ETV Bharat / state

থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ আইনজীবীর - old man died

হর্ন বাজানোর প্রতিবাদ করায় ব্যক্তির মারধরে মৃত্যু বৃদ্ধের ৷ মৃতের নাম রমেশ বেহেল ৷ ঘটনায় মূল অভিযুক্ত আইনজীবী তড়িৎ শিকদার ভবানীপুর থানায় আজ আত্মসমর্পণ করেন ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু কলকাতা পুলিশের ৷

ছবি
author img

By

Published : Oct 21, 2019, 2:07 PM IST

কলকাতা, 21 অক্টোবর: অধৈর্য ব্যক্তির মার বৃদ্ধকে । ঘটনার জেরে বকুল বাগান রোড এলাকায় মৃত্যু হয় একটি সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের । ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন আইনজীবী তড়িৎ শিকদার । আজ তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি 17 অক্টোবর দুপুর 1 টা নাগাদ ঘটে । বকুলবাগান রোড এবং রমেশ মিত্র রোডের সংযোগস্থলে গাড়ি থেকে নেমে কিছু কাজ করছিলেন রমেশ বেহেল । বয়স 68 । পিছন থেকে অন্য একটি গাড়ি এসে টানা হর্ন দিতে থাকে । ঘটনার মৃদু প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা রমেশ । তখন ওই গাড়ি থেকে নেমে আসেন তড়িৎ শিকদার । তিনি ধাক্কা মারেন বৃদ্ধকে । থাপ্পড়ও মারেন ৷ এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ । আশপাশের মানুষের ভিড় জমাতে শুরু করলে গাড়ি নিয়ে পালিয়ে যান পেশায় আইনজীবী তড়িৎ । তারপর রমেশবাবুকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : গাড়ি সরাতে দেরি, যুবকের মারে মৃত্যু বৃদ্ধের

ঘটনায় রমেশবাবুর গাড়িচালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ । এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে পুলিশ । জানা যায়, গাড়িটি ছিল আইনজীবীর । তাঁর খোঁজ চলছিল । আজ তিনি নিজেই তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করেন । আলিপুর আদালতে আজ তাঁকে তোলা হবে ৷

কলকাতা, 21 অক্টোবর: অধৈর্য ব্যক্তির মার বৃদ্ধকে । ঘটনার জেরে বকুল বাগান রোড এলাকায় মৃত্যু হয় একটি সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের । ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন আইনজীবী তড়িৎ শিকদার । আজ তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি 17 অক্টোবর দুপুর 1 টা নাগাদ ঘটে । বকুলবাগান রোড এবং রমেশ মিত্র রোডের সংযোগস্থলে গাড়ি থেকে নেমে কিছু কাজ করছিলেন রমেশ বেহেল । বয়স 68 । পিছন থেকে অন্য একটি গাড়ি এসে টানা হর্ন দিতে থাকে । ঘটনার মৃদু প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা রমেশ । তখন ওই গাড়ি থেকে নেমে আসেন তড়িৎ শিকদার । তিনি ধাক্কা মারেন বৃদ্ধকে । থাপ্পড়ও মারেন ৷ এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ । আশপাশের মানুষের ভিড় জমাতে শুরু করলে গাড়ি নিয়ে পালিয়ে যান পেশায় আইনজীবী তড়িৎ । তারপর রমেশবাবুকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : গাড়ি সরাতে দেরি, যুবকের মারে মৃত্যু বৃদ্ধের

ঘটনায় রমেশবাবুর গাড়িচালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ । এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে পুলিশ । জানা যায়, গাড়িটি ছিল আইনজীবীর । তাঁর খোঁজ চলছিল । আজ তিনি নিজেই তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করেন । আলিপুর আদালতে আজ তাঁকে তোলা হবে ৷

Intro:কলকাতা, ২১ অক্টোবর: অধৈর্য যুবকের মার বৃদ্ধকে। ঘটনার জেরে বকুল বাগান রোড এলাকায় মৃত্যু হয় একটি সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কলকাতা পুলিশ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল আইনজীবী তড়িৎ শিকদার। আজ তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন।Body:পুলিশ সূত্রের খবর, ঘটনা ঘটে ১৭ অক্টোবর দুপুর 1 টা নাগাদ। বকুলবাগান রোড এবং রমেশ মিত্র রোডের সংযোগস্থলে গাড়ি থেকে নেমে কিছু কাজ করছিলেন রমেশ বেহেল। বয়স 68। পিছন থেকে অন্য একটি গাড়ি এসে টানা হর্ন দিতে থাকে। ঘটনার মৃদু প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা রমেশ। তখন ওই গাড়ি থেকে নেমে আসে এক যুবক। তিনি ধাক্কা মারেন বৃদ্ধকে। সঙ্গে মারধর। এতে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। আশেপাশের মানুষের ভিড় জমাতে শুরু করলে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই যুবক। তারপর রমেশবাবুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।Conclusion:ঘটনায় রমেশ বাবুর গাড়িচালক ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে পুলিশ। জানা যায়, গাড়িটি ছিল আইনজীবীর। তার খোঁজ চলছিল। শেষমেষ আজ নিজেই তিনি ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.