ETV Bharat / state

বড়বাজারে ২০ কেজি সোনার বিস্কিট উদ্ধার, বাজারমূল্য প্রায় ৭ কোটি - kolkata

কলকাতায় ফের সোনার বিস্কিট উদ্ধার। বাজারমূল্য ৭ কোটি টাকা। গ্রেপ্তার ৩ জন।

gold bar
author img

By

Published : Feb 9, 2019, 2:38 AM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : প্রায় ২০ কেজি সোনার বিস্কিট উদ্ধার হল বড়বাজারে। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে কাস্টমস ডিপার্টমেন্ট। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

শহরে বেড়ে চলেছে সোনা স্মাগলিংয়ের ঘটনা। বর্ডার, এয়ারপোর্টসহ একাধিক জায়গা থেকে একের পর এক সোনা স্মাগলিংয়ের ঘটনা সামনে আসছে। গতবছরও DRI এবং কলকাতা পুলিশ বড়বাজার থেকে বেশকিছু সোনার বিস্কিট উদ্ধার করেছিল। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

গতবছর ডিসেম্বরে DRI-এর তদন্তকারীরা খবর পান, শিলিগুড়ি হয়ে প্রচুর সোনা কলকাতায় আনা হচ্ছে। সেইমতো ফাঁদ পাতা হয়। পরশু রাতে ডানকুনি টোলপ্লাজাতে থামানো হয় সোনাপাচারের গাড়িটি। উদ্ধার হয় ৩৩ কেজি সোনা। শিলিগুড়ির বাসিন্দা রাকেশ প্রসাদ ও বিহারের হেম প্রসাদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও উদ্ধার হয়।

জানা যায়, উদ্ধার হওয়া সোনা বড়বাজারে আনা হচ্ছিল। এরপর থেকে প্রতিমুহূর্তে বড়বাজারে নজর রাখতে শুরু করে কাস্টমস, DRI এবং কলকাতা পুলিশ। সেই সূত্রেই এই সোনার খবর পান কাস্টমস অফিসাররা।

কাস্টমস সূত্রে খবর, উদ্ধার হওয়া ২০ কেজি সোনার বিস্কিট বিদেশ থেকে আনা হয়েছে। যার এক একটির ওজন ১১৬ গ্রাম। সেগুলোকে গলিয়ে এক কেজির সোনার বার তৈরি করা হচ্ছিল। তারপর তা পাচার করে দেওয়া হত দেশের বিভিন্ন প্রান্তে। কাস্টমস মনে করছে, এই চক্রের পিছনে রয়েছে কোনও বড় মাথা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

undefined

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : প্রায় ২০ কেজি সোনার বিস্কিট উদ্ধার হল বড়বাজারে। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে কাস্টমস ডিপার্টমেন্ট। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

শহরে বেড়ে চলেছে সোনা স্মাগলিংয়ের ঘটনা। বর্ডার, এয়ারপোর্টসহ একাধিক জায়গা থেকে একের পর এক সোনা স্মাগলিংয়ের ঘটনা সামনে আসছে। গতবছরও DRI এবং কলকাতা পুলিশ বড়বাজার থেকে বেশকিছু সোনার বিস্কিট উদ্ধার করেছিল। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

গতবছর ডিসেম্বরে DRI-এর তদন্তকারীরা খবর পান, শিলিগুড়ি হয়ে প্রচুর সোনা কলকাতায় আনা হচ্ছে। সেইমতো ফাঁদ পাতা হয়। পরশু রাতে ডানকুনি টোলপ্লাজাতে থামানো হয় সোনাপাচারের গাড়িটি। উদ্ধার হয় ৩৩ কেজি সোনা। শিলিগুড়ির বাসিন্দা রাকেশ প্রসাদ ও বিহারের হেম প্রসাদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও উদ্ধার হয়।

জানা যায়, উদ্ধার হওয়া সোনা বড়বাজারে আনা হচ্ছিল। এরপর থেকে প্রতিমুহূর্তে বড়বাজারে নজর রাখতে শুরু করে কাস্টমস, DRI এবং কলকাতা পুলিশ। সেই সূত্রেই এই সোনার খবর পান কাস্টমস অফিসাররা।

কাস্টমস সূত্রে খবর, উদ্ধার হওয়া ২০ কেজি সোনার বিস্কিট বিদেশ থেকে আনা হয়েছে। যার এক একটির ওজন ১১৬ গ্রাম। সেগুলোকে গলিয়ে এক কেজির সোনার বার তৈরি করা হচ্ছিল। তারপর তা পাচার করে দেওয়া হত দেশের বিভিন্ন প্রান্তে। কাস্টমস মনে করছে, এই চক্রের পিছনে রয়েছে কোনও বড় মাথা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

undefined
RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Liverpool, England, UK. 8th February, 2019
1. 00:00 Liverpool manager Jurgen Klopp arrives for news conference
2. 00:15 SOUNDBITE (English): Liverpool manager Jurgen Klopp
"Oh, it's obvious that it's getting exciting now. So it was never a doubt that it will happen. So it was always clear. I don't think that anybody thought that we will be top of the league with 12 points between us and another team and three games to go, or something like, that would be the end of April or something like that. That was always clear that it will be tight until the end. The good news is still that we are in that and but, of course, we have to for the only chance to improve our position, even though it's a good position, is by winning football games and we have another chance on Saturday, when it's tomorrow even. It's a very tough game, again, against a really good side but that's the plan actually."
3. 01:03 SOUNDBITE (English): Liverpool manager Jurgen Klopp
"It was always clear that there will be games where you really have to keep your nerves, everybody on the stands, on the pitch. Stuff like that. We had that in the past. We had that, we'll have that in the future. So that's part of the game."
4. 01:22 SOUNDBITE (English): Liverpool manager Jurgen Klopp
"I got a message this week and that's another sign that's something, obviously, that people think I need help and I don't need help. Thank you very much. But I'm fine. But it's like in the last 10 games (Manchester) City dropped twelve points and we dropped seven. So, and I did know that, because I don't think like that but that's...Is it interesting for me? It's not really interesting but, obviously, the view from outside is completely different."
5. 01:52 SOUNDBITE (English): Liverpool manager Jurgen Klopp
"Bournemouth is a really, really interesting side in general together with (Bournemouth coach) Eddie (Howe), I pretty much say in each press conference, but it's the truth, is doing an outstanding job, even if they have their bad moments in a season or periods in a season, they always come back, again, with this little tiny stadium there and that, obviously, is not an advantage in a competitive league like the Premier League. They are doing outstandingly well. On one side they are always a threat for counter-attacks really. They play football and on the other side they are, they used the time they have with not playing international football always for set pieces. They are always creative in that and preparation for Bournemouth is always a difficult one."
SOURCE: Premier League Productions
DURATION: 02:41
STORYLINE:
Liverpool manager Jurgen Klopp insisted on Friday the English Premier League title race is something to get excited about rather than stressed despite seeing his side overhauled by Manchester City in the past week.
City climbed to the top of the table on goal difference with victory against Everton in midweek but Liverpool's destiny remains in their own hands as they have a game in hand over Pep Guardiola's men, with both sides level on 62 points.
Just over a week ago, Liverpool had the chance to move seven points clear at the top, but draws with Leicester City and West Ham United have seen them reeled in by the champions.
Klopp's squad has been ravaged by injury recently but he could have Trent Alexander-Arnold, Jordan Henderson and Georginio Wijnaldum back for Bournemouth's visit after they returned to training on Thursday.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.