ETV Bharat / state

লক্ষ্য বিধানসভা নির্বাচন , কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার 3 BJP সাংসদ ?

BJP সূত্রে খবর , তালিকায় নাম রয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর , হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক , জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার ।

Assembly election 2021
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার 3 BJP সাংসদ ?
author img

By

Published : Nov 2, 2020, 3:45 PM IST

Updated : Nov 2, 2020, 3:56 PM IST

কলকাতা , 2 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বাংলার তিন BJP সাংসদকে । BJP সূত্রে এমনই জানা গেছে । সেই তালিকায় রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর , হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক , জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা । এই তালিকা থেকে অন্তত তিনজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে BJP সূত্রে খবর । দু-এক মাসের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে ।


BJP সূত্রে খবর , কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তনু ঠাকুরের । মূলত, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতেই শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হতে পারে । শান্তনু ঠাকুর মন্ত্রী হলে 2021-এর বিধানসভা নির্বাচনে লাভ হবে BJP-র । রাজ্যের মতুয়া ভোটব্যাঙ্ক মজবুত হবে ।

কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিককেও মন্ত্রী করা হতে পারে । মূলত, উত্তরবঙ্গের রাজবংশী ভোটকে মাথায় রেখে নিশীথের মন্ত্রী হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । উত্তরবঙ্গের সবথেকে ভালো ফল করেছে BJP । তাই একদিকে রাজবংশী সম্প্রদায় ও উত্তরবঙ্গের মানুষকে বার্তা দিতে নিশীথকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে ।

আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলাকেও মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে । রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মন জয় করতে জন বারলাকে মন্ত্রী করা হতে পারে । রাজ্যে একাধিক বিধানসভায় তপশিলি উপজাতি ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে । তাই তপশিলি উপজাতি ভোট ব্যাঙ্ক মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর ।

BJP-র লড়াকু নেত্রী হিসেবে পরিচিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় । সংসদেও তাঁর পারফরম্যান্স খুবই ভালো । BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায়ের কাজে খুশি । তাঁকে রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক করা হয়েছে । এবার লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী করার পরিকল্পনা করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । যার সুফল 2021-এর বিধানসভা ভোটে মিলবে বলে আশাবাদী গেরুয়া শিবির ।

জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত রায় একজন উচ্চশিক্ষিত ও ডাক্তার । জলপাইগুড়ির মানুষ তাঁকে খুবই গুরুত্ব দেয় । জয়ন্ত রায় RSS-এর কাছের লোক । তাই তাঁকেও মন্ত্রিসভায় স্থান দিয়ে উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে চাইছে BJP ।

এই বিষয়ে BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দিল্লি বাংলাকে সব সময় গুরুত্ব দেয় । বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি । আমরা আরও দুই থেকে তিনজন সাংসদকে দিল্লিতে মন্ত্রী করতে চাই । এতে রাজ্যের মানুষের উপকার হবে । রাজ্যের উন্নয়ন হবে । কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া হবে । তাই আমরাও চাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলার গুরুত্ব বাড়ুক । "

কলকাতা , 2 নভেম্বর : 2021-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বাংলার তিন BJP সাংসদকে । BJP সূত্রে এমনই জানা গেছে । সেই তালিকায় রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর , হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় , কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক , জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় , আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা । এই তালিকা থেকে অন্তত তিনজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে BJP সূত্রে খবর । দু-এক মাসের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে ।


BJP সূত্রে খবর , কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তনু ঠাকুরের । মূলত, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতেই শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হতে পারে । শান্তনু ঠাকুর মন্ত্রী হলে 2021-এর বিধানসভা নির্বাচনে লাভ হবে BJP-র । রাজ্যের মতুয়া ভোটব্যাঙ্ক মজবুত হবে ।

কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিককেও মন্ত্রী করা হতে পারে । মূলত, উত্তরবঙ্গের রাজবংশী ভোটকে মাথায় রেখে নিশীথের মন্ত্রী হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । উত্তরবঙ্গের সবথেকে ভালো ফল করেছে BJP । তাই একদিকে রাজবংশী সম্প্রদায় ও উত্তরবঙ্গের মানুষকে বার্তা দিতে নিশীথকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে ।

আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলাকেও মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে । রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মন জয় করতে জন বারলাকে মন্ত্রী করা হতে পারে । রাজ্যে একাধিক বিধানসভায় তপশিলি উপজাতি ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে । তাই তপশিলি উপজাতি ভোট ব্যাঙ্ক মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর ।

BJP-র লড়াকু নেত্রী হিসেবে পরিচিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় । সংসদেও তাঁর পারফরম্যান্স খুবই ভালো । BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায়ের কাজে খুশি । তাঁকে রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক করা হয়েছে । এবার লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী করার পরিকল্পনা করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । যার সুফল 2021-এর বিধানসভা ভোটে মিলবে বলে আশাবাদী গেরুয়া শিবির ।

জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত রায় একজন উচ্চশিক্ষিত ও ডাক্তার । জলপাইগুড়ির মানুষ তাঁকে খুবই গুরুত্ব দেয় । জয়ন্ত রায় RSS-এর কাছের লোক । তাই তাঁকেও মন্ত্রিসভায় স্থান দিয়ে উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে চাইছে BJP ।

এই বিষয়ে BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দিল্লি বাংলাকে সব সময় গুরুত্ব দেয় । বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি । আমরা আরও দুই থেকে তিনজন সাংসদকে দিল্লিতে মন্ত্রী করতে চাই । এতে রাজ্যের মানুষের উপকার হবে । রাজ্যের উন্নয়ন হবে । কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মানুষকে সুবিধা পৌঁছে দেওয়া হবে । তাই আমরাও চাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলার গুরুত্ব বাড়ুক । "

Last Updated : Nov 2, 2020, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.