কলকাতা, 13 এপ্রিল : 'জায়ান্ট' টিউমর ! 57 বছর বয়সি এক মহিলার পেট থেকে বের হল 8 কেজি ওজনের একটি টিউমর। ওই মহিলার পেটে ব্যথা হত। তিনি খেতে পারতেন না। পেটে যন্ত্রণাও হত। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা পূর্ণিমা সাহা। কয়েক মাস আগে তিনি দক্ষিণ কলকাতার ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে CT স্ক্যান করার পর টিউমরটি ধরা পড়ে।
বৃহস্পতিবার (11 এপ্রিল) বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা টিউমরটিকে অস্ত্রোপচার করে পেট থেকে বের করেন। টিউমরটি যে আকারে বড় তা অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন। কিন্তু টিউমরটির মাপ কতটা তা আন্দাজ করতে পারেননি তাঁরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "পেটে টিউমর রয়েছে তা আমরা নির্ণয় করতে পেরেছিলাম। সেই জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেটি এত জায়ান্ট অর্থাৎ বিশাল আকারের হবে, তা আমাদের ধারণা ছিল না। এটা বিরল।"
4 জন চিকিৎসকের একটি দল বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করে। চিকিৎসক সঞ্জয় দে বক্সিও এই দলে ছিলেন। চিকিৎসকরা জনান, টিউমরটির ওজন 8 কেজি এবং 10-12 ইঞ্চি মাপের। চার বছর ধরে টিউমরটি পেটের মধ্যে বাড়ছিল। ধীরে ধীরে সেটি পেটের মধ্যে ছড়িয়ে যায়। এই টিউমরের কারণে রোগীর খাবার হজম করতে সমস্যা হচ্ছিল।
অস্ত্রোপচারের পরে এত বড় মাপের টিউমর দেখে বিস্মিত চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, এত বড় মাপের টিউমর বিরল। চিকিৎসক অজয় মণ্ডল বলেন, "এই টিউমরটি প্রাণঘাতী ছিল না। কিন্তু এর কারণে রোগীর হজমের সমস্যা দেখা দিচ্ছিল। ফলে তিনি খেতে পারছিলেন না।" প্রায় 2 ঘণ্টা অস্ত্রোপচার করে গোটা টিউমরটি পেট থেকে বের করা হয়েছে। রোগী এখন ভালো আছেন। আজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।