ETV Bharat / state

BJP-তৃণমূল গট-আপ গেম খেলছে, মন্তব্য মান্নানের

তিনি বলেন, "হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর ফের প্রমাণিত হয়ে গেল BJP এবং CBI নাটক কর ছে। সেই নাটকের যবনিকাপাত করল আদালত । কোনও নাটকের অভিনয়ে ভূমিকা নিতে পারে না আদালত। সে আইনের পথেই চলে ।" BJP, CBI-কে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন তিনি । তাঁর মন্তব্য, "রাজনৈতিক স্বার্থের জন্য নাটক করছে BJP ৷ আসল ঘটনা চেপে যাওয়া হচ্ছে । প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার সাহস নেই CBI-এর ।" ’BJP, CBI-এর ভয় দেখিয়ে, দল ভাঙিয়ে, সেই দলের লোককে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি ৷

আব্দুল মান্নান
author img

By

Published : Oct 2, 2019, 3:36 PM IST

কলকাতা, 2 অক্টোবর: রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর প্রসঙ্গে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি বলেন, "আদালতের রায় প্রমাণ করে দিল এই রাজ্যে BJP এবং CBI নাটক করছে ।" অমিত শাহের বক্তব্য সারবত্তাহীন বলেও অভিযোগ জানান আবদুল মান্নান ।

তিনি বলেন, "হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর ফের প্রমাণিত হয়ে গেল BJP এবং CBI নাটক করছে। সেই নাটকের যবনিকাপাত করল আদালত । কোনও নাটকের অভিনয়ে ভূমিকা নিতে পারে না আদালত। আইনের পথেই চলা উচিত আদালতের।" CBI-কে নিয়ন্ত্রণ করছে BJP এমনটা মন্তব্য করেন তিনি । তাঁর মন্তব্য, "রাজনৈতিক স্বার্থের জন্য নাটক করছে BJP ৷ আসল ঘটনা চেপে যাওয়া হচ্ছে । প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার সাহস নেই CBI-এর ।" ’BJP, CBI-এর ভয় দেখিয়ে, দল ভাঙিয়ে, সেই দলের লোককে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি ৷

তাঁর কথায়, "বিভিন্ন বিরোধীদলের নেতা যাঁরা চিটফান্ড মামলায় যুক্ত ছিলেন তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । অথচ গত পাঁচ বছরে মোদি সরকার কিছুই করতে পারেনি তাঁদের বিরুদ্ধে । যাঁরা চিটফান্ডে প্রতারিত হয়েছেন তাদেরও কোনও আশ্বাস দিতে পারেননি নরেন্দ্র মোদি। BJP, CBI-কে নিয়ন্ত্রণ করছে ।" সিদ্ধার্থ নাথ সিংয়ের নাম করে তিনি বলেন, "BJP-র এক নেতা এসে এই রাজ্যের অনেক তৃণমূল নেতাকে ভাগিয়ে দিয়েছিলেন । আজ তারাই BJP-র ঘর আলো করে রয়েছে । BJP-র হিম্মত নেই তাকে গ্রেপ্তার করার । BJP নারদা কেলেঙ্কারি CD প্রকাশ করেছিল । সেই ভিডিয়োতে যাদের দেখা গিয়েছিল, তাদের অনেকেই আজ BJP-র প্রথম সারির নেতা । BJP-র হিম্মত নেই তাঁদের গ্রেপ্তার করার । কেবলমাত্র CBI-এর ভয় দেখিয়ে দল ভাঙাতে চাইছে BJP ৷" তাঁর অভিযোগ, "এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস BJP-র B টিম । ভোটের রাজনীতি করার জন্য BJP এবং তৃণমূল একে অপরের সঙ্গে গট-আপ গেম করছে ৷" পাশাপাশি তাঁর প্রশ্ন, "রাজীব কুমার ছাড়াও যাঁরা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত, তাদের কেন CBI গ্রেপ্তার করছে না?"

তিনি বলেন, " ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হল নারদা ঘুষ কেলেঙ্কারি । যাঁদের ছবি দেখা গেছিল তাঁদেরকে হিম্মত থাকলে গ্রেপ্তার করা হোক ৷" BJP-তে এখন যাঁরা রয়েছেন, যাঁদেরকে ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন দেশের সরকারের কাছে। তাঁর কথায়, "সমগ্র বিষয় নিয়ে নাটক চলছে রাজ্যে । চিটফান্ডের তদন্ত করার ইচ্ছে BJP-র নেই । CBI-কে দিয়ে যেটা করানো হচ্ছে তা সম্পূর্ণ নাটক । CBI যদি নিরপেক্ষ হয় তাহলে ধরা পড়ে যাবে BJP-র অনেক লোক । চোরে চোরে মাসতুতো ভাই বলেও মন্তব্য করেন তিনি ।"

অন্যদিকে, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের বক্তব্যের কড়া নিন্দা করেছেন আবদুল মান্নান । তিনি বলেন, "অমিত শাহের বক্তব্য শুনে মনে হয়েছে BJP এবং তৃণমূল গট-আপ গেম খেলছে । রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ নেই অমিত শাহের বক্তব্যে । কেবল সাম্প্রদায়িক উসকানি, আর বিভাজনের কথা বলেছেন উনি ৷ চিটফান্ড প্রতারকদের নিয়ে শাস্তির উল্লেখ করলেন না অমিত শাহ। আমানতকারীদের কী হবে, সে বিষয়ে কোনও দিশা দেখেননি তিনি । টাকা ফেরতের কথা বলেননি ।" স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক থেকেই গট-আপ হয়েছে বলে মন্তব্য তাঁর ৷ ক্ষোভ প্রকাশ করে তাঁর মন্তব্য, "স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করে যা করার সব করে এসেছেন । প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার না হয়, সেই কারণে BJP এবং তৃণমূলকে বাঁচতে চাইছে দেশের সরকার । এতদিন হয়ে গেল, কেউ গ্রেপ্তার হচ্ছে না। কারও আগাম জামিন হচ্ছে । তৃণমূল কংগ্রেস এবং BJP-র নাটক চলছে । মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশ এবং রাজ্যের শাসক দল । " দুই দলের গোপন অ্যাজেন্ডা চলছে বলেও মন্তব্য করেন মান্নান ।

কলকাতা, 2 অক্টোবর: রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর প্রসঙ্গে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি বলেন, "আদালতের রায় প্রমাণ করে দিল এই রাজ্যে BJP এবং CBI নাটক করছে ।" অমিত শাহের বক্তব্য সারবত্তাহীন বলেও অভিযোগ জানান আবদুল মান্নান ।

তিনি বলেন, "হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর ফের প্রমাণিত হয়ে গেল BJP এবং CBI নাটক করছে। সেই নাটকের যবনিকাপাত করল আদালত । কোনও নাটকের অভিনয়ে ভূমিকা নিতে পারে না আদালত। আইনের পথেই চলা উচিত আদালতের।" CBI-কে নিয়ন্ত্রণ করছে BJP এমনটা মন্তব্য করেন তিনি । তাঁর মন্তব্য, "রাজনৈতিক স্বার্থের জন্য নাটক করছে BJP ৷ আসল ঘটনা চেপে যাওয়া হচ্ছে । প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার সাহস নেই CBI-এর ।" ’BJP, CBI-এর ভয় দেখিয়ে, দল ভাঙিয়ে, সেই দলের লোককে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি ৷

তাঁর কথায়, "বিভিন্ন বিরোধীদলের নেতা যাঁরা চিটফান্ড মামলায় যুক্ত ছিলেন তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । অথচ গত পাঁচ বছরে মোদি সরকার কিছুই করতে পারেনি তাঁদের বিরুদ্ধে । যাঁরা চিটফান্ডে প্রতারিত হয়েছেন তাদেরও কোনও আশ্বাস দিতে পারেননি নরেন্দ্র মোদি। BJP, CBI-কে নিয়ন্ত্রণ করছে ।" সিদ্ধার্থ নাথ সিংয়ের নাম করে তিনি বলেন, "BJP-র এক নেতা এসে এই রাজ্যের অনেক তৃণমূল নেতাকে ভাগিয়ে দিয়েছিলেন । আজ তারাই BJP-র ঘর আলো করে রয়েছে । BJP-র হিম্মত নেই তাকে গ্রেপ্তার করার । BJP নারদা কেলেঙ্কারি CD প্রকাশ করেছিল । সেই ভিডিয়োতে যাদের দেখা গিয়েছিল, তাদের অনেকেই আজ BJP-র প্রথম সারির নেতা । BJP-র হিম্মত নেই তাঁদের গ্রেপ্তার করার । কেবলমাত্র CBI-এর ভয় দেখিয়ে দল ভাঙাতে চাইছে BJP ৷" তাঁর অভিযোগ, "এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস BJP-র B টিম । ভোটের রাজনীতি করার জন্য BJP এবং তৃণমূল একে অপরের সঙ্গে গট-আপ গেম করছে ৷" পাশাপাশি তাঁর প্রশ্ন, "রাজীব কুমার ছাড়াও যাঁরা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত, তাদের কেন CBI গ্রেপ্তার করছে না?"

তিনি বলেন, " ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হল নারদা ঘুষ কেলেঙ্কারি । যাঁদের ছবি দেখা গেছিল তাঁদেরকে হিম্মত থাকলে গ্রেপ্তার করা হোক ৷" BJP-তে এখন যাঁরা রয়েছেন, যাঁদেরকে ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন দেশের সরকারের কাছে। তাঁর কথায়, "সমগ্র বিষয় নিয়ে নাটক চলছে রাজ্যে । চিটফান্ডের তদন্ত করার ইচ্ছে BJP-র নেই । CBI-কে দিয়ে যেটা করানো হচ্ছে তা সম্পূর্ণ নাটক । CBI যদি নিরপেক্ষ হয় তাহলে ধরা পড়ে যাবে BJP-র অনেক লোক । চোরে চোরে মাসতুতো ভাই বলেও মন্তব্য করেন তিনি ।"

অন্যদিকে, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের বক্তব্যের কড়া নিন্দা করেছেন আবদুল মান্নান । তিনি বলেন, "অমিত শাহের বক্তব্য শুনে মনে হয়েছে BJP এবং তৃণমূল গট-আপ গেম খেলছে । রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ নেই অমিত শাহের বক্তব্যে । কেবল সাম্প্রদায়িক উসকানি, আর বিভাজনের কথা বলেছেন উনি ৷ চিটফান্ড প্রতারকদের নিয়ে শাস্তির উল্লেখ করলেন না অমিত শাহ। আমানতকারীদের কী হবে, সে বিষয়ে কোনও দিশা দেখেননি তিনি । টাকা ফেরতের কথা বলেননি ।" স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক থেকেই গট-আপ হয়েছে বলে মন্তব্য তাঁর ৷ ক্ষোভ প্রকাশ করে তাঁর মন্তব্য, "স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করে যা করার সব করে এসেছেন । প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার না হয়, সেই কারণে BJP এবং তৃণমূলকে বাঁচতে চাইছে দেশের সরকার । এতদিন হয়ে গেল, কেউ গ্রেপ্তার হচ্ছে না। কারও আগাম জামিন হচ্ছে । তৃণমূল কংগ্রেস এবং BJP-র নাটক চলছে । মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশ এবং রাজ্যের শাসক দল । " দুই দলের গোপন অ্যাজেন্ডা চলছে বলেও মন্তব্য করেন মান্নান ।

Intro:আজ আদালতের রায়ে প্রমাণ করে দিল এ রাজ্যে বিজেপি এবং সিবিআই নাটক করছে। রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর প্রসঙ্গে আজ একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
অমিত শাহের বক্তব্য সারবত্তা হীন। অভিযোগ আব্দুল মান্নানের।


Body:হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করার পর ফের প্রমাণিত হয়ে গেল বিজেপি এবং সিবিআই নাটক করছে। আর আজ সেই নাটকের যবনিকাপাত করল আদালত। বললেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
কোনো নাটকের অভিনয়ে ভূমিকা নিতে পারে না আদালত। সে আইনের পথেই চলে। এদিকে বিজেপি সিবিআইকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজনৈতিক স্বার্থের জন্য নাটক করছে বিজেপি। আসল ঘটনা চেপে যাওয়া হচ্ছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার সাহস নেই সিবিআইয়ের। বিজেপি সিবিআইয়ের ভয় দেখিয়ে, দল ভাঙ্গিয়ে, সেই দলের লোককে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
বিভিন্ন বিরোধীদলের নেতাদের যারা চিটফান্ড মামলায় যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অথচ গত পাঁচ বছরে মোদি সরকার কিছুই করতে পারেনি তাদের বিরুদ্ধে। যারা চিটফান্ডে প্রতারিত হয়েছেন তাদেরও কোনো আশ্বাস দিতে পারেননি নরেন্দ্র মোদি। বিজেপি সিবিআইকে নিয়ন্ত্রণ করছে। সিদ্ধার্ত নাথ সিংয়ের নাম করে তিনি বলেন, 'বিজেপির এক নেতা এসে এরাজ্যের অনেক তৃণমূল নেতাকে ভাগিয়ে দিয়েছিলেন। আজ তারাই বিজেপির ঘর আলো করে রয়েছে। বিজেপির হিম্মত নেই তাকে গ্রেফতার করার। বিজেপি নারদা কেলেঙ্কারি সিডি প্রকাশ করেছিল। সেই ভিডিওতে যাদের দেখা গিয়েছিল, তাদের অনেকেই আজ বিজেপির প্রথম সারির নেতা। বিজেপির হিম্মত নেই তাকে গ্রেফতার করার। কেবলমাত্র সিবিআইয়ের ভয় দেখিয়ে দল ভাঙ্গাতে চাইছে বিজেপি।"
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম। তিনি আরো জানান, রাজীব কুমারের চেয়েও যারা চিটফান্ডে অপরাধী রয়েছেন তাদের কেন সিবিআই গ্রেফতার করতে পারছেনা? সে প্রশ্ন তুলেছেন তিনি।
যারা ভিডিওর মাধ্যমে তুলে ধরল নারোদা ঘুষ কেলেঙ্কারি। তাদের হিম্মত থাকলে যাঁদের ছবি দেখা গিয়েছিল তাদেরকে গ্রেফতার করুন। বিজেপিতে এখন যারা রয়েছে, যাদেরকে ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন দেশের সরকারের কাছে।
ভোটের রাজনীতি করার জন্য বিজেপি এবং তৃণমূল একে অপরের সঙ্গে গটাপ গেম করছে বলে অভিযোগ করেন তিনি।
সমগ্র বিষয় নিয়ে নাটক চলছে রাজ্যে। চিটফান্ডের তদন্ত করানোর ইচ্ছে বিজেপির নেই। সিবিআই-কে দিয়ে যেটা করানো হচ্ছে তা সম্পূর্ণ নাটক। সিবিআই যদি নিরপেক্ষ হয় তাহলে ধরা পড়ে যাবে বিজেপির অনেক লোক। চোরে চোরে মাসতুতো ভাই বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের বক্তব্যের কড়া নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন, অমিত শাহের বক্তব্য শুনে মনে হয়েছে বিজেপি এবং তৃণমূল গটাপ গেম খেলছে। রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ নেই অমিত শাহের বক্তব্যে। কেন উন্নয়নের কথা নেই ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল মান্নান। কেবল সাম্প্রদায়িক উস্কানি, আর বিভাজনের কথা বলেছেন বলে অভিযোগ করেছেন তিনি। চিটফান্ড প্রতারকদের নিয়ে শাস্তির উল্লেখ করলেন না অমিত শাহ। আমানত কারীদের কি হবে, সে বিষয়ে কোন দিশা দেখেননি তিনি। টাকা ফেরতের কথা বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক থেকেই গটাপ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আব্দুল মান্নানের অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করে যা করার সব করে এসেছেন। প্রকৃত অপরাধীরা যাতে গ্রেফতার না হয়, সেই কারণে বিজেপি এবং তৃণমূলকে বাঁচতে চাইছে দেশের সরকার। উভয়ের গোপন অ্যাজেন্ডা রয়েছে বলেও মন্তব্য করেন আবদুল মান্নান। ক্ষোভ প্রকাশ করে তার মন্তব্য, এতগুলো দিন হয়ে গেল, কেউ গ্রেফতার হচ্ছে না। কারো আগাম জামিন হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নাটক চলছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশ এবং রাজ্যের শাসক দল। বিজেপি এবং তৃণমূলের মধ্যে গড়াপেটা গেম চলছে বলেও মন্তব্য করেন তিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.