ETV Bharat / state

নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজাল প্রদেশ কংগ্রেস - অধীর চৌধুরি

জেলা ও ব্লকগুলিকে নতুনভাবে সাজানো হয়েছে । অঞ্চল ও বুথ কমিটি সংগঠনকে মজবুত করার দিকে নজর দেওয়া হচ্ছে । সেইসঙ্গে 17 ডিসেম্বর এআইসিসির প্রতিনিধিদের সঙ্গে রাজ্য স্তরের নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । ওইদিনের বৈঠকে নির্বাচনী প্রচারের রণকৌশল ও সংগঠনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে ।

Kolkata
প্রদেশ কংগ্রেস
author img

By

Published : Dec 8, 2020, 8:41 AM IST

কলকাতা , 8 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ঢেলে সাজানো হল শহরের কংগ্রেসের সংগঠনকে । উত্তর কলকাতা জেলা কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক প্রেসিডেন্ট মনোনীত করা হয় । আর সাংগঠনিকভাবে দক্ষিণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকার কংগ্রেস কর্মীদের দায়িত্ব দেওয়া হল বিধানসভা নির্বাচনের জন্য । এখন থেকেই তৈরি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীদের । পাশাপাশি , জেলা ও ব্লকগুলিকে নতুনভাবে সাজানো হয়েছে । অঞ্চল ও বুথ কমিটি পর্যন্ত সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস ।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে , রাজ্যব্যাপী কংগ্রেসের প্রথম দফার জেলা মিছিল এবং সভার পর এআইসিসির প্রতিনিধিদের সঙ্গে রাজ্য স্তরের নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । চলতি মাসের 17 তারিখ বৈঠকের দিন ঠিক করা হয়েছে । বৈঠকে মূলত , সংগঠনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে । বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদ ।

আরও পড়ুন , দলের মিডিয়া সেন্টারকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল , দায়িত্ব ভাগ দলীয় মুখপাত্রদের

বামফ্রন্টের সঙ্গে সমঝোতা ছাড়াও একক ভাবে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা সক্রিয় তা যাচাই করতে চায় প্রদেশ কংগ্রেস । 17 ডিসেম্বরের বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রচারের রণকৌশল , মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা তথা আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে । ইতিমধ্যেই যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছেন , তাদের ফিরে আসার বার্তা দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । বৃহত্তর স্বার্থের জন্য আত্মত্যাগ করার কথাও বলেছেন তিনি । বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বিধায়করা বামফ্রন্টের সঙ্গে সমঝোতা চাইছেন না , তাদের উদ্দেশ্য করে কঠোর এবং নমনীয় বার্তা দেবেন তিনি ।

আরও পড়ুন , "সুদীপ্ত সেনের চিঠি প্রশান্ত কিশোরের হাতে, এটাই দুর্নীতি", বলছে বিরোধীরা

কলকাতা , 8 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ঢেলে সাজানো হল শহরের কংগ্রেসের সংগঠনকে । উত্তর কলকাতা জেলা কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক প্রেসিডেন্ট মনোনীত করা হয় । আর সাংগঠনিকভাবে দক্ষিণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকার কংগ্রেস কর্মীদের দায়িত্ব দেওয়া হল বিধানসভা নির্বাচনের জন্য । এখন থেকেই তৈরি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীদের । পাশাপাশি , জেলা ও ব্লকগুলিকে নতুনভাবে সাজানো হয়েছে । অঞ্চল ও বুথ কমিটি পর্যন্ত সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস ।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে , রাজ্যব্যাপী কংগ্রেসের প্রথম দফার জেলা মিছিল এবং সভার পর এআইসিসির প্রতিনিধিদের সঙ্গে রাজ্য স্তরের নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । চলতি মাসের 17 তারিখ বৈঠকের দিন ঠিক করা হয়েছে । বৈঠকে মূলত , সংগঠনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে । বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জিতিন প্রসাদ ।

আরও পড়ুন , দলের মিডিয়া সেন্টারকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল , দায়িত্ব ভাগ দলীয় মুখপাত্রদের

বামফ্রন্টের সঙ্গে সমঝোতা ছাড়াও একক ভাবে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা সক্রিয় তা যাচাই করতে চায় প্রদেশ কংগ্রেস । 17 ডিসেম্বরের বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রচারের রণকৌশল , মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা তথা আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে । ইতিমধ্যেই যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছেন , তাদের ফিরে আসার বার্তা দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । বৃহত্তর স্বার্থের জন্য আত্মত্যাগ করার কথাও বলেছেন তিনি । বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বিধায়করা বামফ্রন্টের সঙ্গে সমঝোতা চাইছেন না , তাদের উদ্দেশ্য করে কঠোর এবং নমনীয় বার্তা দেবেন তিনি ।

আরও পড়ুন , "সুদীপ্ত সেনের চিঠি প্রশান্ত কিশোরের হাতে, এটাই দুর্নীতি", বলছে বিরোধীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.