরা আমাদের প্রথম থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল । তাও আমরা চুপ করে ছিলাম । এর কিছুক্ষণ পর ওরা নিজেদের চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে মারতে থাকে । আমার ঘাড়ে, মাথায় আঘাত করেছে । এর ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি । অবশেষে CRPF ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে ।"

এই বিষয়ে হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব বলেন, "এজেন্টদের নিরাপত্তা নেই । ভিতরে যেখানে এজেন্টরা বসে সেখানে তাদের মারা হচ্ছে । আমি এখন গণনার ফল নিয়ে মাথা ঘামাচ্ছি না । এই ঘটনায় আমি থানায় অভিযোগ জানাব । তৃণমূল নিজেদের মতো করে কাউন্টিং করবে বলে এমন ঘটনা ঘটাচ্ছে ।"

Intro:কলকাতা, ২৩ মে: হাওড়া লোকসভা কেন্দ্রের 169 নম্বর কনস্টিটিউয়েন্সি যার গণনা হচ্ছে বেলুড়ে সেখানে বিজেপি এবং টিএমসির মহিলা কাউন্টিং এজেন্টদের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ, হঠাৎ টিএমসির কাউন্টিং এজেন্ট চড়াও হয়ে বিজেপির মহিলা কাউন্টিং এজেন্টকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। বিজেপির মহিলা কাউন্টিং এজেন্ট প্রতিবাদ জানালে তাদের মারধর করে তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্ট। সিআরপিএফ এবং পুলিশের তত্ত্বাবধানে আটকানো হয় তাদেরকে। Body:বিজেপির অভিযোগ, ওই টিএমসির মহিলা আমাদেরকে গালাগাল করছিল। আমরা যখন প্রতিবাদ জানিয়েছি তখন আমাদেরকে মারধর করা হয়।Conclusion:
Last Updated : May 23, 2019, 6:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.