ETV Bharat / state

New Appointment Rules: মন্ত্রিসভার আগামী বৈঠকেই পাশ হতে পারে নিয়োগ বিধি সংশোধন - স্কুল সার্ভিস কমিশন

Appointment Rule Amendment: নতুন নিয়োগের জন্য নিয়োগ বিধিতে সংশোধন প্রয়োজন ৷ সেই বিধি সংশোধন মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো জরুরি ৷ আগামী বৈঠকেই তা পাশ হয়ে যেতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷

Nabanna
নবান্ন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 5:57 PM IST

কলকাতা, 2 অক্টোবর: কবে মিলবে চাকরি ? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অসংখ্য চাকরিপ্রার্থী । নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন ওই চাকরিপ্রার্থীরা । সেই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজন ছিল নিয়োগ বিধি সংশোধনের । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধান শিক্ষক পদের জন্য সেই নিয়োগ বিধি সংশোধনের কাজ শেষ হয়েছে । এবার সংশোধিত নিয়োগ বিধি মন্ত্রিসভার আগামী বৈঠকে পাশ হয়ে যেতে পারে বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় 22 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে । তখনই তিনি জানিয়েছিলেন যে নতুন এই নিয়োগের আগে নিয়োগ বিধিতে বদল আনা দরকার । সেই মতোই শুরু হয়েছে কাজ ।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমার মনে হচ্ছে, এটা সামনের মন্ত্রিসভায় পাশ হবে । তারপর এসএসসি সিদ্ধান্ত নেবে ওরা কবে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ।"

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে খবর, ধাপে ধাপে সবস্তরেই নতুন নিয়োগের পথে হাঁটবে তারা । তবে, শুরুটা হবে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে । স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা প্রায় 2 হাজার 500 । নিয়োগ বিধি মন্ত্রিসভায় পাস হয়ে গেলে, এই শূন্যপদগুলিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে আর কোনও বাধা থাকবে না । সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে তারপর ধাপে ধাপে নবম-দশমে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে ।

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই প্রাথমিকে 12000 শিক্ষক নিয়োগ, জানালেন ব্রাত্য

কলকাতা, 2 অক্টোবর: কবে মিলবে চাকরি ? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অসংখ্য চাকরিপ্রার্থী । নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন ওই চাকরিপ্রার্থীরা । সেই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজন ছিল নিয়োগ বিধি সংশোধনের । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধান শিক্ষক পদের জন্য সেই নিয়োগ বিধি সংশোধনের কাজ শেষ হয়েছে । এবার সংশোধিত নিয়োগ বিধি মন্ত্রিসভার আগামী বৈঠকে পাশ হয়ে যেতে পারে বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় 22 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে । তখনই তিনি জানিয়েছিলেন যে নতুন এই নিয়োগের আগে নিয়োগ বিধিতে বদল আনা দরকার । সেই মতোই শুরু হয়েছে কাজ ।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমার মনে হচ্ছে, এটা সামনের মন্ত্রিসভায় পাশ হবে । তারপর এসএসসি সিদ্ধান্ত নেবে ওরা কবে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ।"

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে খবর, ধাপে ধাপে সবস্তরেই নতুন নিয়োগের পথে হাঁটবে তারা । তবে, শুরুটা হবে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে । স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা প্রায় 2 হাজার 500 । নিয়োগ বিধি মন্ত্রিসভায় পাস হয়ে গেলে, এই শূন্যপদগুলিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে আর কোনও বাধা থাকবে না । সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে তারপর ধাপে ধাপে নবম-দশমে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে ।

আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই প্রাথমিকে 12000 শিক্ষক নিয়োগ, জানালেন ব্রাত্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.