কলকাতা, 14 জুলাই : প্রাতঃভ্রমণকারীকে ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে পালাল ছিনতাইকারীরা । খোদ শহর কলকাতার ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে বুধবার সকালে এই হামলা ঘটে । রক্তাক্ত অবস্থায় ওই যুবককে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সূত্রের খবর, আক্রান্তের নাম হরগোবিন্দ ইয়াস ।
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ভ্রমণ করছিলেন ওই যুবক । অভিযোগ, সেই সময়ে দুই ছিনতাইকারী স্কুটি চালিয়ে আসে এবং তাঁর হাত থেকে একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । সেই সময় এক ছিনতাইকারীকে ধরে ফেলে ওই যুবক। স্কুটি থেকে পড়ে যায় ওই দুই ছিনতাইকারী ।
এরপর একটি চপার নিয়ে ওই যুবককে আক্রমণ করে ছিনতাইকারীরা । রক্তাক্ত অবস্থায় অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক। এরপর স্কুটি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই ছিনতাইকারী ।
আরও পড়ুন : চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, পুলিশের জালে চিলি গ্যাং
ঘটনার তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ । ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে হামলা হয়, তাই সেখানকার এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা । সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই স্কুটির নম্বর চিহ্নিত করে, দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।