ETV Bharat / entertainment

ভূতেদের সঙ্গে সময় কাটাতে প্রস্তুত শিবপ্রসাদ-নন্দিতা - BHANUPRIYA BHOOTER HOTEL CIENMA

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি আনছে ভৌতিক সিনেমা ৷ যেখানে রোমাঞ্চের সঙ্গে থাকছে হাসির উপাদানও ৷

Bhanupriya Bhooter hotel
শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থায় ভূতেদের উৎপাত ! (ফাইল/Pr Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 2:43 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: বৃহস্পতিবার সকাল থেকেই নেট পাড়ায় শোরগোল। কালো হয়ে গেল উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার। সঙ্গে হিজিবিজি লেখা। অথচ গতকালও তাদের ফেসবুক পেজে প্রযোজনা সংস্থার তরফে 'লাল্টু - মিতালী' জুটির নানা খুনসুঁটি ভাগ করে নেওয়া হয়। কিন্তু তারপরেই প্রোফাইল পিকচার কালো হয়ে যাওয়ার পর স্ক্রিন শট তুলে সামাজিক মাধ্যমে তা ভাগ করে নিয়ে জিনিয়া প্রশ্ন তোলেন, "হ্যাকড নাকি অন্য কিছু ?" আর তাতেই শোরগোল পড়ে যায় নেট পাড়ায়।

গোটা বিষয়টা জানতে জিনিয়া সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। তবে, বেলা গড়াতেই রহস্যের উদঘাটন করল প্রযোজনা সংস্থা স্বয়ং। জিনিয়া সেন লিখলেন, "সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন-“আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে…” ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল"

অর্থাৎ চলতি বছরের বড় দিনেও দর্শকের মুখে হাসি ফোটাতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়। আসছে তাঁদের প্রযোজনায় নতুন বাংলা ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবির পরিচালনায় দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। 23 জানুয়ারি বিকেলে হাজির হয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা।

ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "এখনও কারা অভিনয় করবে ঠিক হয়নি। কথা চলছে। রেইকি চলছে। স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। প্রি প্রোডাকশনের কাজ চলছে ৷ মে-জুন মাস থেকে শুটিং শুরু করার ইচ্ছা। দর্শক একটা হরর কমেডি পেতে চলেছে এই বছরে। আরও দুটো ছবির কাজ এখনও বাকি। সেগুলো এগোলেই এটা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে।"

অরিত্র এর আগে বানিয়েছেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও', ' ফাটাফাটি'। আর এবার দর্শককে একেবারে হরর কমেডি উপহার দিতে চলেছেন তিনি।

কলকাতা, 24 জানুয়ারি: বৃহস্পতিবার সকাল থেকেই নেট পাড়ায় শোরগোল। কালো হয়ে গেল উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার। সঙ্গে হিজিবিজি লেখা। অথচ গতকালও তাদের ফেসবুক পেজে প্রযোজনা সংস্থার তরফে 'লাল্টু - মিতালী' জুটির নানা খুনসুঁটি ভাগ করে নেওয়া হয়। কিন্তু তারপরেই প্রোফাইল পিকচার কালো হয়ে যাওয়ার পর স্ক্রিন শট তুলে সামাজিক মাধ্যমে তা ভাগ করে নিয়ে জিনিয়া প্রশ্ন তোলেন, "হ্যাকড নাকি অন্য কিছু ?" আর তাতেই শোরগোল পড়ে যায় নেট পাড়ায়।

গোটা বিষয়টা জানতে জিনিয়া সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। তবে, বেলা গড়াতেই রহস্যের উদঘাটন করল প্রযোজনা সংস্থা স্বয়ং। জিনিয়া সেন লিখলেন, "সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন-“আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে…” ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল"

অর্থাৎ চলতি বছরের বড় দিনেও দর্শকের মুখে হাসি ফোটাতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়। আসছে তাঁদের প্রযোজনায় নতুন বাংলা ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবির পরিচালনায় দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। 23 জানুয়ারি বিকেলে হাজির হয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা।

ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "এখনও কারা অভিনয় করবে ঠিক হয়নি। কথা চলছে। রেইকি চলছে। স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। প্রি প্রোডাকশনের কাজ চলছে ৷ মে-জুন মাস থেকে শুটিং শুরু করার ইচ্ছা। দর্শক একটা হরর কমেডি পেতে চলেছে এই বছরে। আরও দুটো ছবির কাজ এখনও বাকি। সেগুলো এগোলেই এটা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে।"

অরিত্র এর আগে বানিয়েছেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও', ' ফাটাফাটি'। আর এবার দর্শককে একেবারে হরর কমেডি উপহার দিতে চলেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.