ETV Bharat / state

সাতসকালে পরিষেবার শুরুতেই মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

শোভাবাজার পৌঁছে থমকে যায় মেট্রো । এরপর বারে বারে ঘোষণা করা হতে থাকে, মেট্রো বিভ্রাটের জন্য বন্ধ রয়েছে পরিষেবা । ট্রেন ছাড়তে সময় লাগবে ।

Kolkata Metro
সাতসকালে ফের মেট্রো বিভ্রাট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 23 নভেম্বর: সাতসকালে কলকাতায় মেট্রো বিভ্রাট ৷ শনিবার কিছুক্ষণের জন্য থমকে যায় ব্লুলাইনে মেট্রোর পরিষেবা ৷ এর জেরে দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগামী রেক ছাড়তে বেশ কিছুটা সময় লেগে যায় । ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামী যাত্রীরা ৷

মেট্রো সূত্র মারফত জানা গিয়েছে, এ দিন সকাল 6টা 55 মিনিটের প্রথম মেট্রো দমদম থেকে ছাড়ার কথা ছিল ৷ মেট্রো বিভ্রাটের জেরে সেটি সময় মতো ছাড়েনি । তবে বেশিক্ষণ বন্ধ ছিল না মেট্রো ৷ কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি ।

এরপর, সকাল 7টা 5 মিনিটে লাইন 1-এ দমদম মেট্রো স্টেশন থেকে যে মেট্রোটি ছেড়েছিল, সেই মেট্রোটি শোভাবাজার পৌঁছে থমকে যায় । দাঁড় করিয়ে দেওয়া হয় মেট্রো । এরপর বারে বারে ঘোষণা করা হতে থাকে, 'মেট্রোর বিভ্রাটের জন্য আপাতত বন্ধ রয়েছে পরিষেবা । ট্রেন ছাড়তে কিছুটা সময় লাগবে ।' এর ফলে মেট্রোয় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ স্কুল ও অফিস যাওয়ার তাড়ায় অনেকেই মেট্রো থেকে বেরিয়ে বাস, ট্যাক্সির মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছন ৷ সাতসকালে মেট্রোর এই সমস্যার জেরে অন্যান্য স্টেশনেও সঠিক সময় পৌঁছয়নি মেট্রো ।

অন্যদিকে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ব্লু লাইনে শ্যামবাজার ও গিরিশ পার্কের মধ্যে ডাউন লাইনের থার্ড রেলে কিছুক্ষণের জন্য বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে । আর তারপরেই থমকে যায় পরিষেবা । দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য মেট্রো ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে যান এবং সমস্যা খতিয়ে দেখেন । এরপর সকাল 7টা 43 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেই জানানো হয়েছে । তবে মেট্রো বিভ্রাট চলাকালীন সময়ে আপ লাইনে পরিষেবা একেবারেই স্বাভাবিক ছিল বলে দাবি রেল কর্তৃপক্ষের ।

কলকাতা, 23 নভেম্বর: সাতসকালে কলকাতায় মেট্রো বিভ্রাট ৷ শনিবার কিছুক্ষণের জন্য থমকে যায় ব্লুলাইনে মেট্রোর পরিষেবা ৷ এর জেরে দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগামী রেক ছাড়তে বেশ কিছুটা সময় লেগে যায় । ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামী যাত্রীরা ৷

মেট্রো সূত্র মারফত জানা গিয়েছে, এ দিন সকাল 6টা 55 মিনিটের প্রথম মেট্রো দমদম থেকে ছাড়ার কথা ছিল ৷ মেট্রো বিভ্রাটের জেরে সেটি সময় মতো ছাড়েনি । তবে বেশিক্ষণ বন্ধ ছিল না মেট্রো ৷ কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি ।

এরপর, সকাল 7টা 5 মিনিটে লাইন 1-এ দমদম মেট্রো স্টেশন থেকে যে মেট্রোটি ছেড়েছিল, সেই মেট্রোটি শোভাবাজার পৌঁছে থমকে যায় । দাঁড় করিয়ে দেওয়া হয় মেট্রো । এরপর বারে বারে ঘোষণা করা হতে থাকে, 'মেট্রোর বিভ্রাটের জন্য আপাতত বন্ধ রয়েছে পরিষেবা । ট্রেন ছাড়তে কিছুটা সময় লাগবে ।' এর ফলে মেট্রোয় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ স্কুল ও অফিস যাওয়ার তাড়ায় অনেকেই মেট্রো থেকে বেরিয়ে বাস, ট্যাক্সির মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছন ৷ সাতসকালে মেট্রোর এই সমস্যার জেরে অন্যান্য স্টেশনেও সঠিক সময় পৌঁছয়নি মেট্রো ।

অন্যদিকে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ব্লু লাইনে শ্যামবাজার ও গিরিশ পার্কের মধ্যে ডাউন লাইনের থার্ড রেলে কিছুক্ষণের জন্য বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে । আর তারপরেই থমকে যায় পরিষেবা । দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য মেট্রো ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে যান এবং সমস্যা খতিয়ে দেখেন । এরপর সকাল 7টা 43 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেই জানানো হয়েছে । তবে মেট্রো বিভ্রাট চলাকালীন সময়ে আপ লাইনে পরিষেবা একেবারেই স্বাভাবিক ছিল বলে দাবি রেল কর্তৃপক্ষের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.