ETV Bharat / state

রাজ্যে 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ - Coronavirus update

সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 52 হাজার 806 জন সুস্থ হয়ে উঠেছে । মোট 36 লাখ 8 হাজার 134 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 10, 2020, 6:48 AM IST

কলকাতা, 10 অক্টোবর : ফের রেকর্ড সংক্রমণ রাজ্যে । একদিনে রাজ্যে 3 হাজার 573 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 87 হাজার 603 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 62 জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5 হাজার 501 জন ৷ রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 29 হাজার 296 জন ৷

একদিন আগেই রেকর্ড গড়ে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল 3 হাজার 526-এ । পরদিনই সেই রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল । তবে সুস্থের সংখ্যা কিছুটা স্বস্তি দিচ্ছে । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 69 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 52 হাজার 806 জন সুস্থ হয়ে উঠেছে । রাজ্যে সুস্থতার হার 87.9 শতাংশ । 8 অক্টোবর পর্যন্ত রাজ্যে 35 লাখ 65 হাজার 602 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । গতকাল আরও 42 হাজার 532 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । মোট 36 লাখ 8 হাজার 134 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 7.97 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 88 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 421 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 798 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 7 লাখ 55 হাজার 680 জন রয়েছে । ছাড়া পেয়েছে 6 লাখ 73 হাজার 279 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 376 ।

কলকাতা, 10 অক্টোবর : ফের রেকর্ড সংক্রমণ রাজ্যে । একদিনে রাজ্যে 3 হাজার 573 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 87 হাজার 603 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 62 জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5 হাজার 501 জন ৷ রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 29 হাজার 296 জন ৷

একদিন আগেই রেকর্ড গড়ে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল 3 হাজার 526-এ । পরদিনই সেই রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল । তবে সুস্থের সংখ্যা কিছুটা স্বস্তি দিচ্ছে । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 69 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 52 হাজার 806 জন সুস্থ হয়ে উঠেছে । রাজ্যে সুস্থতার হার 87.9 শতাংশ । 8 অক্টোবর পর্যন্ত রাজ্যে 35 লাখ 65 হাজার 602 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । গতকাল আরও 42 হাজার 532 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । মোট 36 লাখ 8 হাজার 134 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 7.97 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 88 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 421 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 798 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 7 লাখ 55 হাজার 680 জন রয়েছে । ছাড়া পেয়েছে 6 লাখ 73 হাজার 279 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 376 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.