ETV Bharat / state

সীমান্তবর্তী একাধিক এলাকা থেকে বাজেয়াপ্ত 280 বোতল ফেনিসিডিল

author img

By

Published : Aug 4, 2020, 3:33 PM IST

Updated : Aug 4, 2020, 4:18 PM IST

কলকাতায় একটি চার চাকার গাড়ি এবং মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে প্রায় 280 বোতল ফেনিসিডিল । গ্রেপ্তার দুই ।

kolkata
kolkata

কলকাতা, 4 অগাস্ট : পৃথক দুইটি ঘটনা । কিন্তু বেআইনিভাবে পাচারের ধরন সেই একইরকম । প্রাথমিকভাবে দেখে বোঝা যাবে না যে, এই গাড়িতেই পাচার করা হতে পারে । কিন্তু লুকিয়ে চলেছে পাচার কাজ । এই গাড়ির তেলের ট্যাঙ্কারের কাছে রয়েছে কনসিল করা বাক্স । তাতে রয়েছে সারি সারি ফেনসিডিলের বোতল । দুইটি গাড়ি থেকে মোট 280 বোতল ফেনিসিডিল বাজেয়াপ্ত করেছে BSF । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দুইটি পাচারের ক্ষেত্রে একটিতে ব্যবহার করা হয়েছিল মোটরসাইকেল । অন্যটিতে চার চাকার গাড়ি । বোঝার উপায় ছিল না সেই দুইটি পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে । সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা প্রাথমিক তল্লাশির পর কিছু পাননি । পরবর্তীতে ভালোভাবে খতিয়ে দেখেন BSF জওয়ানরা । তেলের ট্যাঙ্কারের কাছে দেখতে পান একটি গোপন বাক্স । এই বাক্সতেই নানাবিধ সামগ্রী নিয়ে চলত পাচার কাজ । গতকাল ছিল ফেনসিডিল ।

গত সন্ধ্যায় কলকাতা সেক্টরের হাকিমপুর বর্ডার আউট পোস্টের কাছে সীমান্তরক্ষী বাহিনী বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছিল । 112 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা কর্মরত ছিলেন । একটি গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের । স্বরূপদা গ্রাম থেকে হাকিমপুর বর্ডার আউট পোস্টের দিকে আসছিল গাড়িটি । জওয়ানরা প্রথমে গাড়িটি থামান । শুরু করেন তল্লাশি । বাজেয়াপ্ত হয় 30 বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয় 27 বছরের হাসনুর সরদারকে ।

জিজ্ঞাসাবাদে হাসনুর জানায়, সে এই গাড়ি চালাত শুধুমাত্র । ওই বোতল আমিরুল নামে এক ব্যক্তি থেকে পেয়েছিল সে । হাকিমপুরে জিনিস পৌঁছে দিলেই তাকে 800 টাকা দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল । কিন্তু হানসুরের কথায় কতটা সত্যি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছএ । আমিরুলের খোঁজ চলছে ।

অন্যদিকে মালদা সেক্টরের কেষ্টপুর বর্ডার আউট পোস্টের কাছে তল্লাশি চালাচ্ছিল 44 নম্বর ব্যাটালিয়ন । একটি মোটরবাইক দেখে জওয়ানদের সন্দেহ হয় । আটকানো হয় এক ব্যক্তিকে । তার কাছে ছিল 250 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । তৎক্ষণাৎ ওই সিরাজুল মাহালতকে গ্রেপ্তার করা হয় ।

কলকাতা, 4 অগাস্ট : পৃথক দুইটি ঘটনা । কিন্তু বেআইনিভাবে পাচারের ধরন সেই একইরকম । প্রাথমিকভাবে দেখে বোঝা যাবে না যে, এই গাড়িতেই পাচার করা হতে পারে । কিন্তু লুকিয়ে চলেছে পাচার কাজ । এই গাড়ির তেলের ট্যাঙ্কারের কাছে রয়েছে কনসিল করা বাক্স । তাতে রয়েছে সারি সারি ফেনসিডিলের বোতল । দুইটি গাড়ি থেকে মোট 280 বোতল ফেনিসিডিল বাজেয়াপ্ত করেছে BSF । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দুইটি পাচারের ক্ষেত্রে একটিতে ব্যবহার করা হয়েছিল মোটরসাইকেল । অন্যটিতে চার চাকার গাড়ি । বোঝার উপায় ছিল না সেই দুইটি পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে । সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা প্রাথমিক তল্লাশির পর কিছু পাননি । পরবর্তীতে ভালোভাবে খতিয়ে দেখেন BSF জওয়ানরা । তেলের ট্যাঙ্কারের কাছে দেখতে পান একটি গোপন বাক্স । এই বাক্সতেই নানাবিধ সামগ্রী নিয়ে চলত পাচার কাজ । গতকাল ছিল ফেনসিডিল ।

গত সন্ধ্যায় কলকাতা সেক্টরের হাকিমপুর বর্ডার আউট পোস্টের কাছে সীমান্তরক্ষী বাহিনী বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছিল । 112 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা কর্মরত ছিলেন । একটি গাড়িকে দেখে সন্দেহ হয় তাঁদের । স্বরূপদা গ্রাম থেকে হাকিমপুর বর্ডার আউট পোস্টের দিকে আসছিল গাড়িটি । জওয়ানরা প্রথমে গাড়িটি থামান । শুরু করেন তল্লাশি । বাজেয়াপ্ত হয় 30 বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয় 27 বছরের হাসনুর সরদারকে ।

জিজ্ঞাসাবাদে হাসনুর জানায়, সে এই গাড়ি চালাত শুধুমাত্র । ওই বোতল আমিরুল নামে এক ব্যক্তি থেকে পেয়েছিল সে । হাকিমপুরে জিনিস পৌঁছে দিলেই তাকে 800 টাকা দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছিল । কিন্তু হানসুরের কথায় কতটা সত্যি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছএ । আমিরুলের খোঁজ চলছে ।

অন্যদিকে মালদা সেক্টরের কেষ্টপুর বর্ডার আউট পোস্টের কাছে তল্লাশি চালাচ্ছিল 44 নম্বর ব্যাটালিয়ন । একটি মোটরবাইক দেখে জওয়ানদের সন্দেহ হয় । আটকানো হয় এক ব্যক্তিকে । তার কাছে ছিল 250 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । তৎক্ষণাৎ ওই সিরাজুল মাহালতকে গ্রেপ্তার করা হয় ।

Last Updated : Aug 4, 2020, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.