ETV Bharat / state

দ্বিতীয় দিনেও বালি সেতুতে যাত্রী হয়রানি, নির্ধারিত সময়েই কাজ শেষের আশ্বাস রেলের - BALLY BRIDGE

যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে নিয়ে সহযোগিতার কথা জানান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর ৷ বালিঘাট স্টেশনে রেলের কাজ পরিদর্শনে আসেন তিনি ৷

bally bridge
ডানকুনি-শিয়ালদা শাখায় রেলের কাজের দ্বিতীয় দিন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:33 PM IST

হাওড়া, 24 জানুয়ারি: ট্রেন বন্ধের জেরে দ্বিতীয় দিনেও বালি সেতুতে ধরা পড়ল যাত্রী হয়রানির ছবি ৷ দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে রইলেন নিত্যযাত্রীরা ৷ যানজটের সৃষ্টি হল জাতীয় সড়কে ৷ তবে নির্ধারিত সময়েই সম্পূর্ণ হবে কাজ, যাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে ৷

শুক্রবার সকালে বালিঘাট স্টেশনের কাজ পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর । নির্দিষ্ট সময়ের মধ্যেই ডানকুনি-শিয়ালদা শাখায় ট্রেন লাইনের গাডার পরিবর্তনের কাজ শেষ হবে বলে জানান তিনি।

দ্বিতীয় দিনেও বালি সেতুতে যাত্রী হয়রানি (ইটিভি ভারত)

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, "যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তার থেকে দ্রুত গতিতে কাজ চলছে ৷ খুব জটিল ও চ্যালেঞ্জের কাজ ছিল ৷ কিন্তু রেলের আধিকারিকরা খুব ভালোভাবে কাজ করছে, যা প্রশংসনীয় ৷"

bally bridge
যাত্রী হয়রানি (নিজস্ব ছবি)

যদিও এই কাজের দরুণ যাত্রী ভোগান্তির কথা একপ্রকার স্বীকার করে নেন মিলিন্দ কে দেউস্কর ৷ তাঁর কথায়, "এই কাজ যাত্রী ও রেলের পক্ষে গুরুত্বপূর্ণ ৷ এর ফলে রেলের নিরাপত্তা আরও বাড়বে ৷ যাত্রীদের ধন্যবাদ দেব তারা এত ধৈর্য্য রেখেছে এবং আমাদের বহু প্রতীক্ষিত এই কাজ করতে সাহায্য করছে ৷ যাত্রী হয়রানির সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা ৷"

অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে বালি হল্ট ও নিবেদিতা সেতু সংলগ্ন জাতীয় সড়কের দেওয়াল ভাঙা হয়েছে ৷ যার ফলে জাতীয় সড়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ৷ এ বিষয়ে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জাতীয় সড়কের নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম ।

bally bridge
বালি সেতুতে তীব্র যানজট (নিজস্ব ছবি)

তিনি বলেন, "আরপিএফ বিষয়টি দেখেছে ৷ আজ বিকেলের মধ্যে কিছু বন্দোবস্ত করে দেব ৷ রাজ্যের পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিশের তরফে আমরা পুরো সহযোগিতা পাচ্ছি ৷ আমাদের অনুরোধে ট্রাফিকের নির্দেশিকা বেরিয়েছে ৷ তবে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের একটু সমস্যা হচ্ছে ৷ তবে এর ফলে দীর্ঘমেয়াদি ফল পাবে জনগণ ৷ পরিকল্পনা মতো কাজ চলছে ৷ 100 ঘণ্টার ব্লক উঠিয়ে সময় মতোই ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে ৷"

bally bridge
বালি ব্রিজের একাংশ বন্ধ (নিজস্ব ছবি)

ডানকুনি শিয়ালদা শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল । অন্যদিকে অফিস টাইমে যাত্রী ভোগান্তির ছবি চরম পর্যায় । বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ৷ যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনটিতে রাস্তায় দু'দিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । সঠিক সময় অফিসে না পৌঁছাতে পারায় নিত্যযাত্রীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন ।

bally bridge
বালিঘাট স্টেশনে কাজ পরিদর্শনে পূর্ব রেলের জিএম (নিজস্ব ছবি)

সল্টলেক সেক্টর ফাইভে নিজের অফিসের বাসের জন্য অপেক্ষারত অভিজিৎ গুপ্ত বলেন, "কাজটা জরুরি ছিল, তবে প্রশাসনকে আরও প্রস্তুতি নিয়ে নামার প্রয়োজন ছিল । আমি আশা করব, পরবর্তী সময়ে এই ধরনের কাজে হাত দেওয়ার আগে যথাযথ প্রস্তুতি নিয়ে তারপর করা হবে । এই বিষয়ে প্রশাসন আরও ভাবনাচিন্তা করুক ।"

bally bridge
বালিঘাট স্টেশনে কাজ পরিদর্শনে পূর্ব রেলের জিএম (নিজস্ব ছবি)

অপর এক অপেক্ষারত যাত্রী যশবন্ত সিং বলেন, "আধঘণ্টা ধরে অপেক্ষা করছি ৷ অফিসের জন্য দেরি হয়ে গিয়েছে । আমরা সাধারণ মানুষ ৷ হয়রানি তো হচ্ছে ৷ এই নিয়ে কী আর বলব ।" নিত্যযাত্রী মণীশ সান্যালের কথায়, "অফিস পৌঁছতে পারব কি না জানি না ৷ রেলের কাজ করা দরকার ৷ তবে আরও পরিকল্পনা নিয়ে করলে ভালো হতো ৷ এর ফলে মানুষের হয়রানি হচ্ছে ৷"

হাওড়া, 24 জানুয়ারি: ট্রেন বন্ধের জেরে দ্বিতীয় দিনেও বালি সেতুতে ধরা পড়ল যাত্রী হয়রানির ছবি ৷ দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে রইলেন নিত্যযাত্রীরা ৷ যানজটের সৃষ্টি হল জাতীয় সড়কে ৷ তবে নির্ধারিত সময়েই সম্পূর্ণ হবে কাজ, যাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে ৷

শুক্রবার সকালে বালিঘাট স্টেশনের কাজ পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর । নির্দিষ্ট সময়ের মধ্যেই ডানকুনি-শিয়ালদা শাখায় ট্রেন লাইনের গাডার পরিবর্তনের কাজ শেষ হবে বলে জানান তিনি।

দ্বিতীয় দিনেও বালি সেতুতে যাত্রী হয়রানি (ইটিভি ভারত)

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, "যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তার থেকে দ্রুত গতিতে কাজ চলছে ৷ খুব জটিল ও চ্যালেঞ্জের কাজ ছিল ৷ কিন্তু রেলের আধিকারিকরা খুব ভালোভাবে কাজ করছে, যা প্রশংসনীয় ৷"

bally bridge
যাত্রী হয়রানি (নিজস্ব ছবি)

যদিও এই কাজের দরুণ যাত্রী ভোগান্তির কথা একপ্রকার স্বীকার করে নেন মিলিন্দ কে দেউস্কর ৷ তাঁর কথায়, "এই কাজ যাত্রী ও রেলের পক্ষে গুরুত্বপূর্ণ ৷ এর ফলে রেলের নিরাপত্তা আরও বাড়বে ৷ যাত্রীদের ধন্যবাদ দেব তারা এত ধৈর্য্য রেখেছে এবং আমাদের বহু প্রতীক্ষিত এই কাজ করতে সাহায্য করছে ৷ যাত্রী হয়রানির সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা ৷"

অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে বালি হল্ট ও নিবেদিতা সেতু সংলগ্ন জাতীয় সড়কের দেওয়াল ভাঙা হয়েছে ৷ যার ফলে জাতীয় সড়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ৷ এ বিষয়ে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলে জাতীয় সড়কের নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম ।

bally bridge
বালি সেতুতে তীব্র যানজট (নিজস্ব ছবি)

তিনি বলেন, "আরপিএফ বিষয়টি দেখেছে ৷ আজ বিকেলের মধ্যে কিছু বন্দোবস্ত করে দেব ৷ রাজ্যের পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিশের তরফে আমরা পুরো সহযোগিতা পাচ্ছি ৷ আমাদের অনুরোধে ট্রাফিকের নির্দেশিকা বেরিয়েছে ৷ তবে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের একটু সমস্যা হচ্ছে ৷ তবে এর ফলে দীর্ঘমেয়াদি ফল পাবে জনগণ ৷ পরিকল্পনা মতো কাজ চলছে ৷ 100 ঘণ্টার ব্লক উঠিয়ে সময় মতোই ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে ৷"

bally bridge
বালি ব্রিজের একাংশ বন্ধ (নিজস্ব ছবি)

ডানকুনি শিয়ালদা শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল । অন্যদিকে অফিস টাইমে যাত্রী ভোগান্তির ছবি চরম পর্যায় । বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ৷ যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনটিতে রাস্তায় দু'দিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । সঠিক সময় অফিসে না পৌঁছাতে পারায় নিত্যযাত্রীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন ।

bally bridge
বালিঘাট স্টেশনে কাজ পরিদর্শনে পূর্ব রেলের জিএম (নিজস্ব ছবি)

সল্টলেক সেক্টর ফাইভে নিজের অফিসের বাসের জন্য অপেক্ষারত অভিজিৎ গুপ্ত বলেন, "কাজটা জরুরি ছিল, তবে প্রশাসনকে আরও প্রস্তুতি নিয়ে নামার প্রয়োজন ছিল । আমি আশা করব, পরবর্তী সময়ে এই ধরনের কাজে হাত দেওয়ার আগে যথাযথ প্রস্তুতি নিয়ে তারপর করা হবে । এই বিষয়ে প্রশাসন আরও ভাবনাচিন্তা করুক ।"

bally bridge
বালিঘাট স্টেশনে কাজ পরিদর্শনে পূর্ব রেলের জিএম (নিজস্ব ছবি)

অপর এক অপেক্ষারত যাত্রী যশবন্ত সিং বলেন, "আধঘণ্টা ধরে অপেক্ষা করছি ৷ অফিসের জন্য দেরি হয়ে গিয়েছে । আমরা সাধারণ মানুষ ৷ হয়রানি তো হচ্ছে ৷ এই নিয়ে কী আর বলব ।" নিত্যযাত্রী মণীশ সান্যালের কথায়, "অফিস পৌঁছতে পারব কি না জানি না ৷ রেলের কাজ করা দরকার ৷ তবে আরও পরিকল্পনা নিয়ে করলে ভালো হতো ৷ এর ফলে মানুষের হয়রানি হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.