ETV Bharat / state

পেটে ব্যথা, অস্ত্রোপচারে বের হল 8 কেজির 'জায়ান্ট' টিউমর - giant tumor

এক রোগীর পেট থেকে 8 কেজি ওজনের একটি টিউমর বের করা হল। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে এই বিরল টিউমরটি বের করা হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন।

8 কেজির জায়ান্ট টিউমর
author img

By

Published : Apr 13, 2019, 4:22 PM IST

কলকাতা, 13 এপ্রিল : 'জায়ান্ট' টিউমর ! 57 বছর বয়সি এক মহিলার পেট থেকে বের হল 8 কেজি ওজনের একটি টিউমর। ওই মহিলার পেটে ব্যথা হত। তিনি খেতে পারতেন না। পেটে যন্ত্রণাও হত। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা পূর্ণিমা সাহা। কয়েক মাস আগে তিনি দক্ষিণ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে CT স্ক্যান করার পর টিউমরটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (11 এপ্রিল) বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা টিউমরটিকে অস্ত্রোপচার করে পেট থেকে বের করেন। টিউমরটি যে আকারে বড় তা অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন। কিন্তু টিউমরটির মাপ কতটা তা আন্দাজ করতে পারেননি তাঁরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "পেটে টিউমর রয়েছে তা আমরা নির্ণয় করতে পেরেছিলাম। সেই জন‌্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেটি এত জায়ান্ট অর্থাৎ বিশাল আকারের হবে, তা আমাদের ধারণা ছিল না। এটা বিরল।"

4 জন চিকিৎসকের একটি দল বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করে। চিকিৎসক সঞ্জয় দে বক্সিও এই দলে ছিলেন। চিকিৎসকরা জনান, টিউমরটির ওজন 8 কেজি এবং 10-12 ইঞ্চি মাপের। চার বছর ধরে টিউমরটি পেটের মধ্যে বাড়ছিল। ধীরে ধীরে সেটি পেটের মধ্যে ছড়িয়ে যায়। এই টিউমরের কারণে রোগীর খাবার হজম করতে সমস্যা হচ্ছিল।

অস্ত্রোপচারের পরে এত বড় মাপের টিউমর দেখে বিস্মিত চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, এত বড় মাপের টিউমর বিরল। চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "এই টিউমরটি প্রাণঘাতী ছিল না। কিন্তু এর কারণে রোগীর হজমের সমস্যা দেখা দিচ্ছিল। ফলে তিনি খেতে পারছিলেন না।" প্রায় 2 ঘণ্টা অস্ত্রোপচার করে গোটা টিউমরটি পেট থেকে বের করা হয়েছে। রোগী এখন ভালো আছেন। আজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

কলকাতা, 13 এপ্রিল : 'জায়ান্ট' টিউমর ! 57 বছর বয়সি এক মহিলার পেট থেকে বের হল 8 কেজি ওজনের একটি টিউমর। ওই মহিলার পেটে ব্যথা হত। তিনি খেতে পারতেন না। পেটে যন্ত্রণাও হত। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা পূর্ণিমা সাহা। কয়েক মাস আগে তিনি দক্ষিণ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে CT স্ক্যান করার পর টিউমরটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (11 এপ্রিল) বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা টিউমরটিকে অস্ত্রোপচার করে পেট থেকে বের করেন। টিউমরটি যে আকারে বড় তা অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন। কিন্তু টিউমরটির মাপ কতটা তা আন্দাজ করতে পারেননি তাঁরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "পেটে টিউমর রয়েছে তা আমরা নির্ণয় করতে পেরেছিলাম। সেই জন‌্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেটি এত জায়ান্ট অর্থাৎ বিশাল আকারের হবে, তা আমাদের ধারণা ছিল না। এটা বিরল।"

4 জন চিকিৎসকের একটি দল বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করে। চিকিৎসক সঞ্জয় দে বক্সিও এই দলে ছিলেন। চিকিৎসকরা জনান, টিউমরটির ওজন 8 কেজি এবং 10-12 ইঞ্চি মাপের। চার বছর ধরে টিউমরটি পেটের মধ্যে বাড়ছিল। ধীরে ধীরে সেটি পেটের মধ্যে ছড়িয়ে যায়। এই টিউমরের কারণে রোগীর খাবার হজম করতে সমস্যা হচ্ছিল।

অস্ত্রোপচারের পরে এত বড় মাপের টিউমর দেখে বিস্মিত চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, এত বড় মাপের টিউমর বিরল। চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "এই টিউমরটি প্রাণঘাতী ছিল না। কিন্তু এর কারণে রোগীর হজমের সমস্যা দেখা দিচ্ছিল। ফলে তিনি খেতে পারছিলেন না।" প্রায় 2 ঘণ্টা অস্ত্রোপচার করে গোটা টিউমরটি পেট থেকে বের করা হয়েছে। রোগী এখন ভালো আছেন। আজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Intro:কলকাতা, ১২ এপ্রিল: 'জায়ান্ট' টিউমার! ৫৭ বছর বয়সি এক মহিলার পেট থেকে বের হল বিশাল মাপের বিরল এই টিউমার। পেটে ব্যথা হতো, খেতে পারতেন না রোগী। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে চিকিৎসকরা এই টিউমার বের করেন।
Body:রোগীর মনে হতো, পেট ভার হয়ে আছে। মনে হতো, পেট ভর্তি হয়ে আছে। খেতে পারতেন না। পেটে যন্ত্রণাও হতো। দীর্ঘ দিন ধরে এমন সমস্যায় ভুগছিলেন এই রোগী, মুর্শিদাবাদের বাসিন্দা পূর্ণিমা সাহা (৫৭)। কয়েক মাস আগে দক্ষিণ কলকাতায় ইকবালপুরের বেসরকারি একটি হাসপাতালে আসেন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, পেটে বড় মাপের একটি টিউমার রয়েছে।

বৃহস্পতিবার, ১১ এপ্রিল বেসরকারি ওই হাসপাতালে ওই টিউমারটিকে পেট থেকে বের করেন চিকিৎসকরা। টিউমারটি যে আকারে অনেক বড়, অস্ত্রোপচারের আগে তা বুঝতে পেরেছিলেন এই চিকিৎসকরা। কিন্তু এত বড় মাপের টিউমার রয়েছে এই রোগীর পেটের মধ্যে, তা আন্দাজ করতে পারেননি তাঁরা। বেসরকারি এই হাসপাতাল CMRI-র চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "টিউমার রয়েছে, আমরা নির্ণয় করতে পেরেছিলাম। সেই জন‌্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, এটা এত জায়ান্ট অর্থাৎ, বিশাল আকারের হবে, তা আমাদের ধারনায় ছিল না। এটা বিরল।"

৪ জন চিকিৎসকের একটি দল বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করে। চিকিৎসক সঞ্জয় দে বক্সিও এই দলে ছিলেন। টিউমারটির ওজন ৮ কেজি। এবং, ১০-১২ ইঞ্চি মাপের বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, বছর চারেক ধরে টিউমারটি পেটের মধ্যে বাড়ছিল। ধীরে ধীরে পুরো পেটের মধ্যে ছেয়ে গিয়েছিল। এই টিউমারের কারণে খাবার হজম করতে সমস্যায় পড়ছিলেন রোগী। CT স্ক্যান-এ টিউমারটি ধরা পড়ে।
Conclusion:কিন্তু, অস্ত্রোপচারের পরে এত বড় মাপের টিউমার দেখে বিস্মিত চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, এত বড় মাপের টিউমার বিরল। অজয় মণ্ডল বলেন, "এই টিউমারটি প্রাণঘাতী ছিল না। কিন্তু এই টিউমারের কারণে হজমের সমস্যা দেখা দেওয়ায় খাবার খেতে পারছিলেন না রোগী।" এদিন ২ ঘন্টা অস্ত্রোপাচার করে গোটা টিউমারটি পেট থেকে বের করেছেন চিকিৎসকরা। রোগী এখন ভালো আছেন বলে জানানো হয়েছে। শনিবার, ১৩ এপ্রিল হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
_______

WRAP-এ
ছবি:
wb_kol_8002_12april_8kgs_tumor_7203421

ভিস্যুয়াল:
wb_kol_8003_12april_8kgs_tumor_7203421

______

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.