ETV Bharat / state

ক্যানসার আক্রান্ত বাংলাদেশির কাছে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার পুলিশকর্মী

প্রকাশ্যে বাংলাদেশি নাগরিকের থেকে 27 হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কলকাতা পুলিশের এক পুলিশকর্মীর বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

police man snatched Bangladeshi
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 20, 2019, 5:46 PM IST


কলকাতা, 20 ডিসেম্বর : মুচিপাড়া থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় কলকাতা পুলিশের নাম জড়ানোর পরে কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । ক্রাইম কনফারেন্সে তিনি জানিয়েছিলেন, এমন ঘটনা বাহিনীর কেউ ঘটালে নিতে হবে কড়া পদক্ষেপ । কিন্তু তারপরও 2 বাংলাদেশি নাগরিকের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ঘটনায় শোরগোল পড়ে যায় । তদন্তে নেমে দেখা যায় অভিযোগ সত‍্যি । তালতলা থানার গাড়ির চালক ঘটিয়েছেন ঘটনা । সেই সূত্রে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ ।

ঘটনাটি ঘটেছিল 21 নভেম্বর । বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসেন মোশারফ হোসেন । তিনি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা । ক্যানসার আক্রান্ত মোশারফ আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে মুম্বইয়ে গেছিলেন চিকিৎসা করাতে । 20 নভেম্বর তাঁরা মুম্বই থেকে কলকাতায় ফেরেন । সেদিন রাতে মির্জ়া গালিব স্ট্রিটের একটি হোটেলে থাকেন । পরদিন সকালেই গেঁদে সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা ছিল তাঁদের । সেই সূত্রে শিয়ালদা থেকে ট্রেন ধরার জন্য ট‍্যাক্সিতে ওঠেন । মৌলালি মোড়ের কাছে এক খাঁকি উর্দিধারী তাঁদের ট্যাক্সি থামান । জানতে চান তাঁদের পরিচয় । অভিযোগ, পরিচয় দেওয়ার পর মোশারফের সঙ্গে থাকা 27 হাজার টাকা কেড়ে নেন ওই পুলিশকর্মী । এমন কী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পাসপোর্ট । পরে সাত হাজার টাকা এবং পাসপোর্ট ফিরিয়ে দেন মোশারফকে । কোনওরকমে দেশে ফেরেন তাঁরা ।


চলতি মাসে কলকাতার নগরপাল এবং গোয়েন্দা প্রধানকে ইমেল-এ নিজের অভিজ্ঞতার কথা জানান মোশারফ । অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । অবিলম্বে দোষীকে চিহ্নিত করার নির্দেশ দেন অনুজ শর্মা । ঘটনার তদন্ত নামে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন । খতিয়ে দেখা হয় মৌলালি চত্বরের CCTV ক্যামেরার ফুটেজ । দেখা যায় অভিযোগের সারবত্তা রয়েছে । চিহ্নিত করা হয় অভিযুক্ত পুলিশকর্মীকে । তিনি তালতলা থানার গাড়ির চালক বিশ্বনাথ বিশ্বাস । তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ।


কলকাতা, 20 ডিসেম্বর : মুচিপাড়া থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় কলকাতা পুলিশের নাম জড়ানোর পরে কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । ক্রাইম কনফারেন্সে তিনি জানিয়েছিলেন, এমন ঘটনা বাহিনীর কেউ ঘটালে নিতে হবে কড়া পদক্ষেপ । কিন্তু তারপরও 2 বাংলাদেশি নাগরিকের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ঘটনায় শোরগোল পড়ে যায় । তদন্তে নেমে দেখা যায় অভিযোগ সত‍্যি । তালতলা থানার গাড়ির চালক ঘটিয়েছেন ঘটনা । সেই সূত্রে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ ।

ঘটনাটি ঘটেছিল 21 নভেম্বর । বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসেন মোশারফ হোসেন । তিনি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা । ক্যানসার আক্রান্ত মোশারফ আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে মুম্বইয়ে গেছিলেন চিকিৎসা করাতে । 20 নভেম্বর তাঁরা মুম্বই থেকে কলকাতায় ফেরেন । সেদিন রাতে মির্জ়া গালিব স্ট্রিটের একটি হোটেলে থাকেন । পরদিন সকালেই গেঁদে সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা ছিল তাঁদের । সেই সূত্রে শিয়ালদা থেকে ট্রেন ধরার জন্য ট‍্যাক্সিতে ওঠেন । মৌলালি মোড়ের কাছে এক খাঁকি উর্দিধারী তাঁদের ট্যাক্সি থামান । জানতে চান তাঁদের পরিচয় । অভিযোগ, পরিচয় দেওয়ার পর মোশারফের সঙ্গে থাকা 27 হাজার টাকা কেড়ে নেন ওই পুলিশকর্মী । এমন কী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পাসপোর্ট । পরে সাত হাজার টাকা এবং পাসপোর্ট ফিরিয়ে দেন মোশারফকে । কোনওরকমে দেশে ফেরেন তাঁরা ।


চলতি মাসে কলকাতার নগরপাল এবং গোয়েন্দা প্রধানকে ইমেল-এ নিজের অভিজ্ঞতার কথা জানান মোশারফ । অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । অবিলম্বে দোষীকে চিহ্নিত করার নির্দেশ দেন অনুজ শর্মা । ঘটনার তদন্ত নামে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন । খতিয়ে দেখা হয় মৌলালি চত্বরের CCTV ক্যামেরার ফুটেজ । দেখা যায় অভিযোগের সারবত্তা রয়েছে । চিহ্নিত করা হয় অভিযুক্ত পুলিশকর্মীকে । তিনি তালতলা থানার গাড়ির চালক বিশ্বনাথ বিশ্বাস । তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:কলকাতা, ২০ ডিসেম্বর: রক্ষকের ভক্ষক হয়ে ওঠে চলবে না। মুচিপাড়া থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় কলকাতা পুলিশের নাম জড়ানোর পরে এমন নির্দেশ দিয়েছিলেন নগরপাল অনুজ শর্মা। ক্রাইম কনফারেন্সে তিনি সাফ জানিয়ে ছিলেন, এমন ঘটনা বাহিনীর কেউ ঘটালে নিতে হবে কড়া পদক্ষেপ। কিন্তু তার পরেও 2 বাংলাদেশী নাগরিকের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে যায়। তদন্তে নেমে দেখা যায় অভিযোগ সত‍্যি। তালতলা থানার গাড়ির চালক ঘটিয়েছেন ঘটনা। সেই সূত্রে তাকে গ্রেপ্তার করল পুলিশ।



Body:ঘটনা গত 21 নভেম্বরের। ভারতে চিকিৎসা করাতে এসে প্রায় বেনজির ঘটনার সাক্ষী হন মোশারফ হোসেন। তিনি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। বয়স 48 বছর। ক্যান্সার আক্রান্ত মোশারফ আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কুড়ি নভেম্বর তিনি মুম্বই থেকে কলকাতায় ফেরেন। ঐদিন রাতে থাকেন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। পরদিন সকালেই গেদে সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা ছিল তার। সেই সূত্রে তিনি শিয়ালদা থেকে ট্রেন ধরার জন্য ট‍্যাক্সিতে ওঠেন। মৌলালি মোড়ের কাছে এক খাঁকি উর্দিধারী তাদের ট্যাক্সি থামান। জানতে চান তাদের পরিচয়। বাংলাদেশি পরিচয় পেয়েই সুযোগের সদ্ব্যবহার করেন উর্দিধারী। কেড়ে নেন মোশাররফকে সঙ্গে থাকা 27 হাজার টাকা। এমনকি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পাসপোর্ট। পরে 7000 টাকা এবং পাসপোর্ট ফিরিয়ে দেন মোশারফদের। কোনো রকমে দেশে ফেরেন তারা।


Conclusion:পরে ডিসেম্বর মাসে নগরপাল এবং গোয়েন্দা প্রধানকে ইমেইলে নিজের অভিজ্ঞতার কথা জানান মোশারফ। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ক্ষুব্ধ হন নগরপাল। নির্দেশ দেন অবিলম্বে দোষীকে চিহ্নিত করার। তদন্ত নামে অ্যান্টি রাউডি সেকশন। খতিয়ে দেখা হয় মৌলালি ছাত্রদের সিসিটিভি ক্যামেরা। দেখা যায় অভিযোগের সারবত্তা রয়েছে। চিহ্নিত করা হয় বেশি পুলিশকর্মীকে। তিনি তালতলা থানার গাড়ির চালক বিশ্বনাথ বিশ্বাস। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.